নদ্যম্বু
নদ্যম্বু = নদী + অম্বু ।
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ।
অন্যের লেখা চুরি করে এমন
অন্যের লেখা চুরি করে এমন = কুম্ভীলক।
বাস্ত থেকে উৎখাত হয়েছে এমন
বাস্ত থেকে উৎখাত হয়েছে এমন = উবাস্তু
মর্ম স্পর্শ করে এমন
মর্ম স্পর্শ করে এমন = মর্মস্পর্শী।
উজানের কই
উজানের কই (সহজলভ্য)= মাহফুজের মত লোককে অত তোষামোদ করার কি দরকার, সে তো উজানের কই।
কান কাটা
কান কাটা (বেহায়া) = রমিজ সাহেবের কান কাটা স্বভাবটি আমার পছন্দ হয় নি।
পালের গোদা
পালের গোদা (দলপতি) = পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি, চ্যালা চামুন্ডাদের হাতে হাতকড়া পড়িয়েছে।
‘বহুব্রীহি' শব্দের অর্থ কী?
'বহুব্রীহি' শব্দের অর্থ 'বহু ব্ৰীহি (ধান) আছে যার। এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
'প্রগতি' কোন সমাসের উদাহরণ?
'প্রগতি' = প্র (প্রকৃষ্ট) গতি হলো প্রাদি সমাস ।