কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) || সিপাই (22-01-2021) || 2021

All

সকল বিষয়

                                                                                                                      “মুজিববর্ষ”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষে ঘোষিত 'মুজিববর্ষ উদযাপনের মহাপরিকল্পনা নেয় সরকার। এ উপলক্ষে বছরজুড়ে দেশ-বিদেশে ২৯৮টি আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের এক যৌথ সভায় জাতির পিতার জন্মশতবার্ষিক উপলক্ষে 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক আগামী ১৭ মার্চ। তাই সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ 'মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়ে উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২ সদস্যের জাতীয় উদযাপন কমিটি এবং জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ সদস্যের জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী জাতীয় কমিটির সদস্য সচিব এবং বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ গঠিত 'মুজিববর্ষ' উদযাপন কমিটিতে দলীয় সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়। 

দেশের বাইরেও সাড়ম্বরে উদযাপিত হয় জন্মশতবার্ষিক ও মুজিববর্ষের আনন্দ আয়োজন। ইউনেস্কোও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে। গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। ফলে জাতির পিতার জন্মশতবার্ষিক উদযাপন আন্তর্জাতিক রূপ পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও বিপুল জনসমাগমের জায়গাগুলোতে এই ক্ষণগণনা শুরু হয়। এ জন্য সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ২৮টি স্থান, বিভাগীয় শহর এবং ৫৩টি জেলা সদর ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি জায়গায় ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে। 

জন্মশতবার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বঙ্গবন্ধুর সামসাময়িক সময়ের রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। বছরজুড়ে ২৯৮টি অনুষ্ঠানমালায় আরও রয়েছে আনন্দ আয়োজন, সেবা ও উন্নয়নের বিষয়গুলোর প্রচার, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রদর্শন, আন্তর্জাতিক প্রকাশনা, বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন ও 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' প্রদান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তকরণ এবং বাংলা ও ইংরেজিতে জন্মশতবার্ষিক স্মারকগ্রন্থ প্রকাশ। ইউনেস্কোয় বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। ইউনেস্কোয় জন্মশতবার্ষিকও উদযাপন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব দেশে ১০০টি করে গাছের চারা রোপণের উদ্যোগ নেয়। বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি দূতাবাসে মোট ২৬১টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদের মধ্যে রয়েছে ইংরেজিতে ছবি, স্কেচ ও আলোকচিত্র নিয়ে 'কফি টেবিল', 'শেখ মুজিব লাইফ অ্যান্ড টাইমস' ও 'বায়োগ্রাফি অব বঙ্গবন্ধু শেখ মুজিব' এবং বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে অনুবাদগ্রন্থ প্রকাশ। 

দিবসভিত্তিক আয়োজনঃ ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস, ৭ জুন হয় দফা দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, বঙ্গবন্ধুর জুলি ও কুরি' পদকপ্রাপ্তি দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রয়েছে আলোচনা সভা, সেমিনারসহ নানা আয়োজন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হবে জাঁকজমকভাবে। ২৩ জুন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকে রাজধানীর ঐতিহাসিক রোজ গার্ডেনে আন্তর্জাতিক সেমিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসজুড়ে ছিলো জাতীয় উদযাপন কমিটি ও আওয়ামী লীগের নানা আয়োজন। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জাতির পিতাকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়। দিনটি স্মরণে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ঐ বছরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন থেকে সাত দিনের কর্মসূচি ও জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়। 

[বিঃদ্রঃ করোনা মহামারীর জন্য সকল অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হয়।

এক কথায় প্রকাশ করুন:
2.

যার কোন কিছু থেকেই ভয় নেই।

Created: 3 months ago | Updated: 5 days ago

যার কোন কিছু থেকেই ভয় নেই = অকুতোভয়।

এক কথায় প্রকাশ করুন:
3.

যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে।

Created: 3 months ago | Updated: 5 days ago

যেযে ভবিষ্যৎ না ভেবে কাজ করে = অবিমৃষ্যকারী ।

এক কথায় প্রকাশ করুন:
4.

যা নিবারণ করা কষ্টকর।

Created: 3 months ago | Updated: 5 days ago

যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার।

Created: 3 months ago | Updated: 5 days ago

আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্মকেন্দ্রিক।

এক কথায় প্রকাশ করুন:
6.

উপকারীর অপকার করে যে।

Created: 3 months ago | Updated: 5 days ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন ।

নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
7.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 5 days ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব) = তোমাকে তামার বিষে পেয়েছে।

নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
8.

কেতাদুরস্ত

Created: 3 months ago | Updated: 6 days ago

কেতাদুরস্ত (পরিপাটি) = চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।

নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
9.

গণেশ উল্টানো

Created: 3 months ago | Updated: 5 days ago

গণেশ উল্টানো (ফেল মারা) = রাম এবারের এসএসসি পরীক্ষায় গণেশ উল্টিয়েছে।

নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
10.

তাসের ঘর

Created: 3 months ago | Updated: 5 days ago

তাসের ঘর (ক্ষণস্থায়ী) = একমাত্র ছেলে পরীক্ষায় ফেল করায় মায়ের স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে গেল।

নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
11.

যক্ষের ধন

Created: 3 months ago | Updated: 5 days ago

যক্ষের ধন (কৃপণের ধন) = যক্ষের ধনের মতো সারাজীবন সম্পত্তি আগলে রাখলে এবার কিছু দান করো।

ব্যাসবাক্যসহ সমাস লিখুন:
12.

বিষাদ সিন্ধু

Created: 3 months ago | Updated: 5 days ago

বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস লিখুন:
13.

ত্রিকাল

Created: 3 months ago | Updated: 5 days ago

ত্রিকাল = তিন কালের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস লিখুন:
14.

গুরুভক্তি

Created: 3 months ago | Updated: 5 days ago

গুরুভক্তি = গুরুকে ভক্তি (চতুর্থী তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস লিখুন:
15.

স্মৃতিসৌধ

Created: 3 months ago | Updated: 5 days ago

স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)

ব্যাসবাক্যসহ সমাস লিখুন:
16.

আপাদমস্তক

Created: 3 months ago | Updated: 5 days ago

আপাদমস্তক = পা থেকে মাথা পর্যন্ত (অব্যয়ীভাব সমাস)।

শুদ্ধ করে লিখুন:
17.

সূর্য উদয় হয়েছে।

Created: 3 months ago | Updated: 5 days ago

সূর্য উদয় হয়েছে ।

=সূর্য উদিত হয়েছে।

Created: 3 months ago | Updated: 5 days ago

তার দূরাবস্থা দেখে দুঃখ হয়। 

= তার দুরবস্থা দেখে দুঃখ হয় ।

শুদ্ধ করে লিখুন:
19.

দৈনতা প্রশংসনীয় নয়।

Created: 3 months ago | Updated: 5 days ago

দৈনতা প্রশংসনীয় নয়। 

= দীনতা প্রশংসনীয় নয়।

Created: 3 months ago | Updated: 5 days ago

সে সংকট অবস্থায় পড়েছে। 

= সে সংকটে পড়েছে।

Created: 3 months ago | Updated: 5 days ago

নীরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর ।

= নিরাপরাধ ব্যক্তিকে ক্ষমা করো।

নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন:
22.

মেঘনাদবধ

Created: 3 months ago | Updated: 5 days ago

মেঘনাদবধ (১৮৬১) গ্রন্থের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। 'মেঘনাদবধ' কাব্যের কাহিনী সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত হয়েছে।

নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন:
23.

বলাকা

Created: 3 months ago | Updated: 1 day ago

বলাকা (১৯১৬) কাব্যগ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন:
24.

সোজন বাদিয়ার ঘাট

Created: 3 months ago | Updated: 5 days ago

সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪) গাথাকাব্যগ্রন্থের রচয়িতা হলেন জসীম উদ্দীন।

নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন:
25.

অগ্নিবীণা

Created: 3 months ago | Updated: 5 days ago

অগ্নিবীণা (সেপ্টেম্বর ১৯২২) রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। এটি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ।

নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন:
26.

পথের দাবী

Created: 3 months ago | Updated: 5 days ago

পথের দাবী (১৯২৬) রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।

Created: 3 months ago | Updated: 5 days ago

সে কি নিয়মিত পড়ালেখা করে? 

= Does he read regularly?

Created: 3 months ago | Updated: 5 days ago

তাকে ভেতরে এসে চা খেতে দাও। 

= Let him come in and have tea.

Created: 3 months ago | Updated: 6 days ago

সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। 

= May he be happy.

Created: 3 months ago | Updated: 5 days ago

সে সাঁতার জানে না। 

=He doesn't know how to swim.

Created: 3 months ago | Updated: 5 days ago

সে কি স্কুলে যাচ্ছে না? 

= Isn't he going to school?

