সংস্কৃতি হলো সমগ্র জাতির চিন্তা ধারা, ভাব ধারা ও কর্মধারা গৌরবময় প্রতিচ্ছবি। সংস্কৃতির মূল কথা হল নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলা এবং অপরের নিকট নিজেকে সুন্দরভাবে উপাস্থাপন করা। প্রেম ও সৌন্দর্য সংস্কৃতির প্রধান আশ্রয়। এ আশ্রয় থেকে বিচ্যুত হলে সংস্কৃতি ধ্বংস হয়ে যায় এবং মানুষ অপসংস্কৃতির দিকে ধাবিত হয়। শিক্ষা ও সভ্যতার অবনতি ঘটিয়ে যে সংস্কৃতি মানুষকে সুন্দর থেকে দূরে সরিয়ে দেয় তাই অপসংস্কৃতি। অপসংস্কৃতি মানুষকে কলুষিত করে এবং জীবনের সৌন্দর্য বিকাশকে স্তব্ধ করে দিয়ে শ্রী হীনতার দিকে ঠেলে দেয়। রবীন্দ্রনাথ বলেছেন, 'কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যা আলোটিকরে পড়ে, তাকে বলি কালচার।' অর্থাৎ সংস্কৃতি সেই আলো যা চেনায় স্বরূপকে।
পরিশীলিত ও পরিশ্রুত জীবনচেতনাই সংস্কৃতি। সংস্কৃতির বিপরীত হল অপসংস্কৃতি। অপসংস্কৃতি জাতির এক মানসিক ব্যাধি । এটি অসুন্দরের ছদ্মবেশ। এর স্পর্শে মানুষের মন কলুষিত হয়। পরিশীলিত, মার্জিত ও উন্নতবোধের হয় অপমৃত্যু। আমাদের সংস্কৃতি আমাদের জীবনচেতনা ৷ গভীর অর্থে ‘সংস্কৃতি' হচ্ছে পরিশীলিত জীবনবোধ। অপর দিকে অমঙ্গল, অকল্যাণের সাধনাই অপসংস্কৃতির সাধনা । উনিশ শতকে বাংলার পাশ্চাত্য সংস্কৃতি উদ্দাম ভোগ-বিলাসিতা ও উচ্ছ্বলতার জন্ম দেয়। বর্তমান বিশ্বায়ন প্রক্রিয়ার অবাধ সুযোগ আমাদের জাতীয় জীবনে অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। বর্তমানে আমাদের দেশে সংস্কৃতির অবক্ষয় বা অপসংস্কৃতি দিনে দিন স্পষ্ট হয়ে উঠছে। বর্তমান যুবসমাজে অবক্ষয়ের কারন মূল্যবোধের অভাব ।
বর্তমান সমাজ এ সকল মূল্যবোধের অনুশীলন ক্রমশই হ্রাস পাচ্ছে। আর যুবসমাজের অবক্ষয়ের পেছনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে অপসংস্কৃতি। সাহিত্যের নামে কুরুচিপূর্ণ কিছু রচনা বাজার ছেয়ে ফেলেছে। এ প্রসঙ্গে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, ‘রহমানে শয়তানে যে তফাত, আঙুরে ও শরাবে যে তফাত, মুক্তি ও বন্ধনে যে তফাত, আসল সাহিত্য ও এই নকল সাহিত্যে সেই তফাত। হায়! অবোধ পাঠক জানে না সাইরেনের বাঁশরির সুরের ন্যায় এই অসাহিত্য তাকে ধ্বংসের দিকে পলে পলে টেনে নিয়ে যাচ্ছে। জাতির সমস্ত যৌব-শক্তি এই অপসাহিত্য জোঁকের মতো নিঃসাড়ে চুষে নিচ্ছে। প্রতিদিন সংবাদ পত্র আমাদের সামনে যে চালচিত্র তুলে ধরে তাতে অপসংস্কৃতি আগ্রাসন অতি স্পষ্ট। অশ্লীলতা, নোংরামি, খুন, ছিনতাই, প্রতারণা সবই অপসংস্কৃতির ভিন্ন ভিন্ন নাম ।
আমাদের সমাজ আজ এসবেরই দাসত্ব করে চলছে। তাছাড়া বর্তমান সমাজে ধর্মের নামে লোক-দেখানো কিছু আচার- অনুষ্ঠানের প্রাধান্য লক্ষ্যের চেয়ে উপলক্ষকে বড় করে তুলেছে। এছাড়া, শিক্ষার নামে কুশিক্ষা, সমাজ-সেবার নামে দালালি, সঙ্গীতের নামে সঙ্গীতহীন কতক হৈচৈ এবং বেশভূষার নামে হাস্যকর কিছু অনুকৃতি সাংস্কৃতিক জীবন গ্লানি ও মিথ্যাচারকে পুঞ্জীভূত করছে। বিদেশি সংস্কৃতিকে আমরা এক বাক্যে অপসংস্কৃতি বলে