মুখ রাখা
মুখ রাখা (সম্মান রাখা) = সোহেল এবার এইচএসসি পরীক্ষায় পাস করে বাপের মুখ রেখেছে।
একদশে বৃহস্পতি
একদশে বৃহস্পতি (মহাসৌভাগা) = ব্যবসায় লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরীর একাদশে বৃহস্পতি।
টনক নড়া
টনক নড়া (সজাগ হওয়া) = পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে বাপ্পি টনক নড়ল।
মাছের মা
মাছের মা (নির্মম, নিষ্ঠুর) = ময়না তার শ্বাশুড়ির সাথে মাছের মায়ের মত আচরণ করল।
নয় ছয়
নয় ছয় (অপরায়) = অযোগ্য লোকের হাতে পড়ে ব্যবসার টাকা নয় ছয় দ্বারা এ কাজ হবে না।
হাজির নাই
হাজির নাই = গরহাজির।
পাখির ডাক
পাখির ডাক = কূজন।
পরিমিত ব্যয় করেন যিনি
পরিমিত ব্যয় করেন যিনি= মিতব্যয়ী।
যার অন্য কোথায় উপায় নেই
যার অন্য কোথায় উপায় নেই = অনন্যোপায়।
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।
উগ্র
উগ্র = সৌম্য
উত্তীর্ণ
উত্তীর্ণ = অনুত্তীর্ণ
অলীক
অলীক = বাস্তব
পুষ্ট
পুষ্ট = ক্ষীণ
অধম
অধম = উত্তম।
পুরষ্কার
পুরষ্কার = পুরস্কার
আসাড়
আসাড় = আষাঢ়।
উপকারীতা
উপকারীতা = উপকারিতা
মহিয়ষি
মহিয়ষি = মহীয়সী
গনপুত
গনপুত = গণপূর্ত
Here is my mother. There is none else like my mother. How affectionate she is to me! She always takes care of me. If I fall ill, mother grows very anxious.
= আমার মা এখানে। আমার মায়ের মতো কেউ না। আমার প্রতি কতই না তাঁর মায়া। তিনি সর্বদাই আমার যত্ন নেন। আমি অসুস্থ হলে তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
চাকরিটা আমার প্রয়োজন।
চাকরিটা আমার প্রয়োজন।
= I need this job.
মানুষ মাত্রই ভুল করে।
মানুষ মাত্রই ভুল করে।
= To err is human.
মুষলধারে বৃষ্টি হচ্ছে।
মুষলধারে বৃষ্টি হচ্ছে।
= It is raining cats and dogs.
ঢাকা বাংলাদেশের রাজধানী।
ঢাকা বাংলাদেশের রাজধানী।
= Dhaka is the capital of Bangladesh.
এখন সোয়া বারোটা বাজে।
এখন সোয়া বারোটা বাজে।
= It is quarter past eleven.
He is---MBBS.
He is an MBBS.
বাক্যের অর্থঃ তিনি একজন MBBS পাশ ব্যক্তি।
The Sun sets in---West.
The Sun sets in the West.
বাক্যের অর্থঃ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
He knows how---swim.
He knows how to swim.
বাক্যের অর্থঃ সাঁতার কিভাবে কাটতে হয় সে জানে।
The girl takes----her mother.
The girl takes after her mother.
বাক্যের অর্থঃ মেয়েটি দেখতে তার মায়ের মতো।
I am not well---Friday.
I am not well from Friday.
বাক্যের অর্থঃ শুক্রবার থেকে আমার শরীর ভালো নেই।
A bed of roses
A bed of roses ( আরামদায়ক অবস্থা; সুখকর অবস্থা) = Life is not a bed of roses.
In front of
In front of (সামনে) = There is a lawn in front of the house.
Bag and baggage
Bag and baggage ( তল্পিতল্পা) = He left the place bag and baggage.
Null and void
Null and Void (বাতিল) = The rule is null and void now.
Face to face
Face to face (মুখোমুখি) = If you come face to face with someone, you meet them and can talk to them or look at them directly.
Does he goes to school.
Does he goes to school.
= Does he go to school?
He succeed in get the job.
He succeed in get the job.
= He succeed in getting the job.
Tell me what is your name?
Tell me what is your name?
= Tell me what your name is?
The train is running in time.
The train is running in time.
= The train is running on time.
Never tell lie.
Never tell lie.
= Never tell a lie.
Examination
Examination = Rimi was debarred from appearing at the examination.
Office
Office = He called on me at my office.
Bangladesh
Bangladesh = Bangladesh is a land of villages.
Liberation war
Liberation War = Our liberation war started on 26 March in 1971.
Father of nation
Father of nation = Sheikh Mujibur Rahman is the father of the nation.
২৫ দিনে কাজ করে = ২০০ জন লোক
১ দিনে কাজ করে = (২০০২৫) জন লোক
২০ দিনে কাজ করে = জন লোক
অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে = (২৫০-২০০) =৫০ জন।
ক্রয়মূল্য = ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য = ৫০০ টাকা
লাভ = ৫০০-৪০০ =১০০ টাকা
৪০০ টাকায় লাভ = ১০০ টাকা
১ টাকায় লাভ = টাকা
১০০ টাকায় লাভ = টাকা বা ২৫%
জাতীয় শিশু দিবস কত তারিখে?
জাতীয় শিশু দিবস (১৭ মার্চ)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
‘কারাগারের রোজনামচা' কার লেখা?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় আত্মজীবনীমূলক হাতু কারাগারের রোজনামচা'।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
১৯৭১ সালে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের প্রথম উড্ডয়ন করা স্যাটেলাইট এর নাম কী?
বাংলাদেশের প্রথম উড্ডয়ন করা স্যাটেলাইট এর নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট।
COVID - 19 প্রথম কোন দেশে উদ্ভব হয়?
COVID - 19 চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস।
কম্পিউটার কে আবিষ্কার করেন?
কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ ।
RAM এবং ROM এর পূর্ণরূপ কী?
RAM এর পূর্ণরূপ হলোঃ Random Access Memory.
ROM এর পূর্ণরূপ হলোঃ Read Only Memory.
VISION 2021 এর বাংলা অর্থ কী?
VISION 2021 এর বাংলা অর্থ রূপকল্প ২০২১।
বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে 'মেমরি অব দ্য ওয়ার্ল্ড' বা 'বিশ্বের স্মৃতি' হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ILO এর সদর দপ্তর (International Labour Organization) জেনেভায়।
কোন রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
সিয়েরালিওন রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা।
Mother of humanity কে?
Mother of humanity বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ।
পূর্ণ অর্থ লিখুন: UNESCO, PWD, WHO, SAARC, SDG
UNESCO → United Nations Educational, Scientific and Cultural Organization
PWD → Public Works Department.
WHO → World Health Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
SAARC → South Asian Association for Regional Co-operation.
SDG → Sustainable Development Goals.