সকল বিষয়

এক কথায় প্রকাশ করুন:
1.

যা জলে চরে

Created: 3 months ago | Updated: 1 week ago

যা জলে চরে = খেচর। 

এক কথায় প্রকাশ করুন:
2.

যে গাছে ধরে কিন্তু ফুল ধরেনা

Created: 3 months ago | Updated: 5 days ago

গাছে ফল ধরে কিন্তু ফুল ধরেনা = বনস্পতি 

এক কথায় প্রকাশ করুন:
3.

অতি দীর্ঘ নয় যা

Created: 3 months ago | Updated: 3 days ago

অতি দীর্ঘ নয় যা = নাতিদীর্ঘ 

বাক্যগুলোকে চলিত ভাষায় রূপান্তর করুন:
4.

আমি তাহাকে চিঠি লিখিয়াছি।

Created: 3 months ago | Updated: 3 days ago

আমি তাহাকে চিঠি লিখিয়াছি 

= আমি তাকে চিঠি লিখেছি।

বাক্যগুলোকে চলিত ভাষায় রূপান্তর করুন:
5.

তাঁহারা আটটার পূর্বেই ডাক- বাংলায় উপস্থিত হইলেন।

Created: 3 months ago | Updated: 5 days ago

তাঁহারা আটটার পূর্বেই ডাক-বাংলায় উপস্থিত হইলেন। 

= তারা আটটার আগেই ডাক-বাংলায় উপস্থিত হলেন।

নিচের দ্বিরুক্তি শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন।
6.

বাড়ি বাড়ি

Created: 3 months ago | Updated: 3 days ago

বাড়ি বাড়ি = প্রত্যেক রবিবার আমরা খনি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম ।

নিচের দ্বিরুক্তি শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন।
7.

ছোট ছোট

Created: 3 months ago | Updated: 3 days ago

ছোট ছোট = ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন রকমের গেইম খেলে তাদের সময় অপচয় করছে।

                                                                                                              ‘‘হালখাতা”

হালখাতা হচ্ছে বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়; শুভ হালখাতা কার্ড-এর মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টি মুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে 'হালখাতা'-র উদ্ভব। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই এটি পালন করা হয়ে থাকে।

ইংরেজিতে অনুবাদ করুন:
9.

বৃষ্টি হচ্ছে।

Created: 3 months ago | Updated: 5 days ago

বৃষ্টি হচ্ছে। 

= It is raining.

ইংরেজিতে অনুবাদ করুন:
10.

সূর্য পূর্ব দিকে উঠে।

Created: 3 months ago | Updated: 5 days ago

সূর্য পূর্ব দিকে উঠে। 

= The sun rises in the east.

ইংরেজিতে অনুবাদ করুন:
11.

রিপা কাল স্কুলে যাবে।

Created: 3 months ago | Updated: 5 days ago

রিপা কাল স্কুলে যাবে। 

= Ripa will go to school tomorrow.

শব্দার্থ লিখুন:
12.

Security

Created: 3 months ago | Updated: 5 days ago

Security = নিরাপত্তা।

শব্দার্থ লিখুন:
13.

Discipline

Created: 3 months ago | Updated: 5 days ago

Discipline = নিয়মানুবর্তিতা।

শব্দার্থ লিখুন:
14.

Pond

Created: 3 months ago | Updated: 5 days ago

Pond  = পুকুর; ডোবা।

বাক্য গুলো সাজিয়ে লিখুন:
15.

Capital the Dhaka is Bangladesh.

Created: 3 months ago | Updated: 5 days ago

Capital the Dhaka is Bangladesh. 

= Dhaka is the capital of Bangladesh. 

বাক্যের অর্থঃ ঢাকা বাংলাদেশের রাজধানী।

বাক্য গুলো সাজিয়ে লিখুন:
16.

Health is exercise for good.

Created: 3 months ago | Updated: 5 days ago

Health is exercise for good. 

= Exercise is good for health. 

বাক্যের অর্থঃ ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী।

Alim is the security officer of this school. 

= আলিম এই বিদ্যালয়ের নিরাপত্তা অফিসার।

বাক্য গঠন কর:
18.

Pen

Created: 3 months ago | Updated: 5 days ago

Pen = This pen is mine.

বাক্য গঠন কর:
19.

Job

Created: 3 months ago | Updated: 5 days ago

Job = You have to work hard to get this job.

দেওয়া আছে, (a+b)=3এবং ab=2 

আমরা জানি, a3+b3=(a+b)3-3.a.b(a+b)

=33-(3×2×3) =27-18 =9

ধরি, আসল ১০০ টাকা

সুদে আসলে ২ গুণ হলে সুদাসল হয় = ২০০ টাকা

সুদ =২০০-১০০ =১০০ টাকা

এখন, আমরা জানি, I=PNR

=×R×  R=.%

লাভ হয় = ৬৬০-৬০০=৬০ টাকা

৬০০ টাকায় লাভ হয় = ৬০ টাকা

১০০ টাকায় লাভ হয় = ×= টাকা

2x2+9x+10 =2x2+4x+5x+10 =2x((x+2)+5(x+2) =(x+2)(2x+5)

আমরা জানি, বক্সের আয়তন = দৈর্ঘ্য ×প্রস্থ×উচ্চতা

=২×.×= ঘনমিটার

ব্যাসার্ধ বলতে বুঝায় ব্যাসের অর্ধেক। তাই ব্যাস ২৪ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ হবে = = সেন্টিমিটার।

নিচের শব্দগুলোকে সংখ্যায় লিখুন।
26.

ত্রয়োদশ

Created: 3 months ago | Updated: 3 days ago

ত্রয়োদশ = ১৩

নিচের শব্দগুলোকে সংখ্যায় লিখুন।
27.

নবম

Created: 3 months ago | Updated: 23 hours ago

নবম = ০৯

নিচের শব্দগুলোকে সংখ্যায় লিখুন।
28.

বিংশ

Created: 3 months ago | Updated: 1 day ago

বিংশ = ২০ 

পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮ জানুয়ারি, ১৯৭২ সালে মুক্তি লাভ করেন। তিনি ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন। এজন্য ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়।

জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তাই ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত।

লেবু, আনারস, আঙ্গুর, আম, জাম ইত্যাদি ফলে ভিটামিন সি বিদ্যমান। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক এসিড। সুতরাং অ্যাসকরবিক এসিড খাওয়া যায়। এছাড়াও খাওয়া যায় এমন কয়েকটি এসিড হল: সাইট্রিক এসিড, অক্সালিক এসিড, টারটারিক এসিড।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম নাইমুর রহমান। তিনি ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেন।

মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যাওয়া বা রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া কে স্ট্রোক বলে ।

Related Sub Categories