'দক্ষিণের রাণী' বলা হয় সিডনি, অস্ট্রেলিয়াকে।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম চারটি চরণ বাজানো হয়।
থাইল্যান্ডের পুরাতন নাম শ্যামদেশ।
NCTB এর পূর্ণরূপ National Curriculum and Textbook Board (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড)।
GIS এর পূর্ণরূপ Geographic Information System.
গিবারিশ (Gibberish) হলো কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য ।
‘Ubuntu’ একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। উল্লেখ্য, অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের কার্যাবস্থা নিয়ন্ত্রণ করে এবং যা শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট কন্ট্রোল, একাউন্টিং, কম্পাইলেশন, স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ করে। জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেমের হলোঃ Ubuntu, MS Windows, MS Windows NT, MS DOS, PC DOS, Mac OS, OS/2, Be OS, Android Linux, Unix, Sunsolaries, XENIX, AIX, Symbian ইত্যাদি।
প্রথম আইসিসি টি২০ বিশ্বকাপ ১১ থেকে ২৪ সেপ্টেম্বর, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় ভারত, পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে শিরোপা লাভ করে।
বাংলাদেশের পাঙন উপজাতির লোকজনের ধর্ম ইসলাম।
জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙ্গে দিতে পারেন।
. 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' শিরোনামের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯। উল্লেখ্য, আইয়ূব খান ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রাওয়ালপিণ্ডিতে একটি গোলটেবিল বৈঠকের আহ্বান করেন। সেখানে মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রিত ছিলেন। আইয়ূব সরকার বঙ্গবন্ধুর যোগদানের জন্য তাঁকে প্যারোলে মুক্তিদানের প্রস্তাব দেয়। কিন্তু মাওলানা ভাসানীসহ পূর্ব পাকিস্তানের জনগণ সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করে আগরতলা মামলা প্রত্যাহার করার দাবি জানায়। অবশেষে আইয়ূব সরকার পূর্ব পাকিস্তানের জনগণের কাছে নতি স্বীকার করে আগরতলা মামলা প্রত্যাহার করে নেয়। বঙ্গবন্ধুসহ মামলার সকল অভিযুক্ত ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে মুক্তি লাভ করেন। বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে পর দিন ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। সেই বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।
‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
সুইডেনের মুদ্রার নাম ক্রোনা।
বাংলাদেশের রাজধানী 'ঢাকা' সংবিধানের সংবিধানের প্রথম ভাগ: প্রজাতন্ত্রের ৫ (ক) অনুচ্ছেদ লিখিত হয়েছে ।
অলিম্পিক মিউজিয়াম অবস্থিত লুজান, সুইজারল্যান্ড। উল্লেখ্য, অলিম্পিক মিউজিয়াম ২৩ জুন ১৯৯৩ সালে উদ্বোধন করা হয় এবং এই মিউজিয়ামের স্থপতি হলেন পেদ্রো রামিরেজ (মেক্সিকো) ও জিনিপিয়ের কাহেন (সুইজারল্যান্ড)।