মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের দেশপ্রেম।
দুর্নীতি উন্নয়নের আন্তরায়
মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল।
অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা।
অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা
ভূমিকা: যোগাযোগের সাথে বিকাশের সম্পর্ক প্রায় অবিচ্ছেদ্য। উন্নত বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন যে যোগাযোগের সাথে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের সংমিশ্রণ অবিচ্ছেদ্য। উন্নত পরিবহণ সংযোগ, কৃষি পণ্য, শিল্প কাঁচামাল সহজে এবং সস্তায় পরিবহণ করা যায়। উৎপাদন এবং শিল্প ও বাণিজ্য প্রসারিত হয়। অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। যোগাযোগকে আজকের বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক বিকাশের একটি পূর্বশর্ত হিসাবে বিবেচনা করা হয়। অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব নিচে তুলে ধরা হলো:
পদ্মা বহুমুখী সেতুঃ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। বাংলাদেশে চলমান এ প্রজেক্ট পুরকৌশল বিদ্যার উৎকর্ষের একটি মাইলফলক। পদ্মার মতো এত প্রমত্ত ও খরস্রোতা নদীতে সংযোগ সেতু নির্মাণের উদাহরণ বিশ্বে বিরল। সেতুটির ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি পান এরই মধ্যে বসানো সম্পন্ন হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য, ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ এবং চার লেনবিশিষ্ট সেতু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এতে ব্যয় হচ্ছে ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। এরই মধ্যে সেতুটির ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু বেশ কয়েকটি ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে। প্রথমত, সেটি মানুষ ও পণ্যে যাতায়াতের সময় অনেক গুণ কমাবে, ব্রিজটি দক্ষিণাঞ্চল ও ঢাকার মধ্যে দূরত্বকে ১০০-১৫০ কিলোমিটার কমিয়ে দেবে, যাতায়াতের সময় কমপক্ষে ৩-৪ ঘণ্টা সাশ্রয় করবে। দ্বিতীয়ত, এ সেতুকে ঘিরে অনেক অবকাঠামোগত উন্নয়ন হবে। পণ্য পরিবহন সহজ হওয়ায় ওই অঞ্চলে বিনিয়োগ বাড়বে এবং সামাজিক, অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪ হাজার বর্গকিলোমিটার বা বাংলাদেশের মোট এলাকার ২৯ শতাংশ অঞ্চলজুড়ে তিন কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। দক্ষিণাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবার উন্নয়নে এটা ইতিবাচক ভূমিকা রাখবে। সেতুটিতে ভবিষ্যতে গ্যাস, বৈদ্যুতিক লাইন ও ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। সেতুটি নির্মিত হলে দেশের জিডিপি প্রায় ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়বে এবং প্রতি বছর প্রায় সাড়ে সাত লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
এমআরটিঃ ঢাকা মেট্রোপলিটন এরিয়ার যানবাহন ব্যবস্থা বর্তমানে প্রায় পুরোটাই সড়ককেন্দ্রিক। প্রাইভেট কার, বাস, সিএনজি অটোরিকশার সাথে একই রাস্তায় চলছে ধীরগতির রিকশা। ফলে শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি হচ্ছে তীব্র ট্র্যাফিক জ্যাম। এ পরিস্থিতি মাথায় রেখে রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের আওতায় ঢাকা শহরের ছয়টি রুটের জন্য গৃহীত হয়েছে মেট্রোরেল প্রকল্প। এমআরটি লাইন ছয় এ প্রকল্পগুলোর মাঝে প্রথম নির্মাণাধীন প্রকল্প। উত্তরা থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেলের এ রুটের দূরত্ব ২০ দশমিক ১ কিলোমিটার। এ পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট। ১৬টি স্থানে স্টেশন থাকবে। এর পুরোটাই হবে উড়াল সড়কে, মাটির ১৩ মিটার ওপর দিয়ে। শব্দ নিয়ন্ত্রণের জন্য লাইনের পাশে থাকছে শব্দনিরোধক দেয়াল। প্রকল্পটি বছরে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সাশ্রয় করবে, যা জিডিপির ১ দশমিক ৫ এবং বাংলাদেশের মোট কর আয়ের ১৭ শতাংশের সমতুল্য। মেট্রোরেল প্রতি ঘন্টায় ৮০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। ফলে মেট্রোরেল স্থাপিত হলে রাস্তায় যাত্রী ও পরিবহন উভয়ের ওপরই চাপ কমবে।
বাস র্যাপিড ট্রানজিটঃ বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি একটি উন্নত মানের বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যার মাধ্যমে যাত্রীরা কম সময়ে, নিরাপদে ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে। সারা বিশ্বে বিআরটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিগগিরই বাস র্যাপিড ট্রানজিট চালু হতে যাচ্ছে। ঢাকা মহানগরী ও গাজীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ করা এবং যানজট নিরসনের লক্ষ্যে বাংলাদেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি-৩) নির্মাণ বাংলাদেশের যোগাযোগ ও পরিবহন খাতে একটি অনন্য মাইলফলক। ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সাড়ে ২০ কিলোমিটার যে বিআরটি-৩ হচ্ছে, তা বাস্তবায়ন হলে উভয় দিক থেকে ঘণ্টায় ২৫ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়েছে ২০১৬ সালের জানুয়ারিতে, শেষ হতে পারে ২০২২ সালের জুনে। গত ফেব্রুয়ারি পর্যন্ত বিআরটি-৩-এর নির্মাণকাজ প্রায় ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্প ব্যয় প্রায় ৪ হাজার ২৬৮ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে তা সামগ্রিকভাবে দেশের যোগাযোগ, অর্থনীতি, শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া শহরের পূর্বাংশে বিআরটি-এ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এটি নারায়ণগঞ্জ থেকে ইস্টার্ন বাইপাস হয়ে আগুলিয়া পর্যন্ত যাবে। এর দৈর্ঘ্য হবে ৩৬ কিলোমিটার। বিজারটি-৭-এর সমান্যতা সমীক্ষার কাজ চলছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: বাংলাদেশের প্রথম এলিভেটর এক্সপ্রেসওয়ে প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, পানী, মহাস্থানী, তের, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রবাড়ি হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরা কৃষখালী এলাকায় গিয়ে শেষ হবে এ প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তি স্থাপন করেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের দৈর্ঘ্যা ১৯ দশমিক ৭৩ কিলোমিটার যাতে র্যাম্প ৩১টি, মোট দৈর্ঘ্য (যার) ৪ দশমিক ৭৩ কিলোমিটার। ব্যয় হবে প্রায় ১২২ বিলিয়ন টাকা। এক্সপ্রেসওয়েটি চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে, ট্র্যাফিক ধারনক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে। এর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার যানবাহন চলাচল করতে পারবে। এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেওয়া হবে ২০২১ সালের ডিসেম্বরে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৩ সালের জুনে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সার্বিকভাবে প্রকল্পটি যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ, দেশের অর্থনৈতিক চিন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
শব্দের অনেক শক্তি আছে। এগুলো সাহায্য করতে পারে, কোনো কিছুর ইঙ্গিত প্রদান করতে পারে। এগুলো হতে পারে আশীর্বাদ কিংবা অভিশাপ। নির্মম শব্দমালা অনেক ক্ষতিকর। সুমধুর শব্দমালা অনেক ভালো কিছু করতে পারে। একটি মন্দ শব্দ দ্বারা বন্ধুর সুখ বিনষ্ট করা যায়, তেমনি একটি সুখাবহ শব্দের দ্বারা একটি ভগ্ন হৃদয়কে আন্দোলিত করা যায়। এতে কোনোই পয়সা লাগে না। দামী উপহারের চেয়েও একটি সুন্দর শব্দ অনেক গ্রহণযোগ্য।
মেঘের ধ্বনি
মেঘের ধ্বনি = জীমূতমন্ত্র
সাপের খোলস
সাপের খোলস = নির্মোক
একশত পঞ্চাশ বছর
একশত পঞ্চাশ বছর = সার্ধশতবর্ষ
দেখবার ইচ্ছা
দেখবার ইচ্ছা = দিদৃক্ষা
পা ধোয়া পানি
পা ধোয়া পানি = পাদ্য
পিপিলিকা
পিপিলিকা = পিপীলিকা
বুদ্ধিজীবী
বুদ্ধিজীবী = বুদ্ধিজীবী
ঐশরিক
ঐশরিক = ঐশ্বরিক
সৈরাচারি
সৈরাচারি = স্বৈরাচার
মরিচিকা
মরিচিকা = মরীচিকা
বাধা
বাধা = বাঁধা
অন্ন
অন্ন = অন্য
অভিবাসন
অভিবাসন = অভিভাষণ
রোঁদ
রোঁদ = রোদ
আবাস
আবাস = আভাস
Important of sports and games for the student
Introduction: Sports and games are essential for both physical and mental of the students Moreover, it increases the immunity of the person. As it increases the blood flow in the body and makes it adaptable for exertion. The main difference between a sport and a game is, we can play games both indoors and outdoors. But we can only play sports outdoors. The importance of games and sports in student's life is immense. It has proved to be very therapeutic in nature. Sports help improve stronger social skills, such as dispute management and sport-based interaction. This makes it quite convenient as modern society spends a lot of money on therapeutic services. The sport will offer an effective but indirect means of exercise for students and youth in general. It greatly strengthens the body, improving the body's denfensive system to hold any of the diseases alone.
