'পিপীলিকা' বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। এটি ১৩ এপ্রিল ২০১৩ সালে চালু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে সংযুক্ত হওয়া সর্বশেষ ২৪ নভেম্বর ২০২০ সালে ১৯তম উড়োজাহাজ (ড্যাশ ৮-৪০০) ‘ধ্রুবতারা' উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও ৩টি (আকাশতরী, শ্বেতবলাকা এবং হংসমিথুন) উড়োজাহাজ যুক্ত হবে ।

জানুয়ারি, ২০২০ হিসাব অনুযায়ী বাংলাদেশ বিমান ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে।

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। উল্লেখ্য, হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটি ১০৬ কিলোমিটার দীর্ঘ। নদীটি বাদনাতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন।

কাজী নজরুল ইসলাম 'ধূমকেতু' (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন ।

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার অর্জন করেন তার 'গীতাঞ্জলি' গ্রন্থের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালের নভেম্বর মাসে নোবেল পুরস্কার পান।

১৭ই মার্চ, ১৯২০ সালে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মের একশত বছর পূর্তিতে ১৭ই মার্চ, ২০২০ জন্মশতবার্ষিকীর আয়োজন করা হয়। মুজিববর্ষের সময়কাল ধরা হয় ১৭ মার্চ ২০২০ - ১৭ মার্চ ২০২১। তবে করোনার কারণে মুজিবর্ষের সকল আয়োজন স্থগিত হওয়ায় বর্ধিত সময় ধরা হয় ১৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১।

১৯৭১ সালে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ । এম. মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী ।

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল সেবার নাম ‘নগদ' । এটি গত ২৬ মার্চ ২০১৯ সালে চালু করা হয় ।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী ।

পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক।

SEACO এর পূর্ণরূপ South East Asian Cooperation. এটি ২০১৯ সালে গঠিত হয়। ২০১৯ সালে বাংলাদেশের উদ্যোগে ইসলামী সহযোগী সংস্থা (OIC) অন্তর্ভুক্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৫টি দেশ (বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং মালদ্বীপ) নিয়ে আঞ্চলিক জোট SEACO গঠন করা হয়।

গ্রেটা থানবার্গ হলেন সুইডেনের নাগরিক। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক হয়ে উঠেন।

জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য সংস্থা ‘আঙ্কটাডের' প্রকাশিত ‘রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০১৯' প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জাহাজভাঙ্গায় শীর্ষ দেশ ছিলো বাংলাদেশ। ঐ বছর বিশ্বে যত জাহাজ ভাঙ্গা হয়েছে, তার ৪৭ দশমিক ২ শতাংশই বাংলাদেশে ভাঙ্গা হয়েছিলো। বাংলাদেশের পরেই ভারতের অবস্থান ছিলো।

প্রাক্তন হোটেল শেরাটন এর বর্তমান নাম ‘ইন্টারকন্টিনেন্টাল' ।

হাসান ফয়েজ সিদ্দিকী (জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৯৫৬) বাংলাদেশের আইনজীবী ও বিচারক যিনি বাংলাদেশের বর্তমান ও ২৩তম প্রধান বিচারপতি।

Created: 3 months ago | Updated: 1 day ago

CAAB – Civil Aviation Authority of Bangladesh. বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম, ফ্লাইট নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিমান বন্দরের নানা কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০টি। এর মধ্যে নারী ৫০টি হলো সংরক্ষিত আসন।

ভাষাণচর দ্বীপ বাংলাদেশের নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত।

২০২০ সাল অনুযায়ী মাতৃভাষা হিসেবে বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান ৫ম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে ৭ম ।

বাংলাদেশের পক্ষে তিন ধরনের ক্রিকেটে অবশ্য সবচেয়ে বেশি রান তামিম ইকবালের।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।(20-07-2023)

১০ এপ্রিল সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে। ১১ এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয় ।

বাংলাদেশ সময় বিকাল ৪ টা হলে GMT সময় সকাল ১০টা (GMT +৬)

Created: 3 months ago | Updated: 9 hours ago

১ বিলিয়ন সমান ১০০ কোটি।

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল (৬১.৭১ একর) যশোর।

২০২০ সালে ২০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট) একুশে পদক প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে ‘স্বাধীনতা পুরস্কার' ৮ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান (ভারতেশ্বরী হোমস্); বাংলা একাডেমি পুরস্কার ২০১৯ পেয়েছে ১০ জন ব্যক্তি।

বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীতে অবস্থিত ‘বরেন্দ্র জাদুঘর' ।

রেডক্রস এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। রেডক্রস ও রেডক্রিসেন্টের সদস্য সংখ্যা ১৯২টি।

'তাস' রাশিয়া দেশের সংবাদ সংস্থা ।

নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার নেতা ছিলেন।

Created: 3 months ago | Updated: 4 days ago

ক্রমোযোজিত গ্রেড পয়েন্টের গড় মান কে CGPA (Cumulative Grade Points Average) বলে।

পাউন্ডের মূল্য বেশি।

পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ ।

Related Sub Categories