সকল বিষয়

                                                                                                  বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব ও প্রতিকার

কোভিড-১৯ এক নতুন রোগ যা আপনার ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি করতে সক্ষম। করোনা ভাইরাস নামক ভাইরাসের কারণে এ রোগ হয়ে থাকে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন এর ডুবেই প্রদেশের উহান শহরে এ রোগ প্রথম দেখা যায়। এ রোগের সংক্রমণের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের রোগের লক্ষণের ন্যায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর, কাশি এবং সহজে হাঁপিয়ে যাওয়া। রোগের সংক্রমণের মাত্রা বেশি হলে নিউমোনিয়া, সিভিয়ার একিউট রেসিপিটরি সিন্ড্রোম, কিডনীর কাজ করা বন্ধ হয়ে যাওয়া এমনকি মৃত্যু ঘটাতে পারে। এ রোগের সংক্রমণ এড়াতে নিয়মিত সাবান/এলকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, হাঁচি বা কাশির সময় নাক ও মুখ ঢেকে ফেলা, ডিম ও মাংস অধিক সময় ধরে সিদ্ধ করে রান্না করা এবং শ্বাসযন্ত্রের রোগের লক্ষণ যেমন হাঁচি কাশি আছে এমন ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

কারক নির্ণয় করুন:
2.

আমার যাওয়া হবে না।

Created: 8 months ago | Updated: 2 days ago

আমার যাওয়া হবে না = কর্তায় ষষ্ঠী।

কারক নির্ণয় করুন:
3.

আমাকে একখানা বই দাও।

Created: 8 months ago | Updated: 6 days ago

আমাকে একখানা বই দাও = কর্মে শূন্য।

কারক নির্ণয় করুন:
4.

আকাশে চাঁদ উঠেছে।

Created: 8 months ago | Updated: 1 month ago

চেষ্টায় সব হয় = করণে সপ্তমী।

কারক নির্ণয় করুন:
5.

এ বাড়িতে কেউ নাই।

Created: 8 months ago | Updated: 15 hours ago

এ বাড়িতে কেউ নাই = অধিকরণে সপ্তমী।

কারক নির্ণয় করুন:
6.

চেষ্টায় সব হয়

Created: 8 months ago | Updated: 1 day ago

চেষ্টায় সব হয় = করণে সপ্তমী।

এক কথায় প্রকাশ করুন:
7.

যে সকল অত্যাচারই সয়ে যায়।

Created: 8 months ago | Updated: 10 hours ago

যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা।

এক কথায় প্রকাশ করুন:
8.

যে মেয়ের বিয়ে হয়নি।

Created: 8 months ago | Updated: 2 days ago

যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

এক কথায় প্রকাশ করুন:
9.

সকালের জন্য প্রযোজ্য।

Created: 8 months ago | Updated: 2 days ago

সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।

এক কথায় প্রকাশ করুন:
10.

যে শুনেই মনে রাখতে পারে।

Created: 8 months ago | Updated: 6 days ago

যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।

Created: 8 months ago | Updated: 2 days ago

যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন = অনন্যসাধারণ।

অর্থসহ বাক্য রচনা করুন:
12.

অদৃষ্টের পরিহাস

Created: 8 months ago | Updated: 1 day ago

অদৃষ্টের পরিহাস (ভাগ্যের নিষ্ঠুরতা) = অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
13.

গড্ডালিকা প্রবাহ

Created: 8 months ago | Updated: 23 hours ago

গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) = গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
14.

রাশভারি

Created: 8 months ago | Updated: 1 month ago

রাশভারি (গম্ভীর প্রকৃতির) = রাশভারি লোকের সহ্যশক্তি একটু বেশিই হয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
15.

পুকুর চুরি

Created: 8 months ago | Updated: 1 day ago

পুকুর চুরি (বড় রকম চুরি) = কিছু কর্মচারী পুকুর চুরি করে প্রতিষ্ঠানের লালবাতি জ্বালিয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
16.

চোখের বালি

Created: 8 months ago | Updated: 1 day ago

চোখের বালি (চক্ষুশূল) = বখাটে ছেলেটা সকলের চোখের বালি ।

Created: 8 months ago | Updated: 1 month ago

                                                                                             The Father of the Nation

The Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman (1920-1975) is the architect of independent Bangladesh. Bangabandhu was born on 17 March 1920 in the village Tungipara under the gopalganj Sub-division (currently district) in the district of Faridpur. Bangabandhu Sheikh Mujibur Rahman's father, Sheikh Lutfar Rahman, was a serestadar in the civil court of Gopalganj. Sheikh Mujibur Rahman passed his matriculation from Gopalganj Missionary School in 1942, IA (Twelfth Grade) from Islamia College, Calcutta in 1944 and BA from the same College in 1947. In 1946, he was elected general secretary of the Islamia College Students Union. He was an activist of the Bengal Provincial Muslim League and a member of the All-India Muslim League Council from 1943 onwards.

Created: 8 months ago | Updated: 1 day ago

সে সাঁতার কাটতে জানে না।

= He does not know how to swim.

Created: 8 months ago | Updated: 1 month ago

তিনি আমাদের ইংরেজি শেখান। 

= He teaches us English.

