মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের অধীনে ছিলোঃ জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। আর ৭ নম্বরের সেক্টর কমান্ডার ছিলেনঃ মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ. রব এবং মেজর কাজী নূরুজ্জামান। সদর দপ্তর ছিলোঃ বালুরঘাটের তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
যুদ্ধরত স্বাধীন বাংলাদেশকে পরিচালনা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত ও সুপরিকল্পিত ভাবে শুরু হয় মুক্তিসংগ্রাম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির ভবনের পূর্বনাম বর্ধমান হাউস।
এই পার্কটি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে প্রতিষ্ঠিত। উনিশ শতকের প্রথমার্ধে নওয়াব স্যার আব্দুল গণির উদ্যোগে ঢাকার সদরঘাট এলাকায় 'আন্টাঘর' নামের একটি আর্মেনীয় ক্লাবঘরের ধ্বংসাবশেষের উপর পার্কটি তৈরি করা হয়েছিল। সে সময় ঐ ক্লাবের পার্শ্ববর্তী এলাকায় অনেক আর্মেনীয় বসবাস করত। ১৮৫৭ সনের সিপাহী বিদ্রোহের সময় ভিক্টোরিয়া পার্ক বিশেষ পরিচিতি অর্জন করে। এখানে একজন মহিলাসহ কয়েকজন বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয়।
গারো, মনিপুরী, রাখাইন ও সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠিগুলো যে সকল অঞ্চলে বসবাস করে:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী | অবস্থান | ভাষা |
গারো | ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার | গারো/আচিক |
মনিপুরী | সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার | বিষ্ণুপ্রিয়া/মৈথৈ |
রাখাইন | বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী | মারমা/বর্মি |
সাঁওতাল | রাজশাহী, নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর | সাঁওতালী |
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে সরাসরি নির্বাচিত ৩০০ জন এবং বাকি ৫০ জন নারী সংসদ সদস্য সংরক্ষিত আসন হতে নির্বাচিত হয়।
Green Peace হলো একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা। বিশ্বের ৪০টি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবীর সব ধরনের জীব পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫টি। এর মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য দেশ। আর ১০টি হে "দেশ। ৫টি স্থায়ী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইউরোপের অনেক যুদ্ধ যেমন রাসিগ্রিস, জেন্সপেস, ওয়াটার লু সহ অনেক যুদ্ধ বেলজিয়ামে সংঘটিত হওয়ায় বেলজিয়ামকে ইউরোপের ককপিট (Cockpit) বলা হয়। East London দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
ব্রেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে। ব্রিটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকনোমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালে জুনে একটি গণ ভোট নিয়েছিলো যুক্তরাজ্য সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি।
SAFTA
SAFTA = South Asian Free Trade Area.
WTO
WTO এর পূর্ণরূপ World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)।
WHO
WHO এর পূর্ণরূপ World Health Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
NATO
NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
OIC
OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation (ইসলামী সহযোগিতা সংস্থা)।
আধুনিক কম্পিউটারের জনক হলেন চার্লজ ব্যাবেজ। আর কম্পিউটারের আবিষ্কারক ছিলেন হাওয়ার্ড আইকেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
প্লাটিলেট বা অণুচক্রিকা হলো রক্তের এক ধরনের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে আমাদের সাহায্য করে। স্বাভাবিক মানুষের রক্তে অণুচক্রিকার হার প্রতি ডেসিলিটারে দেড় লাখ থেকে চার লাখ। ডেঙ্গু জ্বর হলে এই অণুচক্রিকার পরিমাণ কমে যায়।
বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যানকে গ্রিন হাউস গ্যাস বলে। এটি গ্রিন হাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিন হাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন ।
ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি (দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া) রোগ হয়। এর অভাবে (ক) অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। (খ) ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। (গ) দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যায়। দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। (ঘ) রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠাণ্ডা লাগে।
মানুষের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা যায়। এগুলো হলোঃ A, B, AB, O. রক্তে রক্তরস ও রক্তকণিকা ছাড়াও নানা ধরনের রাসায়নিক ও খনিজ পদার্থ বিদ্যমান। এ সকল পদার্থের উপর রক্তের গ্রুপ নির্ভর করে। ১৯০০ সালে কারু ল্যান্ডস্টেইনার (Karl Landsteiner) অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি-অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ বিন্যাস করেন।
IPS হচ্ছে Instant Power Supply, যা মূলত Power storage হিসেবে কাজ করে থাকে। IPS এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার রিজার্ভ করে এবং পরবর্তীতে Main লাইন বা বিদ্যুৎ সরবরাহের বন্ধে Back up দেয়।
UPS এর ন্যায় IPS বৈদ্যুতিক সরবরাহ বন্ধের সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে না। সেকেন্ড পরে সরবরাহ Automatically প্রদান করে থাকে। UPS অল্প সময়ের জন্য Back up দিয়ে থাকে কিন্তু UPS এর তুলনায় IPS বহুগুণ Back up দিয়ে থাকে। তাই IPS বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনায় বেশি জনপ্রিয় ।
SMOG হচ্ছে এক ধরনের দূষিত বায়ু। SMOG শব্দটি সৃষ্টি হয়েছে Smoke এবং Fog এর সমন্বয়ে। যান্ত্রিক পরিবহন ও শিল্পকারখানার দূষণ থেকে এই SMOG এর সৃষ্টি হয়। আর SMOG এর ফলে উদ্ভিদ ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়, মানব চোখের ক্ষতি করে এবং মানবদেহে শ্বসন সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে।