জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড || অফিস সহায়ক (05-03-2021) || 2021

All

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

অক্ষৌহিণী

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অক্ষৌহিণী = অক্ষ + ঊহিণী।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

উত্থাপন

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

উদাপন = উৎ + স্থাপন

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

তথৈবচ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তথৈবচ = তথা + এবচ

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

স্বৈর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

স্বৈর = স্ব+র

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

আমায়

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

আমায় = আমা + এ

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
6.

গায়ে হলুদ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

গায়ে হলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে (অলুক বহুরীহি সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
7.

আশীবিষ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আশীবিষ = আশীতে বিষ যার (ব্যধিকরণ নীতি সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
8.

অকাল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অকাল = ন কাল (নঞ তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
9.

রাজর্ষি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

রাজর্ষি = যিনি রাজা তিনিই যদি (কর্মধারয় সমাস)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
10.

কোলাকুলি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কোলাকুলি = কোলে কোলে যে মিলন (ব্যতিহার বহুব্রীহি সমাস)।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
11.

ছাদ থেকে নদী দেখা যায়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ছাদ থেকে নদী দেখা যায়। 

= অধিকরণে পঞ্চমী।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
12.

স্কুল পালানো ভালো নয়।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

স্কুল পালানো ভালো নয়। 

= অপাদানে শূন্য।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
13.

হালে যেমন তেমন মইয়ে তুফান।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

হালে যেমন তেমন মইয়ে তুফান। 

= অধিকরণে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
14.

রেখ মা দাসেরে মনে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

রেখ মা দাসেরে মনে। 

= কর্মে দ্বিতীয়া ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
15.

চন্ডীদাস কয় শুন পরিচয়?

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

চণ্ডীদাস কয় শুন পরিচয়।

= কর্তায় ৭মী ।

এক কথায় প্রকাশ করুন:
16.

অতি কম নিপূণ ব্যক্তি।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অতি কর্ম নিপূণ ব্যক্তি = ধুরন্ধর।

এক কথায় প্রকাশ করুন:
17.

কথায় যা প্রকাশ করা যায় না।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কথায় যা প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।

এক কথায় প্রকাশ করুন:
18.

ঠান্ডা ও গরম

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ঠান্ডা ও গরম = শীতোষ্ণ।

এক কথায় প্রকাশ করুন:
19.

রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট = দৃশ্যপট।

এক কথায় প্রকাশ করুন:
20.

হরেক রকম কণ্ঠাস্বরসহ বলে যে

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

হরেক রকম কণ্ঠস্বরসহ বলে যে = হরবোলা।

Related Sub Categories