নবম
তিনটি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয়মূল্য 10% ক্ষতিতে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয়মূল্য অপেক্ষা 25 টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার পর দুইটি রাস্তা আছে। দুইটির মোট ক্ষেত্রফল কত?