বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে। বর্তমানে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন রয়েছে। উল্লেখ্য, রেশম চাষ বিজ্ঞান চাষবিদ্যা পার্লকালচার। চিংড়ি চাষবিদ্যা = প্রণকালচার। ব্যাঙ চাষবিদ্যা = ফ্রগকালচার। মৎস্যচাষ বিজ্ঞান সেরিকালচার। মুক্তা পিসিকালচার। উদ্যান পালন বিজ্ঞান = হর্টিকালচার।

স্বাভাবিক অবস্থায় পানি ৪° সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে। তাই ৪° সেলসিয়াস তাপমাত্রায় ১ লিটার পানির আয়তন ১,০০০ ঘন সেঃমিঃ বা সিসি।

Related Sub Categories