সুরক্ষা সেবা বিভাগ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (08-01-2021) || 2021

All

ইউনেস্কোর ৩০তম (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে) সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ৫ ডিসেম্বর ২০০৮ সালে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ৷ আর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে (১৮৮টি দেশে)। সিয়েরা লিওন ১২ ডিসেম্বর ২০০২ সালে বাংলা ভাষাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে।

‘বাংলাদেশ' গানটি পরিবেশন করেন জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।

'অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘আমার দেখা নয়াচীন’। উল্লেখ্য, ‘অসমাপ্ত আত্মজীবনী' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। ‘আমার দেখা নয়াচীন' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর তৃতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। ‘আমার দেখা নয়াচীন' বইটি ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম ।

৩০ অক্টোবর ২০১৭ সালে ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ।

ডা. সিতারা বেগম সর্বপ্রথম ‘বীরপ্রতীক' খেতাব পান।

৫ এপ্রিল ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তাঁর প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি' (Poet of Politics) বলে আখ্যায়িত করেছেন 

রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের দ্বিতীয় ভাগঃ ৮নং অনুচ্ছেদে আছে। 

Created: 8 months ago | Updated: 2 days ago

নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদের বলা হয় 'নদী পয়ন্তী'।

সংক্ষেপে উত্তর দিন:
9.

নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়?

Created: 8 months ago | Updated: 5 days ago

নাফ নদীর উৎপত্তিস্থল মায়ানমারের আরাকান পর্বত ।

Created: 8 months ago | Updated: 2 days ago

হাইল হাওড়' সিলেটের মৌলভীবাজার জেলার সদর এবং শ্রীমঙ্গল উপজেলা জুড়ে অবস্থিত। এই হাওড়ে রয়েছে ১৪টি বিল এবং পানি নিষ্কাশনের ১৩টি নালা। হাওরটির মোট আয়তন ১০ হাজার হেক্টর।

Created: 8 months ago | Updated: 3 days ago

গেলিল তৈরিতে গড়ান কাঠ ব্যবহৃত হয়। 

Created: 8 months ago | Updated: 2 days ago

বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় ২ জুন ১৯৯১ সালে। বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হলো মূসক (মূল্য সংযোজন কর)। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।

Created: 8 months ago | Updated: 5 days ago

নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে 'উত্তরা গণভবন' অবস্থিত। ১৯৬৭ সালে ২৪ জুলাই ইহাকে ‘গভর্ণর হাউস' হিসাবে ঘোষণা করা হয়।

Created: 8 months ago | Updated: 5 days ago

বাংলাদেশ (১০ম দল হিসেবে) ২০০০ সালে ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস অর্জন করে। আর আফগানিস্তান এবং আয়ারল্যান্ড ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস অর্জন করে।

Created: 8 months ago | Updated: 1 day ago

পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর ‘উত্তর বা আর্কটিক মহাসাগর'। আর বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর 'প্রশান্ত 'মহাসাগর' ।

Created: 8 months ago | Updated: 5 days ago

পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ ‘হংকং'।

সংক্ষেপে উত্তর দিন:
17.

ভিয়েতনামের মুদ্রার নাম কি?

Created: 8 months ago | Updated: 2 days ago

ভিয়েতনামের মুদ্রার নাম হলো ‘ডং ।

বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা' প্রদানকারী নম্বর ৯৯৯। এই নম্বরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ২০১৭ সালের ১২ ডিসেম্বর ।

Created: 8 months ago | Updated: 2 days ago

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' (BS-1) ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। BS-1 বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮, বাংলাদেশ মান সময় ১২ মে রাত ০২:১৪-তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশায় তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপিত হয়েছে।

Created: 8 months ago | Updated: 2 days ago

পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে)। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নদী শাসন সংস্থা হলো সিনোহাইড্রো করপোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন।

Related Sub Categories