Created: 8 months ago | Updated: 2 days ago

রহিম গত সোমবার থেকে জ্বরে ভুগছে। 

= Rahim has been suffering from fever since Monday.

Created: 8 months ago | Updated: 11 hours ago

গরু আমাদের দুধ দেয়।

= The cow gives us milk.

Created: 8 months ago | Updated: 2 days ago

আমার বাবা একজন সরকারি কর্মচারী। 

= My father is a government employee.

Write the meaning in Bengali and make sentence.
23.

A bed of roses

Created: 8 months ago | Updated: 1 month ago

A bed of roses (আরামদায়ক অবস্থা; সুখকর অবস্থা) = Life is not a bed of roses.

Write the meaning in Bengali and make sentence.
24.

Heart and soul

Created: 8 months ago | Updated: 1 day ago

Heart and soul (মনেপ্রাণে; সর্বশক্তিতে) = He tried heart and soul to help me.

Write the meaning in Bengali and make sentence.
25.

In a body

Created: 8 months ago | Updated: 1 day ago

In a body (দলবদ্ধ হয়ে) = All the students came out In a body.

Write the meaning in Bengali and make sentence.
26.

Cats and dogs

Created: 8 months ago | Updated: 1 month ago

Cats and dogs (মুষলধারে) = It is raining cats and dogs.

Write the meaning in Bengali and make sentence.
27.

High time

Created: 8 months ago | Updated: 1 month ago

High time (যে সময়ে কোন কিছু তাৎক্ষণিকভাবে করা প্রয়োজন) = It is high time to come to his assistance.

Use appropriate preposition:
28.

He is efficient____English.

Created: 8 months ago | Updated: 1 month ago

He is efficient in English.  

= বাক্যের অর্থ তিনি ইংরেজিতে দক্ষ।

Use appropriate preposition:
29.

He is addicted___gambling.

Created: 8 months ago | Updated: 1 day ago

He is addicted to gambling.

বাক্যের অর্থঃ তিনি জুয়া খেলায় আসত ।

Use appropriate preposition:
30.

His allegation was based___facts.

Created: 8 months ago | Updated: 1 month ago

His allegation was based on facts. 

বাক্যের অর্থঃ তার অভিযোগের সত্যতা রয়েছে।

Use appropriate preposition:
31.

Hard work is the key___success.

Created: 8 months ago | Updated: 3 days ago

Hard work is the key to success. 

বাক্যের অর্থঃ কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।

Use appropriate preposition:
32.

I am familiar____them.

Created: 8 months ago | Updated: 2 weeks ago

I am familiar to them.  

বাক্যের অর্থঃ আমি তাদের নিকট পরিচিত।

মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স  যথাক্রমে = (৭ক:২ক) বছর

প্রশ্নমতে, ++= :

=++= =+=+ =-=-1 == == ==

পিতার বর্তমান বয়স = ৭×= বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২×= বছর।

Created: 8 months ago | Updated: 1 month ago

দেওয়া আছে, x3+8x3=(x)3+(2x)3=(x+2x)3-3.x.2x(x+2x)

=33-(6×3) =27-18 =9

                                                                                             বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ঐ বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এই সশস্ত্র মুক্তিসংগ্রাম ছিল বহুবিধ ঘটনা, বিরূপ পরিস্থিতি, অসম আর্থিক বণ্টন ব্যবস্থা ও প্রশাসনিক কর্তৃত্বের বঞ্চনাসহ গুরুতর বিষয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্রমাবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই পাকিস্তানের দুই অংশের মধ্যে যেসব ইস্যুতে সম্পর্কের অবনতি ঘটে, তার মধ্যে ছিল ভূমি সংস্কার, রাষ্ট্রভাষা, অর্থনীতি ও প্রশাসনের ক্ষেত্রে দুই প্রদেশের মধ্যে বৈষম্য, প্রাদেশিক স্বায়শাসন, পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এতদ্বসংশ্লিষ্ট অন্যান্য বিষয়। 

১৯৭০-এর সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের ১৬৭টি তেই আওয়ামী লীগ জয়লাভ করে। এবং আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের একক প্রতিনিধি হিসেবে আবির্ভূত হন। তিনিই হন পাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। কিন্তু পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব সংখাগরিষ্ঠ আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৯৭১-এর ৭ মার্চ শেখ মুজিব যে ঐতিহাসিক ভাষণ দেন, তাতেই পাকিস্তানী সামরিক জান্তার নিকট তাঁর মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। এরপর শুরু হয় অসহযোগ আন্দোলন। ইতোমধ্যে সমস্যা নিরসনের জন্য শেখ মুজিব ও ইয়াহিয়া খানের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনা ব্যর্থ হয় এবং ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বাঙালি হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈন্য এবং আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা তাৎক্ষণিকভাবে জনগণের মুক্তি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৯২০ সালের ১৭ মার্চ।

Created: 8 months ago | Updated: 2 days ago

১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে রোজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন ।

Created: 8 months ago | Updated: 3 weeks ago

'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Created: 8 months ago | Updated: 2 days ago

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন।

Related Sub Categories