Sports and games as a part of education: Education is incomplete without sports and games. In school we find physical education to be a major part of a school's curriculum. Childrese usually taught about the importance of sports and games. We all hear speeches on sports and games every and read essays on the same.
Sources of sound mind and sound body: Sports are good for maintaining a good physique. It makes a person mentally active and sound. For a healthy body and sound mind, sports play a pivotal role in a person's life. Sports and athletics are giving the students a platform for creativity. Activities like dumb charades or role-playing are intended to stimulate their creativity.
Students are the youth of our Nation, and they need to be energetic, physically active, and mentally fit. Hence, active participation in sports by them should be part of their life's routine. It makes a mind peaceful, sharp, and active and increases the level of concentration. The physiological organs of a body become prompter and the body starts functioning properly. The importance of sports and games should be promoted by everyone-parents, teachers, and government officials.
Conclusion: Students are the youth of our Nation, and they need to be energetic, physically active, and mentally fit. Hence, active participation in sports by them should be part of their life's routine. It makes a mind peaceful, sharp, and active and increases the level of concentration. The physiological organs of a body become prompter and the body starts functioning properly. The importance of sports and games should be promoted by everyone -- parents, teachers, and government officials.
It is the responsibility of schools and colleges to train and inculcate in all students the importance of sports and games from the primary section itself. It's true that books are developing our minds, but games are developing our bodies. Sports and athletics are the perfect tools to meet both the goals of education and wellbeing in schools and colleges. To foster a healthy spirit of competition among students, to build decision-making skills and also to ensure the fuller personality of the student- games and sports have been introduced and are now applicable in all schools and colleges. Read the following passage carefully and answer the questions below: While eating food, we should bear in mind that we do not eat just to satisfy our hunger or to fill the belly, we eat to preserve our health. For good health we need good food. Sometimes it so happens that people who live even in the midst of plenty do not eat foods they need for good health because they have no knowledge of the science of health and nutrition. They do not know how to select a balanced diet from many foods those are available to them. One of the main reasons of malnutrition in Bangladesh is our ignorance of the knowledge of nutrition. Again, the poor and illiterate people in our country generally think that good and nutritive food means a costly food. They do not know that whatever food they get could be good and nutritive if they could select the food items wisely to make it a balanced one. Questions:
To maintain a healthy and happy life, style, good foods are important for us.
There is a common observation among the poor and illiterate people that good and nutritive food means a costly food.
To select a balanced diet, we need to have knowledge of the science of health and nutrition.
Look___the word in the dictionary. (Fill in the blank with appropriate preposition)
Look up the word in the dictionary.
UP. বাক্যের অর্থ শব্দটি অভিধানে খুঁজো।
Do the work. (change the voice)
Let the work be done.
বাক্যের অর্থঃ কাজটি করো।।
He said to me “Give me the book”. (change the narration)
He told me to give him the book.
বাক্যের অর্থঃ সে আমাকে বইটি দিতে বলেছিল।
He insisted me to do the work. (correct the sentence)
He insisted me on doing the work.
বাক্যের অর্থঃ সে আমাকে কাজটি করার জন্য অনুরোধ করলো।
It has been raining since two hours. (correct the sentence)
it has been raining for two hours.
বাক্যের অর্থঃ দুইঘণ্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ।
The large white house sold yesterday. (correct the sentence)
The large white house was sold yesterday.
বাক্যের অর্থঃ বড় সাদা বাড়িটি গতকাল বিক্রি হয়েছে।
My son does not like vegetable. (correct the sentence)
My son does not like vegetables.
বাক্যের অর্থঃ আমার ছেলে সবজি পছন্দ করে না।
It is not possible to make___the loss. (Fill in the gap)
It is not possible to make up the loss.
বাক্যের অর্থঃ ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব নয়।
Make a sentence wit the phrase and idiom___”Dhaka horse’’.
Beauty was surprised at a dark horse like him.