Created: 3 months ago | Updated: 5 days ago

                                                                                                                            “The Padma Bridge”

The Padma Bridge is a multipurpose road-rail bridge across the Padma River to be constructed in Bangladesh. When completed it will be the largest bridge in Bangladesh and the first fixed river grossing for road traffic. It will connect Louhajong, Munshigonj to Shariatpur and Madaripur linking the south-west of the country, to northern and eastern regions. The total area of land to be acquired and required for its components is 918 hectares. The requisition of land for the construction yard will be for six years on a rental basis. As per the new design, an additional 144.04 hectares has been identified for acquisition bringing the total to 1062.14 hectares. The two-level steel truss bridge will carry a four lane highway on the upper level and a single track railway on a lower level. The project will include 6.15km long and 18.10 meter wide bridge, 15.1km of approach roads, toll plazas and service areas, We can say in fine, that the government step to construct the Padma Bridge despite turning down of World Bank in financing is a brave decision which carried praise from home and abroad. But the government needs to maintain transparency and efficiency in each and every process of building the bridge as the bridge is being built with the people's hard-carried money.

Make sentence with following Phrase:
33.

Certain of

Created: 3 months ago | Updated: 2 days ago

Certain of (অবশ্যম্ভাবী)= I will go to the theatre and make certain of of seats.

Make sentence with following Phrase:
34.

Come of

Created: 3 months ago | Updated: 5 days ago

Come of (বংশোদ্ভূত হওয়া) = He comes of a respectable family.

Make sentence with following Phrase:
35.

A red letter day

Created: 3 months ago | Updated: 5 days ago

A red letter day ( স্মরণীয় দিন) = 30th December is a red letter day in my life.

Make sentence with following Phrase:
36.

To and fro

Created: 3 months ago | Updated: 5 days ago

To and fro (সামনে পেছনে) = Journeys to and fro between Dhaka and Chittagong.

Make sentence with following Phrase:
37.

In time

Created: 3 months ago | Updated: 10 hours ago

In time (সময় মতো) = It is you who should have completed the task in time.

Fill in the gaps with appropriate word/words.
38.

I am afraid____you.

Created: 3 months ago | Updated: 10 hours ago

I am afraid of you. 

বাক্যের অর্থঃ আমি তোমাকে ভয় পাই।

Fill in the gaps with appropriate word/words.
39.

The ladder is leaned____wall.

Created: 3 months ago | Updated: 5 days ago

The ladder is leaned on/upon wall. 

বাক্যের অর্থঃ মইটি দেয়ালে হেলানো আছে।

Fill in the gaps with appropriate word/words.
40.

I saw___one eyed man.

Created: 3 months ago | Updated: 5 days ago

I saw a one eyed man. 

বাক্যের অর্থঃ আমি একজন একচোখা মানুষ দেখেছিলাম।

Fill in the gaps with appropriate word/words.
41.

He is____honest man.

Created: 3 months ago | Updated: 5 days ago

He is an honest man. 

বাক্যের অর্থঃ তিনি একজন সৎ মানুষ ।

Fill in the gaps with appropriate word/words.
42.

My father is___MBSS.

Created: 3 months ago | Updated: 5 days ago

My father is an MBSS. 

বাক্যের অর্থঃ আমার পিতা একজন এমবিএসএস।

Correct the Following Sentence:
43.

He has come yesterday.

Created: 3 months ago | Updated: 5 days ago

He has come yesterday. 

= He came yesterday. 

বাক্যের অর্থঃ সে গত কাল এসেছিলো।

Correct the Following Sentence:
44.

It it raining for three days.

Created: 3 months ago | Updated: 6 days ago

It is raining for three days. 

= It has been raining for three days. 

বাক্যের অর্থঃ তিনদিন যাবৎ বৃষ্টি হচ্ছে।

Correct the Following Sentence:
45.

I come in order to meeting you.

Created: 3 months ago | Updated: 5 days ago

I come in order to meeting you. 

= I came in order to meet you. 

বাক্যের অর্থঃ আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম।

Correct the Following Sentence:
46.

He does not know swim.

Created: 3 months ago | Updated: 4 days ago

He does not know swim. 

= He does not know how to swim. 

বাক্যের অর্থঃ সে সাঁতার কাটতে জানে না।

Correct the Following Sentence:
47.

I will going to Dhaka.

Created: 3 months ago | Updated: 5 days ago

I will going to Dhaka. 

= I will go to Dhaka. 

