জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট || অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (05-02-2021) || 2021

All

বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রীণ হাউজ গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। শুধু কার্বন নির্গমন নয়, নাইট্রোজেন ও জলবায়ু পরিবর্তনের কারণ। এছাড়াও রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত যন্ত্রের ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, বনাঞ্চল নিধন ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে হানাহানি আর সহিংসতা বেড়ে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন মার্কিন গবেষকরা। পৃথিবীর অক্ষরেখার দিক পরিবর্তনও জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ। মূলত মানুষের আচরণের কারণেই জলবায়ু পরিবর্তন হচ্ছে, এ ব্যাপারে বিজ্ঞানীরা ৯৫ ভাগ নিশ্চয়তা প্রদান করেছেন। এক গবেষণায় বলা হয়েছে যে, ১৯৫০ এর দশক থেকে এ পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা যে পরিমাণ বেড়েছে গত এক হাজার বছরেও তার নজির নেই। আর - এজন্য ৯৫ শতাংশ নিশ্চিত যে, মানুষই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

www এর পূর্ণ নাম হলো World Wide Web. উল্লেখ্য, সুইজারল্যান্ডের CERN এর বিজ্ঞানীগণ তাদের জন্য প্রয়োজনীয় গবেষণা কর্মের বিস্তারিত বিবরণ, গ্রাফিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সহজে পাওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে একটি বিশেষ তথ্য আহরণ এবং সেবা প্রদান ব্যবস্থা উদ্ভাবন করেন। তাদের উদ্ভাবিত এ ব্যবস্থাই পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতে পৃথিবীর বিভিন্ন স্থানের যে তথ্যভাণ্ডার রয়েছে ইন্টারনেট ব্যবহারকারীগণ তার যেকোনটিতে পৌঁছে যেতে পারে। সাধারণ টেক্সট, গ্রাফিক্স অডিও বা ভিডিও যেভাবেই এর তথ্যসমূহ সংরক্ষিত থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা অরিজিনাল অবস্থায় দেখতে পান। একে ইন্টারনেটের মাল্টিমিডিয়াও বলা হয়। টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।

মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।

১০ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু এবং লোগো উন্মোচন করা হয়। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনন্মশতবার্ষিকী উদযাপন 'মুজিব শতবর্ষ' উপলক্ষে লোগো প্রকাশ করা হয় ।

Joe Biden আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট ও ২০ জানুয়ারি ২০২১ সালে তিনি শপথ নিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০ সালে (১৮৮টি দেশে) বিশ্বব্যাপি পালন করা হয়।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

NIMC এর পূর্ণরূপ হলো National Institute of Mass Communication (জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট)।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize. উল্লেখ্য, কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। এই প্রোগ্রাম সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। তাই একে কম্পিউটারের VIRUS বলা হয়।

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' এর লেখকের নাম সৈয়দ শামসুল হক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গোপালগঞ্জ (বাইগার নদীর তীরে) জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

Related Sub Categories