যা জলে চরে
যা জলে চরে = খেচর।
যে গাছে ধরে কিন্তু ফুল ধরেনা
গাছে ফল ধরে কিন্তু ফুল ধরেনা = বনস্পতি
অতি দীর্ঘ নয় যা
অতি দীর্ঘ নয় যা = নাতিদীর্ঘ
আমি তাহাকে চিঠি লিখিয়াছি।
আমি তাহাকে চিঠি লিখিয়াছি
= আমি তাকে চিঠি লিখেছি।
তাঁহারা আটটার পূর্বেই ডাক- বাংলায় উপস্থিত হইলেন।
তাঁহারা আটটার পূর্বেই ডাক-বাংলায় উপস্থিত হইলেন।
= তারা আটটার আগেই ডাক-বাংলায় উপস্থিত হলেন।
বাড়ি বাড়ি
বাড়ি বাড়ি = প্রত্যেক রবিবার আমরা খনি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম ।
ছোট ছোট
ছোট ছোট = ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন রকমের গেইম খেলে তাদের সময় অপচয় করছে।
‘‘হালখাতা”
হালখাতা হচ্ছে বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়; শুভ হালখাতা কার্ড-এর মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টি মুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে 'হালখাতা'-র উদ্ভব। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই এটি পালন করা হয়ে থাকে।