ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন || রেভিনিউ সুপারভাইজার || 2021

All

সকল বিষয়

লেখকের নাম লিখুন:
1.

একাত্তরের দিনগুলি

Created: 3 months ago | Updated: 5 days ago

একাত্তরের দিনগুলি = জাহানারা ইমাম।

লেখকের নাম লিখুন:
2.

তেইশ নম্বর তৈলচিত্র

Created: 3 months ago | Updated: 3 days ago

তেইশ নম্বর তৈলচিত্র = আলাউদ্দিন আল আজাদ।

বিপরীত শব্দ লিখুন:
3.

দুর্জন

Created: 3 months ago | Updated: 3 days ago

দুর্জন = সজ্জন

বিপরীত শব্দ লিখুন:
4.

পন্ড

Created: 3 months ago | Updated: 3 days ago

পন্ড = সফল।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

স্বল্প

Created: 3 months ago | Updated: 3 days ago

স্বল্প = সু + অল্প। 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

আশীর্বাদ

Created: 3 months ago | Updated: 3 days ago

আশীর্বাদ = আশীঃ + বাদ।

শুদ্ধ বানান লিখুন:
7.

আকাংখা

Created: 3 months ago | Updated: 6 days ago

আকাংখা = আকাঙ্ক্ষা।

শুদ্ধ বানান লিখুন:
8.

আনুসাঙ্গিক

Created: 3 months ago | Updated: 3 days ago

আনুসাঙ্গিক = আনুষঙ্গিক ।

Created: 3 months ago | Updated: 3 days ago

যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।

এক কথায় প্রকাশ:
10.

অপকার করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 3 days ago

অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা।

কাক ভূষন্ডী (দীর্ঘজীবী; বহুদর্শী) = সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না।

                                                                                                          দেশের উন্নয়নে করের ভূমিকা

দিন দিন বড় হচ্ছে দেশের অর্থনীতি। ফলে বাড়ছে বাজেটের আকার। আর বর্ধিত বাজেট বাস্তবায়নের দরকার হচ্ছে অধিক অর্থের। কিন্তু বিদেশি অর্থের উৎস তুলনামূলক অনেক ছোট হয়ে আসায় এখন বাজেট বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে অভ্যন্তরীন উৎসগুলো। যার মধ্যে ভ্যাট অন্যতম। 

আয়কর আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। সরকারের রাজস্ব আয়ের একটি বড় খাত আয়কর। নাগরিকদের দেয়া কর থেকে যে আয় হয়, সরকার রাষ্ট্রের উন্নয়নে এই অর্থ ব্যয় করে। আমাদের দেশের সক্ষম অনেকে আয়কর দেয় না। দেশের মোট সক্ষম জনসংখ্যার অনুপাতে মাত্র ৩০ লাখ করদাতার সংখ্যাটি নিতান্তই হতাশাব্যঞ্জক। দেশের উন্নয়নের স্বার্থে আয়করদাতার সংখ্যা বাড়াতেই হবে। দেশের অর্থৈনতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আয়কর প্রদান ও আদায়ের হার বৃদ্ধি করতে হবে। যাদের আয়সীমা কর দেয়ার মধ্যে রয়েছে, তাদের উচিত সময়মতো কর পরিশোধ করা। কর ফাঁকি কিংবা কর দিতে অনীহা দেশের জন্য মঙ্গলজনক নয়। মূলত যাদের মধ্যে কর ফাঁকি দেয়ার প্রবণতা রয়েছে, তারা রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছেন না, আদতে নিজেকেই ফাঁকি দিচ্ছেন।

Created: 3 months ago | Updated: 3 days ago

আমি কম্পিউটার চালাতে পারি না। 

= I do not know how to operate computer.

Created: 3 months ago | Updated: 6 days ago

আমাদের সময় নষ্ট করা উচিত না। 

= We should not waste time.

Change the following speeches (narration):
15.

He said to me, "Thank you."

Created: 3 months ago | Updated: 3 days ago

He said to me, "Thank you." 

= He thanked me.

Change the following speeches (narration):
16.

"Hold you tongues!" he muttered on fiercely.

Created: 3 months ago | Updated: 3 days ago

"Hold you tongues!" he muttered on fiercely.

= He muttered on fiercely to hold their tongues.

Change of sentences (as directed):
17.

God alone is Almighty (Negative).

