জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট || অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (05-02-2021) || 2021

All

সকল বিষয়

                                                                                           ১লা বৈশাখ পালনের সাংস্কৃতিক গুরুত্ব

বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যের একটি বহমান ধারা। ঐতিহ্য ও সংস্কৃতির এই ধারা অত্যন্ত প্রাচীন। নববর্ষ আর বাঙালির উৎসব আয়োজন যেন এক সুরে বাঁধা। বাদশাহ আকবরের নির্দেশে এবং তার বিজ রাজ-জ্যোতিষী আমীর ফাতেহ উল্লাহ সিরাজীর অক্লান্ত পরিশ্রমের ফলেই মূলত বাংলা সনের উৎপত্তি। বাংলাদেশে প্রথম বারের মত খ্রিস্টীয় সনের পাশাপাশি সরকারিভাবে বাংলা সন লেখার প্রচলন হয় ১৯৮৮ সালে। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এ দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। মূলত এটি বাঙালির একটি সর্বজনীন উৎসব। সারা বিশ্বের বাঙালিরা এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়। ১লা বৈশাখ উদযাপনের মাধ্যমে আমরা আমাদের সেই প্রাচীনতম ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রবাহকে বাঁচিয়ে রেখেছি। নতুনকে গ্রহণ করার, পুরাতনকে মুছে ফেলার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষাও আমরা গ্রহণ করে থাকি নববর্ষ উৎসব উদযাপনের মাধ্যমে। দিনটির গুরুত্ব এখানেই। এ দিনে বৈশাখী মেলা, হালখাতা ও পুণ্যাহ, আমানি, বলি খেলা, লাঠি খেলা, ষাঁড়ের লড়াই, মোড়গ লড়াই, হা-ডু-ডু, নৌকা বাইচ ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয়। 'হালখাতা' বাংলাদেশের মানুষের একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠান। এ উৎসবের মধ্য দিয়ে নতুন করে হিসাবের খাতা চালু করা হয়। মিষ্টিমুখের মধ্য দিয়ে শুভ নতুন দিন কামনা করা হয়। তবে পয়লা বৈশাখের সবচেয়ে বড়ো অনুষ্ঠান 'বৈশাখী মেলা'। সমগ্র বাংলাদেশে পয়লা বৈশাখ ও বৈশাখের প্রথম সপ্তাহে অনেক মেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় বাংলা নববর্ষের একটি বিশেষ দিক হলো-পাঞ্জাবি, শাড়ি পড়ে ঘুরে বেড়ানো এবং মাটির সানকিতে করে সকালে পাস্তা ইলিশ খাওয়া। বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি সর্বজনীন উৎসব। বাংলাদেশের উৎসবাদির মধ্যে সর্বজনীন উৎসব হিসেবে নববর্ষ শ্রেষ্ঠ উৎসব, এ কথা খুবই সত্য।

অর্থসহ বাক্য লিখুন।
2.

অক্কা পাওয়া

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অক্কা পাওয়া (মারা যাওয়া) = লোকটি হজ্জ করতে গিয়ে অক্কা পেয়েছে।

অর্থসহ বাক্য লিখুন।
3.

ঊনপাঁজুরে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ঊনপাঁজুরে (অপদার্থ) = রাসেলের মতো উনপাঁজুরে ছেলে আর দেখি না।

অর্থসহ বাক্য লিখুন।
4.

আলালের ঘরের দুলাল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আলালের ঘরের দুলাল (অতি আদরের নষ্ট পুত্র) = রাসেল রোদ বাতাস সইতে পারে না, পরিশ্রম করতে পারেনা, ছেলেটি আলালের ঘরের দুলাল।

অর্থসহ বাক্য লিখুন।
5.

রাবনের চিতা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

রাবনের চিতা (চির অশান্তি) = ভাইয়ের মৃত্যুতে রফিকের বুকে রাবণের চিতা জ্বলছে।

অর্থসহ বাক্য লিখুন।
6.

খয়ের খাঁ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

খয়ের খাঁ (চাটুকার) = তুমি তো বড় সাহেবের খয়ের খাঁ, তিনি যা বলেন তুমি তাই করো ।

Correct the right forms of verbs:
7.

Government is ( import) sugar from Brazil.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Government is importing sugar from Brazil.

= বাক্যের অর্থঃ ব্রাজিল থেকে সরকার চিনি আমদানি করছে।

Correct the right forms of verbs:
8.

They must ( following) the rules of behavior.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

They must follow the rules of behavior.

= বাক্যের অর্থঃ আচার-আচরণে নিয়ম কানুন তাদের অবশ্যই মেনে চলতে হবে।

Correct the right forms of verbs:
9.

The boys ( send) to school yesterday.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The boys were sent to school yesterday.

= বাক্যের অর্থঃ বালকদেরকে গতকাল স্কুলে পাঠানো হয়েছিলো।

Correct the right forms of verbs:
10.

This problem must ( solve) immediately.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

This problem must be solved immediately.

= বাক্যের অর্থঃ সমস্যাটির সমাধান দ্রুত করতে হবে।

Correct the right forms of verbs:
11.

I wish (fill) my demand!

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I wish  I could my demand!

= বাক্যের অর্থঃ আমি যদি চাহিদা পূরণ করতে পারতাম!

Translate the following Sentence into English:
12.

যত গর্জে তত বর্ষে না।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যত গর্জে তত বর্ষে না। 

= Barking dogs seldom bite.

Translate the following Sentence into English:
13.

এদেশ আমাদের গর্ব।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

এ দেশ আমাদের গর্ব। 

= This country is our pride.

