বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব ও প্রতিকার

কোভিড-১৯ এক নতুন রোগ যা আপনার ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি করতে সক্ষম। করোনা ভাইরাস নামক ভাইরাসের কারণে এ রোগ হয়ে থাকে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন এর ডুবেই প্রদেশের উহান শহরে এ রোগ প্রথম দেখা যায়। এ রোগের সংক্রমণের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের রোগের লক্ষণের ন্যায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর, কাশি এবং সহজে হাঁপিয়ে যাওয়া। রোগের সংক্রমণের মাত্রা বেশি হলে নিউমোনিয়া, সিভিয়ার একিউট রেসিপিটরি সিন্ড্রোম, কিডনীর কাজ করা বন্ধ হয়ে যাওয়া এমনকি মৃত্যু ঘটাতে পারে। এ রোগের সংক্রমণ এড়াতে নিয়মিত সাবান/এলকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, হাঁচি বা কাশির সময় নাক ও মুখ ঢেকে ফেলা, ডিম ও মাংস অধিক সময় ধরে সিদ্ধ করে রান্না করা এবং শ্বাসযন্ত্রের রোগের লক্ষণ যেমন হাঁচি কাশি আছে এমন ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

কারক নির্ণয় করুন:
2.

আমার যাওয়া হবে না।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

আমার যাওয়া হবে না = কর্তায় ষষ্ঠী।

কারক নির্ণয় করুন:
3.

আমাকে একখানা বই দাও।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

আমাকে একখানা বই দাও = কর্মে শূন্য।

কারক নির্ণয় করুন:
4.

আকাশে চাঁদ উঠেছে।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

চেষ্টায় সব হয় = করণে সপ্তমী।

কারক নির্ণয় করুন:
5.

এ বাড়িতে কেউ নাই।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

এ বাড়িতে কেউ নাই = অধিকরণে সপ্তমী।

কারক নির্ণয় করুন:
6.

চেষ্টায় সব হয়

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

চেষ্টায় সব হয় = করণে সপ্তমী।

এক কথায় প্রকাশ করুন:
7.

যে সকল অত্যাচারই সয়ে যায়।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা।

এক কথায় প্রকাশ করুন:
8.

যে মেয়ের বিয়ে হয়নি।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

এক কথায় প্রকাশ করুন:
9.

সকালের জন্য প্রযোজ্য।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।

এক কথায় প্রকাশ করুন:
10.

যে শুনেই মনে রাখতে পারে।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন = অনন্যসাধারণ।

অর্থসহ বাক্য রচনা করুন:
12.

অদৃষ্টের পরিহাস

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

অদৃষ্টের পরিহাস (ভাগ্যের নিষ্ঠুরতা) = অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
13.

গড্ডালিকা প্রবাহ

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) = গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
14.

রাশভারি

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

রাশভারি (গম্ভীর প্রকৃতির) = রাশভারি লোকের সহ্যশক্তি একটু বেশিই হয়।

অর্থসহ বাক্য রচনা করুন:
15.

পুকুর চুরি

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

পুকুর চুরি (বড় রকম চুরি) = কিছু কর্মচারী পুকুর চুরি করে প্রতিষ্ঠানের লালবাতি জ্বালিয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
16.

চোখের বালি

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

চোখের বালি (চক্ষুশূল) = বখাটে ছেলেটা সকলের চোখের বালি ।

Related Sub Categories