বাক্যের অর্থঃ তার মতো অচেনা একজনকে দেখে বিউটি অবাক হয়েছিল।
মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের অধীনে ছিলোঃ জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। আর ৭ নম্বরের সেক্টর কমান্ডার ছিলেনঃ মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ. রব এবং মেজর কাজী নূরুজ্জামান। সদর দপ্তর ছিলোঃ বালুরঘাটের তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
যুদ্ধরত স্বাধীন বাংলাদেশকে পরিচালনা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত ও সুপরিকল্পিত ভাবে শুরু হয় মুক্তিসংগ্রাম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির ভবনের পূর্বনাম বর্ধমান হাউস।
এই পার্কটি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে প্রতিষ্ঠিত। উনিশ শতকের প্রথমার্ধে নওয়াব স্যার আব্দুল গণির উদ্যোগে ঢাকার সদরঘাট এলাকায় 'আন্টাঘর' নামের একটি আর্মেনীয় ক্লাবঘরের ধ্বংসাবশেষের উপর পার্কটি তৈরি করা হয়েছিল। সে সময় ঐ ক্লাবের পার্শ্ববর্তী এলাকায় অনেক আর্মেনীয় বসবাস করত। ১৮৫৭ সনের সিপাহী বিদ্রোহের সময় ভিক্টোরিয়া পার্ক বিশেষ পরিচিতি অর্জন করে। এখানে একজন মহিলাসহ কয়েকজন বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয়।
গারো, মনিপুরী, রাখাইন ও সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠিগুলো যে সকল অঞ্চলে বসবাস করে:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী | অবস্থান | ভাষা |
গারো | ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার | গারো/আচিক |
মনিপুরী | সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার | বিষ্ণুপ্রিয়া/মৈথৈ |
রাখাইন | বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী | মারমা/বর্মি |
সাঁওতাল | রাজশাহী, নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর | সাঁওতালী |
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে সরাসরি নির্বাচিত ৩০০ জন এবং বাকি ৫০ জন নারী সংসদ সদস্য সংরক্ষিত আসন হতে নির্বাচিত হয়।
Green Peace হলো একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা। বিশ্বের ৪০টি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবীর সব ধরনের জীব পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫টি। এর মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য দেশ। আর ১০টি হে "দেশ। ৫টি স্থায়ী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইউরোপের অনেক যুদ্ধ যেমন রাসিগ্রিস, জেন্সপেস, ওয়াটার লু সহ অনেক যুদ্ধ বেলজিয়ামে সংঘটিত হওয়ায় বেলজিয়ামকে ইউরোপের ককপিট (Cockpit) বলা হয়। East London দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
ব্রেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে। ব্রিটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকনোমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালে জুনে একটি গণ ভোট নিয়েছিলো যুক্তরাজ্য সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি।
SAFTA
SAFTA = South Asian Free Trade Area.
WTO
WTO এর পূর্ণরূপ World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)।
WHO
WHO এর পূর্ণরূপ World Health Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
NATO
NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
OIC
OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation (ইসলামী সহযোগিতা সংস্থা)।
আধুনিক কম্পিউটারের জনক হলেন চার্লজ ব্যাবেজ। আর কম্পিউটারের আবিষ্কারক ছিলেন হাওয়ার্ড আইকেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
প্লাটিলেট বা অণুচক্রিকা হলো রক্তের এক ধরনের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে আমাদের সাহায্য করে। স্বাভাবিক মানুষের রক্তে অণুচক্রিকার হার প্রতি ডেসিলিটারে দেড় লাখ থেকে চার লাখ। ডেঙ্গু জ্বর হলে এই অণুচক্রিকার পরিমাণ কমে যায়।
বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যানকে গ্রিন হাউস গ্যাস বলে। এটি গ্রিন হাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিন হাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন ।
ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি (দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া) রোগ হয়। এর অভাবে (ক) অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। (খ) ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। (গ) দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যায়। দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। (ঘ) রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠাণ্ডা লাগে।
মানুষের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা যায়। এগুলো হলোঃ A, B, AB, O. রক্তে রক্তরস ও রক্তকণিকা ছাড়াও নানা ধরনের রাসায়নিক ও খনিজ পদার্থ বিদ্যমান। এ সকল পদার্থের উপর রক্তের গ্রুপ নির্ভর করে। ১৯০০ সালে কারু ল্যান্ডস্টেইনার (Karl Landsteiner) অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি-অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ বিন্যাস করেন।
IPS হচ্ছে Instant Power Supply, যা মূলত Power storage হিসেবে কাজ করে থাকে। IPS এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার রিজার্ভ করে এবং পরবর্তীতে Main লাইন বা বিদ্যুৎ সরবরাহের বন্ধে Back up দেয়।
UPS এর ন্যায় IPS বৈদ্যুতিক সরবরাহ বন্ধের সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে না। সেকেন্ড পরে সরবরাহ Automatically প্রদান করে থাকে। UPS অল্প সময়ের জন্য Back up দিয়ে থাকে কিন্তু UPS এর তুলনায় IPS বহুগুণ Back up দিয়ে থাকে। তাই IPS বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনায় বেশি জনপ্রিয় ।
SMOG হচ্ছে এক ধরনের দূষিত বায়ু। SMOG শব্দটি সৃষ্টি হয়েছে Smoke এবং Fog এর সমন্বয়ে। যান্ত্রিক পরিবহন ও শিল্পকারখানার দূষণ থেকে এই SMOG এর সৃষ্টি হয়। আর SMOG এর ফলে উদ্ভিদ ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়, মানব চোখের ক্ষতি করে এবং মানবদেহে শ্বসন সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে।