বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Created: 2 months ago | Updated: 7 hours ago

জাপানের মুদ্রার নাম ইয়েন। উল্লেখ্য, জাপানের আইন সভার নাম ডায়েট। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা।

নেপালের রাজধানীর নাম কাঠমুণ্ডু।

মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন।

বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ'। ১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে সরকার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোণা এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করে। উল্লেখ্য, ফরিদপুরকে সদর দপ্তর করে 'পদ্মা' নামে দেশের নবম বিভাগ ঘোষণা করা হয় এবং প্রস্তাবিত ১৩তম সিটি কর্পোরেশন।

পূর্ণরূপ লিখুন
6.

WHO

Created: 2 months ago | Updated: 4 days ago

WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।

পূর্ণরূপ লিখুন
7.

BRTA

Created: 2 months ago | Updated: 7 hours ago

BRTA এর পূর্ণরূপ Bangladesh Road Transport Authority বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ।

বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ হলো 'বানৌজা পদ্মা' (দৈর্ঘ্য ৫০.৪ মিঃ এবং প্রস্থ ৭.৫ মিঃ)। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত জাহাজ বানৌজা সংগ্রাম' এবং 'বানৌজা প্রত্যাশা'র প্রতিটির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম।

মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম গাজী মিয়া।

ভিটামিন-ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগে হয়। এ রোগ হাঁড় নরম হয় এবং বৃদ্ধি ব্যাহত হয় ও দেহের তারে বেঁকে যায়। দাঁতের গঠন ব্যাহত হয় এবং বয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়।

Related Sub Categories