জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড || অফিস সহায়ক (05-03-2021) || 2021

All

মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম হলো: সনোরা লাইন ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর 'মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্ত র্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ৷

বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ১৭ নভেম্বর ২০১৬ সালে জামদানি স্বীকৃতি পায়। ৬ আগস্ট ২০১৭ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

৬,০১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীব বৈচিত্র্য স একটি গুরুত্বপূর্ণ Ecosystem. জলাভূমি হিসেবে রামসার এলাকার সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সুন্দরবনকে ১৯৯২ সালে ৫৬০তম রামসার এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৭ সালে ইউনেস্কো এটিকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।

তথ্য কমিশন হলো তথ্য অধিকার আইন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ।

বাঙালি জাতির মুক্তির সনদ হলো ঐতিহাসিক ৬ দফা। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধ দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন এবং এই কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলে অভিহিত করেন। ৬ দফাঃ 

ক) পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি । 
খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 
গ) মুদ্রা সংক্রান্ত বিষয় । 
ঘ) খাজনা ধার্য ও সংগ্রহের বিষয়। 
ঙ) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষমতা
চ) প্যারা মিলিশিয়া বাহিনী গঠন ।  

উল্লেখ্য, ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন।

১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। উল্লেখ্য, নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। রুশো, ভলতেয়ার তাদের লিখনি দ্বারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল “স্বাধীনতা, সমতা ও ভাতৃত্ব'। ১৯৭৩ সালে সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছো। করা হয়। 'জেকোবিন' নামের একটি ক্লাব ছিল ফরাসি বিপ্লবের অগ্রনায়ক। ফরাসি বিপ্লবের স্লোগানটি ছিল মূলত দার্শনিক রুশোর একটি বিখ্যাত উক্তি ছিলো ‘Man is born free but every where he is in chains'.

আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল (ITLOS) এর সদরদপ্তর জার্মানিতে। এখানে ITLOS হলো Internation Tribunal for the Law of the Sea. সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত ১৯৮২ সালের ১০ ডিসেম্বর সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন ও স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

WiFi আবিষ্কার করেন John O'Sullivan এবং তার প্রকৌশলী দল সহ। আবার, হলিউড অভেনেত্রী Hedy Lamarr কেও এর আবিষ্কর্তা হিসেবে ধরা হয়। উল্লেখ্য, WiFi আবিষ্কার করা হয় ১৯৯৭ সালে। WiFi এর পূর্ণরূপ হলে Wireless Fidelity. Wifi একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযো সরবরাহ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।

Related Sub Categories