আখ্যায়িত করি। আসলে কথাটা সর্বাংশে ঠিক না। বিদেশের সবকিছু আমাদের জন্যে অপসংস্কৃতি, তা নয়। তবে বিদেশের কিছু গ্রহণ করার আগে দেখতে হবে তা আমাদের জীবন সুন্দর বা উন্নতি করছে কি না, আমাদের চেতনা কিংবা মহান করছে কি না। যা আমাদের জীবনবোধকে পরিশীলিত করে তা অপসংস্কৃতি নয়। কিন্তু আমরা যদি ডিসকো, গান, নাচ, পাশ্চাত্য মডেলের পোশাকের মোহে আচ্ছন্ন হয়ে পড়ি তা হলে সেটা স্বাভাবিকভাবেই অপসংস্কৃতি হবে। এমন কি পাশ্চাত্যের পোশাকের জের ধরে অনেক আত্নহনন পযর্ন্ত ঘটে যায় । এটি কী সংস্কৃতির অন্তরায়? এ অপসংস্কৃতি আমাদের যুবসমাজকে গ্রাস করে ফেলছে। সমাজবিজ্ঞানী E. B. Taylor বলেন, “Cultural perversion might lead the youth generation to contamination and destruction'. আজকের তরুণরাই দেশের আগামী দিনের অমূল্য সম্পদ। তারা দেশের ভবিষ্যৎ। কিন্তু অপসংস্কৃতি তাদের জীবনকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারা এমন কিছু বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে যা জীবনকে সুন্দর করে বিকাশের ক্ষেত্রে মোটেই সহায়ক নয়।
বলতে দ্বিধা নেই যে, আমাদের দেশে যে অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে তার মূলে রয়েছে দুর্নীতি। যে সমাজে দুর্নীতি আছে সে সমাজ থেকে নিজস্ব সংস্কৃতি আশাকরা যায় না। তাই অপসংস্কৃতি আজ সংস্কৃতির আসন দখল করে নিয়েছে। যেমনঃ আজকাল অনেক তরুণকে মেয়েদের মতো হাতে বালা বা পিতলের কড়া এবং এক কানে দুল পড়তে দেখা যায়। আবার মেয়েদের অনেক সময় ছেলেদের মত শার্ট, টাইট জিন্স-প্যান্ট, চুলের বয়-কাট। এসব আনন্দ হলেও এটা কিন্তু অপসংস্কৃতির নামান্তর। আমাদের তরুণ সমাজ আজ অপসংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে দিয়ে জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যে যুবসমাজ দেশ ও জাতির অফুরন্ত প্রাণশক্তি, তার কর্মপ্রেরণা, তার অগ্রগতি, সেই যুবসমাজের এক গরিষ্ঠ-অংশই।
আজ অপসংস্কৃতি-কবলিত। উদ্দেশ্য, দেশের এই সবুজপ্রাণ যুব শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া। তলিয়ে যাচ্ছে নানারকম নেশার সামগ্রীর মধ্যে। অভ্যস্ত হয়ে পড়েছে নানাবিধ মাদকশ্রয়ী ওষুধ ও সুরাপানে।
যুবসমাজের এই অপসংস্কৃতি-প্রিয়তা সুস্থসমাজ বিনির্মাণে বিরাট অন্তরায়। এটি বিনষ্ট করে জাতীয়-ঐক্য। গ্রাস করে মহৎ- মানসিকতা। সমাজ থেকে অপসংস্কৃতির প্রাদুর্ভাব দূর করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রথমে সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। এ ব্যাপারে শিক্ষিত শ্রেণির দায়িত্ব অনেক বেশি। সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন করতে হবে। নিষিদ্ধ করতে হবে অপসংস্কৃতির বেসাতি। তাদের অনুপ্রাণিত করতে হবে নতুন মূল্যবোধে । সুযোগ দিতে হবে আত্মবিকাশের। তাই আজ যারা অপসংস্কৃতির বেড়াজালে আটকে গিয়ে অলস তন্দ্রায় আচ্ছন্ন, সঠিক পথনির্দেশনা পেলে এই যুবসমাজই আবার উজ্জীবিত হবে দুর্মর প্রাণশক্তি ফিরে পাবে