বাক্যের অর্থঃ আমি ঢাকা যাবো।

চাল বিক্রয়ে ক্ষতি হয় = ১৬০০ -১৫০০ =১০০ টাকা

শতকরা ক্ষতি হয় = (×)%=.%

সুদ আসলের  অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা

 সুদাসল = ৮+২=১১ টাকা

 সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা

সুদাসল ৫৫০০ টাকা হলে আসল =×= টাকা।

মনে করি,  সুদের হার r

এখন দেয়া আছে, আসল p = ৪০০০ টাকা সময় n =৩ বছর এবং সুদ i = ৫৫০০-৪০০০=১৫০০ টাকা

আমরা জানি, i=pnr

==×r× =r=××=.

 

উত্তর: আসল ৪০০০ টাকা এবং সুদের হার ১২.৫%

 

মনে করি, ঘরের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য = ৩ক মিটার

ক্ষেত্রফল = ৩ক বর্গমিটার

প্রশ্নমতে, ৩ক×.=.

=.=. == ==

ঘরটির প্রস্থ =  ৭ মিটার এবং দৈর্ঘ্য = ২১ মিটার

Created: 3 months ago | Updated: 2 days ago

দেয়া আছে, x4-2x2+1

=(x2)2-2.x2.1+12 =(x2-1)2 ={(x+1)(x-1)}2  =(x+1)2(x-1)2

Created: 3 months ago | Updated: 21 hours ago

দেয়া আছে, x+1x=3

=(x+1x)2=32 (x+1x)2=9

মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের আম্র কাননে। আর ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার 'মুজিব নগর সরকার' শপথ গ্রহণ করেন।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৯ সালে প্রথম চীনের হুবেই প্রদেশে উহান শহরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। আর বাংলাদেশে প্রথম সনাক্ত হয় ৮ মার্চ ২০২০ সালে। এই রোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে ব্রাজিল ও ভারতে।

জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দেয়। ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে।

ভিটামিনবিসিডি
মূল উৎসপ্রাণিজ: যকৃত, বৃক্ক, দুধ, ডিমের কুসুম, মাছের তেল
উদ্ভিজ: হলুদ, শাক-সবজি, ফল, গাজর
শস্যদানা, মটর, ঢেঁকি ছাটা সিদ্ধ চাল, 
আটা, শিসের বীচি, চীনাবাদাম, যকৃত
সবুজ টক ফল, টাটকা সবজি, কাঁচা মরিচ, টমেটো, বাঁধাকপি, সবুজ শাক

প্রাণিজ: মাছের তেল, যকৃত, ডিমের কুসুম, দুধ

উদ্ভিজ: আর্গোক্যালসিয়াম ফেরল রূপে ভোজ্য তেল

অভাবজনিত রোগরাতকানা, বৃদ্ধিহীনতা, বন্ধ্যাত্ব, ত্বকের মসৃনতা নষ্টবেরিবেরি রোগ, ক্ষুধামন্দা, 
পেশি দুর্বলতা, মানসিক ক্লান্তি, অবসাদ
স্কার্ভি, দন্তক্ষয় ও দাঁতের মাড়ি নরম হওয়া, নাক ও মুখ থেকে রক্তক্ষরণ, সর্দি-কাশি, চর্মরোগশিশু-রিকেটস, বয়স্ক-অস্টিওম্যালেসিয়া

১. গুগল (Google) ২. ফায়ারফক্স (Mozila Firefox।

১. মুন্সী আব্দুর রউফ 
২. মোহাম্মদ মোস্তফা কামাল 
৩. মতিউর রহমান 
৪. নূর মোহাম্মদ শেষ

মুক্তিযুদ্ধের উপর ৪ ধরনের খেতাব আছে। এগুলো হলোঃ ১. বীরশ্রেষ্ঠ (৭ জন); ২. বীরউত্তম (৬৮ জন), ৩. বীরবিক্র (১৭৫ জন); ৪. বীরপ্রতীক ( ৪২৬ জন)।

ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।

পূর্ণরূপ লিখুন:
61.

NBR

Created: 3 months ago | Updated: 5 days ago

NBR এর পূর্ণরূপ National Board of Revenue বা জাতীয় রাজস্ব বোর্ড।

পূর্ণরূপ লিখুন:
62.

VAT

Created: 3 months ago | Updated: 5 days ago
পূর্ণরূপ লিখুন:
63.

WHO

Created: 3 months ago | Updated: 5 days ago

WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ণরূপ লিখুন:
64.

UNHCR

Created: 3 months ago | Updated: 5 days ago

UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন।

পূর্ণরূপ লিখুন:
65.

VAT

Created: 3 months ago | Updated: 5 days ago

VAT এর পূর্ণরূপ Value Added Tax বা মূল্য সংযোজন কর।

Related Sub Categories