প্রতিরক্ষা মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (12-03-2021) || 2021

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

গ্রন্থাগার

Created: 8 months ago | Updated: 2 weeks ago

গ্রন্থাগার = গ্রন্থ + আগার।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

স্বাগত

Created: 8 months ago | Updated: 21 hours ago

স্বাগত = সু + আগত।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

অন্বেষণ

Created: 8 months ago | Updated: 2 weeks ago

অন্বেষণ = অনু + এষণ।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

লবণ

Created: 8 months ago | Updated: 23 hours ago

লবণ = লো + অন

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

ইত্যাদি

Created: 8 months ago | Updated: 2 days ago

ইত্যাদি = ইতি + আদি 

শুদ্ধ বানান লিখুন:
6.

শ্রদ্ধ্যাঞ্জলী

Created: 8 months ago | Updated: 2 days ago

শ্রদ্ধ্যাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

শুদ্ধ বানান লিখুন:
7.

মূমুর্ষ

Created: 8 months ago | Updated: 3 days ago

মূমুর্ষ = মুমূর্ষু

শুদ্ধ বানান লিখুন:
8.

উদ্বাস্তূ

Created: 8 months ago | Updated: 4 weeks ago

উদ্বাস্তূ = উদ্বাস্তু ।

শুদ্ধ বানান লিখুন:
9.

শ্রূতিমধুর

Created: 8 months ago | Updated: 3 days ago

শ্রূতিমধুর = শ্রুতিমধুর

শুদ্ধ বানান লিখুন:
10.

সমিচিন

Created: 8 months ago | Updated: 4 weeks ago

সমিচিন = সমীচীন।

এক কথায় প্রকাশ করুনঃ
11.

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি

Created: 8 months ago | Updated: 2 weeks ago

ইতিহাস বিষয়ে অভি যিনি= ইতিহাসবেত্তা।

এক কথায় প্রকাশ করুনঃ
12.

একবার শুনলে যার মনে থাকে

Created: 8 months ago | Updated: 2 days ago

একবার শুনলে যার মনে থাকে = শ্রুতিধর।

এক কথায় প্রকাশ করুনঃ
13.

নদী মেঘলা যে দেশের

Created: 8 months ago | Updated: 2 days ago

নদী মেঘলা যে দেশের = নদীমেঘলা।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

বাস্তু থেকে উৎখাত হয়েছে যে

Created: 8 months ago | Updated: 3 days ago

বাস্তু থেকে উৎখাত হয়েছে যে = উদ্ধাস্তু।

এক কথায় প্রকাশ করুনঃ
15.

যা বারবার দুলছে

Created: 8 months ago | Updated: 2 days ago

যা বারবার দুলছে = দোদুল্যমান।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
16.

অন্ধের যষ্টি

Created: 8 months ago | Updated: 3 days ago

অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন) = শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
17.

একাদশে বৃহস্পতি

Created: 8 months ago | Updated: 23 hours ago

একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়) =এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
18.

কানকাটা

Created: 8 months ago | Updated: 3 days ago

কানকাটা (নির্লজ্জ, বেহায়া) = নিতান্ত কানকাটা বলেই সে ও-বাড়িতে আবার গেছে।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
19.

তামার বিষ

Created: 8 months ago | Updated: 2 weeks ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব) = তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না।

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
20.

নয়ছয়

Created: 8 months ago | Updated: 4 weeks ago

নয়ছয় (অপচয়) = নয়ছয় কারীকে কেউ পছন্দ করে না।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়া পদে।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

'আনারস' পর্তুগিজ ভাষার শব্দ। 
রিক্সা' জাপানি ভাষার শব্দ।

Created: 8 months ago | Updated: 3 days ago

'তিলে তৈল হয়। 

=  অপাদানে কারকে ৭মী বিভক্তি।

স্মৃতিসৌধ (স্মৃতি রক্ষার্থে সৌধ) = মধ্যপদলোপী কর্মধারয়।

Created: 8 months ago | Updated: 3 days ago

তিলে তৈল আছে। 

= অধীকরণ কারকে ৭মী বিভক্তি।

Created: 8 months ago | Updated: 4 weeks ago

There was a barricade on the road. 
বাক্যের অর্থঃ রাস্তায় অবরোধ ছিল।

Created: 8 months ago | Updated: 4 weeks ago

He was accused of negligence. 

বাক্যের অর্থঃ তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করা হয়েছিল।

Created: 8 months ago | Updated: 2 days ago

He is eager for the post.

বাক্যের অর্থঃ তিনি পদটির জন্য উৎসুক ছিলেন।

Fill in the gap:
29.

Rahim stood---me.

Created: 8 months ago | Updated: 21 hours ago

Rahim stood for me.

বাক্যের অর্থঃ রহিম আমার জন্য দাঁড়িয়েছিল।

Created: 8 months ago | Updated: 2 days ago

The clock is on the cupboard. 
বাক্যের অর্থঃ ঘড়িটি আলমারির উপরে আছে।

Write the Bengali meaning of the following phrase and Idioms:
31.

A gala day

Created: 8 months ago | Updated: 4 weeks ago

A gala day ( উৎসবের দিন )= The Eid day is a gala day for us.

Write the Bengali meaning of the following phrase and Idioms:
32.

Black sheep

Created: 8 months ago | Updated: 4 weeks ago

Black sheep ( কুলাঙ্গার ) = Mamun is the black sheep of the family.

Write the Bengali meaning of the following phrase and Idioms:
33.

Black and white

Created: 8 months ago | Updated: 1 day ago

Black and white ( লিখিতভাবে )= Inform your allegation to the higher authority in black and white.

Write the Bengali meaning of the following phrase and Idioms:
34.