তার হারানো শুভবুদ্ধি। আবার তাদের প্রার্থনামন্ত্র হবে 'নবজীবনের গাহিয়া গান / সজীব করিব মহাশ্মশান'। সর্বশেষে বলতে চাই যে, সংস্কৃতি প্রতিটি জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি তা অপসংস্কৃতি না হয়। অপসংস্কৃতি জীবনকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। তাই অপসংস্কৃতি যাতে সমাজকে কলুষিত করতে না পারে সে জন্য রাষ্ট্রপরিচালকদের যেমন সচেতন হতে হবে তেমনি সচেতন হতে হবে সর্বশ্রেণির নাগরিকদের, তাহলেই একটি সুন্দর ও সুস্থ সমাজ, দেশ, জাতি গড়ে উঠতে পারে। নৈতিক শিক্ষাই পারে অপসংস্কৃতিকে রুখতে। আসুন আমরা সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চা করি ।
অগ্নিশর্মা
অগ্নিশর্মা (অত্যন্ত রেগে যাওয়া): যেখানে সেখানে অত অগ্নিশর্মা হলে কপালে দুর্ভোগ আছে, জেনে রেখ ।
আদিখ্যেতা
আদিখ্যেতা (ন্যাকামি): তোমার আদিখ্যেতা দেখলে গা জ্বলে যায় ।
আাঁধারঘরের মানিক
আঁধারঘরের মানিক (অত্যন্ত প্রিয়জন): একমাত্র ছেলেটাই বুড়ো বাপের আঁধার ঘরের মানিক ।
কংস – মামা
কংস-মামা (নির্মম আত্মীয়): কংস-মামার হাতে যখন পড়েছ, তখন তোমার কপালের দুর্ভোগ ঠেকাবে কে?
ঘাটের মড়া
ঘাটের মড়া (মৃত্যু আসন্ন যার/ অকর্মণ্য বৃদ্ধ): ওই ঘাটের মড়ার সঙ্গে শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠিক করলে ।
অন্তিম
অন্তিম = অন্ত + ইম (তদ্ধিত প্রত্যয়)।
পঠিত
পঠিত = √পত্ + ক্ত (সংস্কৃত কৃৎ প্রত্যয়)।
বৃদ্ধিমান
বুদ্ধিমান = বুদ্ধি + মান (তদ্ধিত প্রত্যয়)।
দীপ্যমান
দীপ্যমান = √দীপ + শানচ্ (সংস্কৃত কৃৎ প্রত্যয়)।
মহিমা
মহিমা = মহৎ + ইমন (তদ্ধিত প্রত্যয়)।
'বোঁটা আলগা' ফল গাছে থাকে না।
বোঁটা আলগা ফল গাছে থাকে না = অপাদান কারকে প্রথমা বা শূন্য বা অ বিভক্তি
'গাঁয়ে' মানে না আপনি মোড়ল
গাঁয়ে মানে না, আপনি মোড়ল = কর্তায় ৭মী।
জিজ্ঞাসিব 'জনে জনে'
জিজ্ঞাসিব জনে জনে = কর্মে ৭মী।
শিকারি বিড়াল 'গোঁফে' চেনা যায়
শিকারি বিড়াল গোঁফে চেনা যায় = করণে ৭মী।
এ 'দেহে' প্রাণ নেই
এ দেহে প্রাণ নেই = অধিকরণে ৭মী।
শান্ত শিষ্ট
শান্তশিষ্ট = শান্ত ও শিষ্ট (দ্বন্দ্ব সমাস)।
মহানবি
মহানবি = মহান্ যে নবি (কর্মধারায় সমাস)।
বিলাতফেরত
বিলাতফেরত = বিলাত থেকে ফেরত (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
সহোদর
সহোদর = সমান (একই) উদর যার (বহুব্রীহি সমাস)।
প্রবচন
প্রবচন = প্র (প্রকৃষ্ট) যে বচন (প্রাদি সমাস)।
তস্কর
তস্কর = তৎ + কর
পরস্পর
পরস্পর = পর্ + পর
সুবন্ত
সুবন্ত = সুপ্ + অন্ত ।
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ।
বনৌষধি
বনৌষধি = বন + ওষধি।
Once upon a time, a dove and a bat were very friends. One day the two friends decided to set out of a journey. They flew over the rivers and hills came to a big jungle. Both the friends were very tired. they needed to sit down and take a rest. A storm rose, the dove and the bat started to look for shelter.
