বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব ও প্রতিকার
কোভিড-১৯ এক নতুন রোগ যা আপনার ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি করতে সক্ষম। করোনা ভাইরাস নামক ভাইরাসের কারণে এ রোগ হয়ে থাকে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন এর ডুবেই প্রদেশের উহান শহরে এ রোগ প্রথম দেখা যায়। এ রোগের সংক্রমণের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের রোগের লক্ষণের ন্যায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর, কাশি এবং সহজে হাঁপিয়ে যাওয়া। রোগের সংক্রমণের মাত্রা বেশি হলে নিউমোনিয়া, সিভিয়ার একিউট রেসিপিটরি সিন্ড্রোম, কিডনীর কাজ করা বন্ধ হয়ে যাওয়া এমনকি মৃত্যু ঘটাতে পারে। এ রোগের সংক্রমণ এড়াতে নিয়মিত সাবান/এলকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, হাঁচি বা কাশির সময় নাক ও মুখ ঢেকে ফেলা, ডিম ও মাংস অধিক সময় ধরে সিদ্ধ করে রান্না করা এবং শ্বাসযন্ত্রের রোগের লক্ষণ যেমন হাঁচি কাশি আছে এমন ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
আমার যাওয়া হবে না।
আমার যাওয়া হবে না = কর্তায় ষষ্ঠী।
আমাকে একখানা বই দাও।
আমাকে একখানা বই দাও = কর্মে শূন্য।
আকাশে চাঁদ উঠেছে।
চেষ্টায় সব হয় = করণে সপ্তমী।
এ বাড়িতে কেউ নাই।
এ বাড়িতে কেউ নাই = অধিকরণে সপ্তমী।
চেষ্টায় সব হয়
চেষ্টায় সব হয় = করণে সপ্তমী।
যে সকল অত্যাচারই সয়ে যায়।
যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা।
যে মেয়ের বিয়ে হয়নি।
যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।
সকালের জন্য প্রযোজ্য।
সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।
যে শুনেই মনে রাখতে পারে।
যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।
যা সাধারণের মধ্যে দেখা যায় না।
যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন = অনন্যসাধারণ।
অদৃষ্টের পরিহাস
অদৃষ্টের পরিহাস (ভাগ্যের নিষ্ঠুরতা) = অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয়।
গড্ডালিকা প্রবাহ
গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) = গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।
রাশভারি
রাশভারি (গম্ভীর প্রকৃতির) = রাশভারি লোকের সহ্যশক্তি একটু বেশিই হয়।
পুকুর চুরি
পুকুর চুরি (বড় রকম চুরি) = কিছু কর্মচারী পুকুর চুরি করে প্রতিষ্ঠানের লালবাতি জ্বালিয়েছে।
চোখের বালি
চোখের বালি (চক্ষুশূল) = বখাটে ছেলেটা সকলের চোখের বালি ।