সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

নদ্যম্বু

Created: 2 months ago | Updated: 11 hours ago

নদ্যম্বু = নদী + অম্বু ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

অন্বেষণ

Created: 2 months ago | Updated: 11 hours ago

অন্বেষণ = অনু + এষণ।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

অন্যের লেখা চুরি করে এমন

Created: 2 months ago | Updated: 11 hours ago

অন্যের লেখা চুরি করে এমন = কুম্ভীলক।

এক কথায় প্রকাশ করুনঃ
4.

বাস্ত থেকে উৎখাত হয়েছে এমন

Created: 2 months ago | Updated: 11 hours ago

বাস্ত থেকে উৎখাত হয়েছে এমন = উবাস্তু

এক কথায় প্রকাশ করুনঃ
5.

মর্ম স্পর্শ করে এমন

Created: 2 months ago | Updated: 11 hours ago

মর্ম স্পর্শ করে এমন = মর্মস্পর্শী।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
6.

উজানের কই

Created: 2 months ago | Updated: 11 hours ago

উজানের কই (সহজলভ্য)= মাহফুজের মত লোককে অত তোষামোদ করার কি দরকার, সে তো উজানের কই।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
7.

কান কাটা

Created: 2 months ago | Updated: 11 hours ago

কান কাটা (বেহায়া) = রমিজ সাহেবের কান কাটা স্বভাবটি আমার পছন্দ হয় নি।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
8.

পালের গোদা

Created: 2 months ago | Updated: 11 hours ago

পালের গোদা (দলপতি) = পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি, চ্যালা চামুন্ডাদের হাতে হাতকড়া পড়িয়েছে।

সংক্ষেপে উত্তর দিন:
9.

‘বহুব্রীহি' শব্দের অর্থ কী?

Created: 2 months ago | Updated: 11 hours ago

'বহুব্রীহি' শব্দের অর্থ 'বহু ব্ৰীহি (ধান) আছে যার। এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।

সংক্ষেপে উত্তর দিন:
10.

'প্রগতি' কোন সমাসের উদাহরণ?

Created: 2 months ago | Updated: 11 hours ago

'প্রগতি' = প্র (প্রকৃষ্ট) গতি হলো প্রাদি সমাস ।

Related Sub Categories