= একদা এক ঘুঘু ও এক বাদুর খুব ভাল বন্ধু ছিল। একদিন দুই বন্ধু ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা নদীর পেরিয়ে একটি বিশাল বনে পৌছাল। উভয় বন্ধুই অনেক ক্লান্ত ছিল, তাদের একটু বসে বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল। ঝড় শুরু হলো, ঘুঘুটি ও বাদুরটি একটি আশ্রয় খুঁজতে শুরু করলো।
The children were entrusted ____ care of their parents
The children were entrusted to the care of their parents.
বাক্যের অর্থঃ শিশুদেরকে যত্ন করার জন্য তাদের পিতামাতার নিকট অর্পণ করা হলো। (Note: এখানে মনে রাখতে হবে Entrust something to somebody বা Entrust somebody with something এই দুইভাবে Phrase টি ব্যবহৃত হতে পারে)
He insisted ___there
He insisted on going there. বাক্যের অর্থঃ সে সেখানে যাওয়ার জন্য পীড়াপীড়ি করেছিল।
The train runs ___time
The train runs on time. বাক্যের অর্থঃ ট্রেনটি যথাসময়ে চলে।
I do not know ____swim
I do not know how to swim. বাক্যের অর্থঃ আমি সাঁতার কাটতে জানি না ।
Sakib is____ a famous cricketer ____ a famous actor.
Sakib is splendidly a famous cricketer while Shakib Khan is a famous actor.
বাক্যের অর্থঃ সাকিব একজন চমৎকার ক্রিকেট খেলোয়াড় যেখানে শাকিব খান একজন বিখ্যাত অভিনেতা।
আমি নাচতে জানি না
আমি নাচতে জানি না।
= I do not know how to dance.
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন।
= Bangabandhu was killed on 15th August in 1975 along with his family.
পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত
পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত ।
= Padma Bridge is our pride which is built with our own finance.
ঢাকা খুব ব্যস্ত শহর
ঢাকা খুব ব্যস্ত শহর।
= Dhaka is a very busy city.
জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বারাষ্ট্র মন্ত্রী
জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী।
= Mr. Asaduzzaman Khan is the home minister of Bangladesh.
RADP
RADP এর পূর্ণরূপ Rainfed Area Development Programme.
CIRDAP
CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
NTMC
NTMC এর পূর্ণরূপ National Telecommunication Monitoring Center.
UCEP
UCEP এর পূর্ণরূপ Underprivileged Children's Educational Programs.
COVID-19
A Passage to India
A Passage to India বইটি লিখেছেন বিখ্যাত ঔপন্যাসিক Edward Morgan Forster.
Crime and Punishment
Crime and Punishment বইটি লিখেছেন Fyodor Dostoevsky.
A Midsummer night’s dream
A Midsummer night's dream বইটি লিখেছেন William Shakespeare. এটি একটি প্রেমভিত্তিক হাস্যরসাত্নক Comedy নাটক
Caesar and Cleopatra
Caesar and Cleopatra বইটি লিখেছেন George Bernard Shaw. তাঁর রচিত অন্যান্য নাটকগুলোঃ Man and Superman, Arms and the Man, Candida, Joan of Arc ইত্যাদি।
The old man and the sea
The old man and the sea বইটি লিখেছেন Earnest Hemingway. এই উপন্যাসে তিনি তাঁর যুদ্ধ দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। Ernest Hemingway রচিত কিছু বিখ্যাত উপন্যাস হলোঃ A Farewell to Arms, For Whom the Bell Tolls, The Old Man and the Sea, The Sun Also Rises ইত্যাদি।
Abortive
Abortive (ব্যর্থ) এর সমার্থক শব্দ হলোঃ Futile; Ineffective; Vain.
Agitation
Agitation (উত্তেজনা; অস্থিরতা) এর সমার্থক শব্দ হলোঃ Fury; Uproar; Frenzy; Turmoil.
Colossal
Colossal (প্ৰকাণ্ড; বিশাল) এর সমার্থক শব্দ হলোঃ Gigantic; Grand; Vast; Tremendous.
Paramount
Paramount (সর্বোচ্চ; শ্রেষ্ঠতর) এর সমার্থক শব্দ হলোঃ Dominant; Supreme; Sovereign.
Mammoth
Mammoth (প্রকাণ্ড; বিশাল) এর সমার্থক শব্দ হলোঃ Monster, Oceanic Prodigious.
সুদ আসলের অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা ।
∴ সুদাসল = ৮ + ৩ = ১১ টাকা
অর্থাৎ সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা
∴ সুদাসল ৫,৫০০ টাকা হলে আসল টাকা = ৪,০০০ টাকা
ধরি, সুদের হার r
এখন দেয়া আছে, আসল p = ৪,০০০ টাকা; সময় n = ৩ বছর এবং সুদ I = ৫,৫০০ - ৪,০০০ = ১,৫০০ টাকা
আমরা জানি,
উত্তরঃ আসল ৪,০০০ টাকা এবং সুদের হার ১২.৫%
মনে করি, প্রস্থ = x মি.
প্রশ্নমতে,
= ২০ (উত্তর)
দেওয়া আছে,
আবার,
এখন দেওয়া আছে,
দেওয়া আছে, x2 – 3x - 28
= x2 - 7x + 4x – 28
= x(x - 7 ) + 4 (x - 7)
= (x-7)(x+4
ইউনেস্কোর ৩০তম (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে) সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ৫ ডিসেম্বর ২০০৮ সালে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ৷ আর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে (১৮৮টি দেশে)। সিয়েরা লিওন ১২ ডিসেম্বর ২০০২ সালে বাংলা ভাষাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে।
কনসার্ট ফর বাংলাদেশ, ‘বাংলাদেশ’ গানটির পরিবেশন করেন?
‘বাংলাদেশ' গানটি পরিবেশন করেন জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুইট বইয়ের নাম লিখুন।
'অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘আমার দেখা নয়াচীন’। উল্লেখ্য, ‘অসমাপ্ত আত্মজীবনী' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। ‘আমার দেখা নয়াচীন' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর তৃতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। ‘আমার দেখা নয়াচীন' বইটি ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম ।
৩০ অক্টোবর ২০১৭ সালে ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ।
কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম ‘বীরপ্রতীক' খেতাব পান?
ডা. সিতারা বেগম সর্বপ্রথম ‘বীরপ্রতীক' খেতাব পান।
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘ রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন?
৫ এপ্রিল ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তাঁর প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি' (Poet of Politics) বলে আখ্যায়িত করেছেন
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের কোন অনুচ্ছেদ আছে?
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের দ্বিতীয় ভাগঃ ৮নং অনুচ্ছেদে আছে।
নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদের কি বলা হয়?
নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদের বলা হয় 'নদী পয়ন্তী'।
নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়?
নাফ নদীর উৎপত্তিস্থল মায়ানমারের আরাকান পর্বত ।
‘হাইল হাওড়’ কোন জেলার অবস্থিত?
হাইল হাওড়' সিলেটের মৌলভীবাজার জেলার সদর এবং শ্রীমঙ্গল উপজেলা জুড়ে অবস্থিত। এই হাওড়ে রয়েছে ১৪টি বিল এবং পানি নিষ্কাশনের ১৩টি নালা। হাওরটির মোট আয়তন ১০ হাজার হেক্টর।
পেন্সিল তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?
গেলিল তৈরিতে গড়ান কাঠ ব্যবহৃত হয়।
'মূল্য সংযোজন কর' বাংলাদেশে কবে চালু হয়?
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় ২ জুন ১৯৯১ সালে। বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হলো মূসক (মূল্য সংযোজন কর)। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে 'উত্তরা গণভবন' অবস্থিত। ১৯৬৭ সালে ২৪ জুলাই ইহাকে ‘গভর্ণর হাউস' হিসাবে ঘোষণা করা হয়।
বাংলাদেশ কত সালে ক্রিকেট খেলার স্ট্যাটাস অর্জন করে?
বাংলাদেশ (১০ম দল হিসেবে) ২০০০ সালে ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস অর্জন করে। আর আফগানিস্তান এবং আয়ারল্যান্ড ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস অর্জন করে।
পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম লিখুন।
পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর ‘উত্তর বা আর্কটিক মহাসাগর'। আর বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর 'প্রশান্ত 'মহাসাগর' ।
পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ ‘হংকং'।
ভিয়েতনামের মুদ্রার নাম কি?
ভিয়েতনামের মুদ্রার নাম হলো ‘ডং ।
বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা’ প্রদানকারী নম্বর কোনটি?
বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা' প্রদানকারী নম্বর ৯৯৯। এই নম্বরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ২০১৭ সালের ১২ ডিসেম্বর ।
‘বঙ্গবন্ধু স্যাটেলাই-১ উৎক্ষেপণ করা হয়?
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' (BS-1) ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। BS-1 বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮, বাংলাদেশ মান সময় ১২ মে রাত ০২:১৪-তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশায় তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপিত হয়েছে।
মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য লিখুন।
পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে)। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নদী শাসন সংস্থা হলো সিনোহাইড্রো করপোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন।