একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট।
∴ সংখ্যাটি হবে
ধরি, ক্রমিক সংখ্যাগুলো যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯;---- হতে পারে দেখা যায় তিনটি শুধুমাত্র ৪, ৫, ৬ হলেই গুণফল ১২০ হয়।
∴ সংখ্যা তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫
আমরা জানি, সমকোণের একটি কোণ ৯০°
ধরি, ছোট দুটির একটি কোণ x এবং অন্যটি x + ৮°
প্রশ্নমতে, x + x + ৮° + ৯০° = ১৮০°
⇒ x = ১৮০° - ৯৮°
⇒ ২x=৮২°
∴ x = ৪১° (উত্তর)
দেয়া আছে, x4- x2 + 1 = 0
[উভয় পক্ষকে ঐ দ্বারা ভাগ করে]
১০% ক্ষতিতে ক্রয়মূল্য = ১১০ টাকা
ক্ষতি হয় = ১১০ - ৯৯ = ১১ টাকা
∴ অন্য পণ্য বিক্রয় করতে হবে = ১১০ + ১১ = ১২১ টাকায় বিক্রি করতে হবে।