Translate the following Sentence into English:
14.

তুমি কি বোকা!

Created: 4 weeks ago | Updated: 1 week ago

তুমি কি বোকা! 

= What a fool you are!

Translate the following Sentence into English:
15.

মানুষ মাত্রই ভুল করে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মানুষ মাত্রই ভুল করে। 

= To err is human.

Translate the following Sentence into English:
16.

তোমার ঘড়িতে কয়টা বাজে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তোমার ঘড়িতে কয়টা বাজে? 

= What time is it by your watch?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

                                                                                          “Traffic Jam in Dhaka City”

Traffic jam is a common affair in Dhaka City. It is now an irritating problem in Bangladesh. This problem is the result of rapid growth of population and the increasing number of vehicles. In proportion to our population roads have not increased. Moreover, Dhaka City is full of rickshaw and rickshaw pullers do not follow the traffic rules never maintain a queue while waiting to proceed untimely loading, unloading of goods of trucks, unauthorized markets by the road side, unwise parking to vehicle, public meeting, procession etc. Generally cause narrow roads in another cause of traffic jam. Most often traffic jam occurs at office time and also at the time when the officer breaks. Sometimes traffic is so heavy that it blocks half a kilometer. It kills our valuable time and cause great suffering to the dying patient being in the ambulance. However, this problem can be solved by adopting some measures well planned spacious road should be constructed. One way movement of vehicles should be introduced. Traffic rules should be imposed strictly so that the drivers are bound to obey and the number of traffic police should be increased.

সুদের হার কমে = (৭-৫)%=2%

১০০ টাকায় ১ বছরে সুদ কমে = ২ টাকা

১০০ টাকায় ৫ বছরে সুদ কমে = ৫×= টাকা

১০ টাকা কমে যখন মূলধন ১০০ টাকা

৭০ টাকা কমে যখন মূলধন =× =৭০০ টাকা।

Created: 4 weeks ago | Updated: 11 hours ago

দেওয়া আছে, 2x-2x=3

L.H.S.=8(x3-1x3)=(2x)3-(2x)3=(2x-2x)3+2.2x.2x(2x-1x)

=33+12.3 =27+36 =63=R.H.S. L.H.S.=R.H.S.

মনে করি, প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য 2ক মিটার

প্রশ্নমতে, 2ক×ক=৫১২

== === == 

অর্থ্যাৎ প্রস্থ ১৬ মিটার

দৈর্ঘ্য = ২×১৬ = ৩২ মিটার 

অতএব, পরিসীমা = ২(দৈর্ঘ্য +প্রস্থ) = ২(৩২+১৬)=২×৮৮=৯৬ মিটার

বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রীণ হাউজ গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। শুধু কার্বন নির্গমন নয়, নাইট্রোজেন ও জলবায়ু পরিবর্তনের কারণ। এছাড়াও রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত যন্ত্রের ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, বনাঞ্চল নিধন ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে হানাহানি আর সহিংসতা বেড়ে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন মার্কিন গবেষকরা। পৃথিবীর অক্ষরেখার দিক পরিবর্তনও জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ। মূলত মানুষের আচরণের কারণেই জলবায়ু পরিবর্তন হচ্ছে, এ ব্যাপারে বিজ্ঞানীরা ৯৫ ভাগ নিশ্চয়তা প্রদান করেছেন। এক গবেষণায় বলা হয়েছে যে, ১৯৫০ এর দশক থেকে এ পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা যে পরিমাণ বেড়েছে গত এক হাজার বছরেও তার নজির নেই। আর - এজন্য ৯৫ শতাংশ নিশ্চিত যে, মানুষই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

www এর পূর্ণ নাম হলো World Wide Web. উল্লেখ্য, সুইজারল্যান্ডের CERN এর বিজ্ঞানীগণ তাদের জন্য প্রয়োজনীয় গবেষণা কর্মের বিস্তারিত বিবরণ, গ্রাফিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সহজে পাওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে একটি বিশেষ তথ্য আহরণ এবং সেবা প্রদান ব্যবস্থা উদ্ভাবন করেন। তাদের উদ্ভাবিত এ ব্যবস্থাই পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতে পৃথিবীর বিভিন্ন স্থানের যে তথ্যভাণ্ডার রয়েছে ইন্টারনেট ব্যবহারকারীগণ তার যেকোনটিতে পৌঁছে যেতে পারে। সাধারণ টেক্সট, গ্রাফিক্স অডিও বা ভিডিও যেভাবেই এর তথ্যসমূহ সংরক্ষিত থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা অরিজিনাল অবস্থায় দেখতে পান। একে ইন্টারনেটের মাল্টিমিডিয়াও বলা হয়। টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।

মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।

১০ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু এবং লোগো উন্মোচন করা হয়। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনন্মশতবার্ষিকী উদযাপন 'মুজিব শতবর্ষ' উপলক্ষে লোগো প্রকাশ করা হয় ।

Joe Biden আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট ও ২০ জানুয়ারি ২০২১ সালে তিনি শপথ নিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০ সালে (১৮৮টি দেশে) বিশ্বব্যাপি পালন করা হয়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

NIMC এর পূর্ণরূপ হলো National Institute of Mass Communication (জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট)।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize. উল্লেখ্য, কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। এই প্রোগ্রাম সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। তাই একে কম্পিউটারের VIRUS বলা হয়।

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' এর লেখকের নাম সৈয়দ শামসুল হক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গোপালগঞ্জ (বাইগার নদীর তীরে) জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

Related Sub Categories