Created: 3 months ago | Updated: 2 days ago

God alone is Almighty (Negative).

= None but God is almighty .

Change of sentences (as directed):
18.

My mother loves me (Interrogative).

Created: 3 months ago | Updated: 3 days ago

My mother loves me (Interrogative).

= Doesn't my mother love me?

Change of sentences (as directed):
19.

You will shine in life (Optative).

Created: 3 months ago | Updated: 3 days ago

You will shine in life (Optative).

= May you shine in life!

Fill in the blanks with appropriate preposition:
20.

An honest man is true---his word.

Created: 3 months ago | Updated: 3 days ago

An honest man is true to his word.

বাক্যের অর্থঃ সৎ ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করে।

Fill in the blanks with appropriate preposition:
21.

A good student is fond---books.

Created: 3 months ago | Updated: 3 days ago

A good student is fond of books.

বাক্যের অর্থঃ ভালো ছাত্র বই প্রিয় হয়।

Fill in the blanks with appropriate preposition:
22.

Happiness is consists---contentment.

Created: 3 months ago | Updated: 3 days ago

Happiness is consists in contentment.

বাক্যের অর্থঃ সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত।

কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রের ঐ বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয়। তাকে সমবৃত্তভূমিক বেলন বলে। সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্ত বৃত্ত হবে। বেলনের অক্ষের দৈর্ঘ্যকে এর উচ্চতা বলা হয়। ধরি, চিত্রে একটি বেলন অঙ্কিত হয়েছে যার ভূমির ব্যসার্ধ r = ৫ সেঃমিঃ 

এবং উচ্চতা h = ১২ সেঃমিঃ

পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 2πr(r+h) বর্গ সেঃমিঃ 

=×.×(+)

= ৫৩৪.০৭ বর্গসেঃমিঃ (উত্তর) 

এবং আয়তন = π2rh ঘনসেঃমিঃ 

= ৩.১৪১৬ × (৫) `x 2 

= ৩.১৪১৬ X ২৫ × ১২ 

= ৯৪২.৪৮ ঘনসেঃমিঃ (উত্তর)

ধরি, অফিস সহায়ক পান x টাকা 

অফিস সহকারী পান, ২x টাকা 

এবং কর্মকর্তা পান, ৪x টাকা 

প্রশ্নমতে, ৩x + (৭ × 2x) + (2x × ৪ x ) = ১,৫০,০০০ 

⇒ x + ১৪ x + ৮ = ১,৫০,০০০ 

⇒ ২৫x = ১,৫০,000 

X=  = ৬,০০০ 

অতএব একজন অফিস সহায়ক পান, x = ৬,০০০ টাকা। 

 অফিস সহকারী পান, ২x = ৬,০০০ × ২ = ১২,০০০ টাকা এবং কর্মকর্তা পান, ৪ x = ৬,০০০ × ৪ = ২৪,০০০ টাকা

বাংলাদেশের চামড়া শিল্প নগরী সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত। ২০০ একর জমির উপর এটি অবস্থিত। এটি পূর্বে ঢাকার হাজারীবাগে ছিল ।

Created: 3 months ago | Updated: 3 days ago

মাথাপিছু আয় = কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আছ/ঐ বছরের মোট জনসংখ্যা

সাধারণ জ্ঞান:
27.

TIN এর পূর্ণরূপ কী?

Created: 3 months ago | Updated: 3 days ago

TIN এর পূর্ণরূপ Taxpayer's Identification Number. (সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই TIN ব্যবহার করা হয় ।)

Created: 3 months ago | Updated: 3 days ago

মুঘল সম্রাট আজম শাহ লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণকাজ শুরু করেন।

Created: 3 months ago | Updated: 2 days ago

চেক প্রজাতন্ত্র দেশটির মধ্যভাগে অবস্থিত বৃহত্তম শহর ও রাজধানীর নাম প্রাগ (Praha)। দেশটির দক্ষিণে অস্ট্রিয়া, পশ্চিমে জার্মানি, উত্তর-পূর্বে পোল্যান্ড এবং পূর্বে স্লোভাকিয়া অবস্থিত। ২০ শতকের অধিকাংশ সময় জুড়ে দেশটি প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার সাথে মিলিতভাবে চেকোস্লোভাকিয়া হিসেবে বিদ্যমান ছিল। ১৯৯৩ সালে দেশ দুইটি ভাগ হয়ে যায়।

Related Sub Categories