Hard and Fast

Created: 8 months ago | Updated: 21 hours ago

Hard and fast ( বাঁধা ধরা ) = There is no such hard and fast rule in this matter.

Write the Bengali meaning of the following phrase and Idioms:
35.

By dint of

Created: 8 months ago | Updated: 19 hours ago

By dint of (সাহায্যে; দ্বারা) = Hanjala succeeded by dint of perseverance.

Change the Gender:
36.

Bee

Created: 8 months ago | Updated: 23 hours ago

Bee = Drone

Change the Gender:
37.

RAM

Created: 8 months ago | Updated: 19 hours ago

Ram = Ewe

Change the Gender:
38.

Nephew

Created: 8 months ago | Updated: 21 hours ago

Nephew = Niece

Change the Gender:
39.

Fox

Created: 8 months ago | Updated: 2 days ago

Fox = Vixen

Change the Gender:
40.

Poet

Created: 8 months ago | Updated: 2 days ago

Poet = Poetess

Created: 8 months ago | Updated: 3 days ago

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

= It has been drizzling since morning.

Created: 8 months ago | Updated: 3 weeks ago

তুমি কি চিড়িয়াখানা দেখেছো? 

= Have you ever seen to the zoo ?

Created: 8 months ago | Updated: 2 weeks ago

দুইয়ে দুইয়ে চার হয়। 

= Two and two makes four.

Created: 8 months ago | Updated: 2 days ago

নাচতে না জানলে উঠান বাঁকা। 

= A bad workman quarrels with his tools.

Created: 8 months ago | Updated: 21 hours ago

আয় বুঝে ব্যয় করো। 

= Cut your coat according to your cloth.

Created: 8 months ago | Updated: 2 days ago

Neither he nor his friends attend the function. 

বাক্যের অর্থঃ হয় সে নতুবা তার বন্ধু অনুষ্ঠানে যোগ দিয়েছিল।

Use the right form of verb:
47.

I had my rice (cook).

Created: 8 months ago | Updated: 2 days ago

I had my rice cooked
বাক্যের অর্থঃ আমি আমার ভাত রেঁধেছি।

Use the right form of verb:
48.

I saw him (read).

Created: 8 months ago | Updated: 20 hours ago

I saw him reading.

বাক্যের অর্থঃ আমি তাকে পড়তে দেখেছিলাম।

Use the right form of verb:
49.

I got the letter (type).

Created: 8 months ago | Updated: 2 weeks ago

I got the Letter typed
বাক্যের অর্থঃ আমি চিঠিটি টাইপ করিয়ে ছিলাম ।

Use the right form of verb:
50.

I (Read) for two hours.

Created: 8 months ago | Updated: 2 days ago

I have been reading for two hours. 

বাক্যের অর্থঃ আমি দুই ঘণ্টা যাবৎ পড়ছি।

মনে করি, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা 

২০% লাভে, পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা 

পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা 

২০% লাভে, খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ১২০ + ১২০ × ২০% = ১৪৪ টাকা 

খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা 

বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য : = X ৫৭৬ = ৪০০ টাকা

Created: 8 months ago | Updated: 6 hours ago

Given that, a-1a=m =(a-1a)2=m2 =a2-2×a×1a+1a2=m2 =a2+1a2-2=m2 =a2+1a2=m2+2 =(a2+1a2)2=(m2+2)2=(a2)2+2×a2×1a2+(1a2)2=(m2)2+2×m2×2+22 =a4+2+1a4=m4+4m2+4 a4+1a4=m4+4m2+2 (proved)

Given that, 27x4+8xy3 =x(27x3+8y3) =x{(3x)3+(2y)3}  =x(3x+2y){(3x)2-(3x)×(2y)+(2y)2}  =X93x+2y)(9x2-6xy+4y2)

সংজ্ঞা লিখুনঃ
54.

ট্রাপিজিয়াম

Created: 8 months ago | Updated: 22 hours ago

ট্রাপিজিয়ামঃ যে চতুর্ভুজের দুইটি বাহু সমাস্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলে।

সংজ্ঞা লিখুনঃ
55.

রম্বস

Created: 8 months ago | Updated: 19 hours ago

রম্বসঃ যে চতুর্ভুজের চারটি বাহুই সমান ও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কোণগুলির একটিও সমকোণ নয়, তাকে রম্বস বলে ৷

সংজ্ঞা লিখুনঃ
56.

জ্যা

Created: 8 months ago | Updated: 4 days ago

জ্যা (Chord): বৃত্তের পরিধিস্থ যে কোন দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা (Chord) বলে। জ্যা-র দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে। বৃত্তের দীর্ঘতম জ্যা-কে ব্যাস বলে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। যা ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয়। হুমায়ূন আজাদ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত একটি কিশোর সাহিত্য গ্রন্থ ‘লাল-নীল দীপাবলি' (১৯৭৬)।

দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হলেন 'তারামন বিবি' এবং ‘ডা. সিতারা বেগম'। তাঁরা যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ‘তাজিং ডং' যার অপর নাম 'বিজয়'। এটি বান্দরবান জেলার রুমাতে অবস্থিত। এর উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট। উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম 'কেওক্রাডং' এটিও বান্দরবান জেলার রুমাতে অবস্থিত। এর উচ্চতা ১,২৮০ মিটার বা ৪,১৯৮.৪ ফুট।

শরীরে অগ্ন্যাশয় হতে নিঃসৃত ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের সাথে শরীর থেকে গ্লুকোজ বের হয়ে যেতে থাকে।

পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার এটমস্ট্রয় এক্সপার্ট নামে একটি প্রতিষ্ঠান।

হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস হলো 'শঙ্খনীল কারাগার' এবং সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কাব্যনাটা 'পায়ের আওয়াজ পাওয়া যায়'।

Related Sub Categories