জাতীয় শিশু দিবস কত তারিখে?
জাতীয় শিশু দিবস (১৭ মার্চ)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
‘কারাগারের রোজনামচা' কার লেখা?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় আত্মজীবনীমূলক হাতু কারাগারের রোজনামচা'।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
১৯৭১ সালে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের প্রথম উড্ডয়ন করা স্যাটেলাইট এর নাম কী?
বাংলাদেশের প্রথম উড্ডয়ন করা স্যাটেলাইট এর নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট।
COVID - 19 প্রথম কোন দেশে উদ্ভব হয়?
COVID - 19 চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস।
কম্পিউটার কে আবিষ্কার করেন?
কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ ।
RAM এবং ROM এর পূর্ণরূপ কী?
RAM এর পূর্ণরূপ হলোঃ Random Access Memory.
ROM এর পূর্ণরূপ হলোঃ Read Only Memory.
VISION 2021 এর বাংলা অর্থ কী?
VISION 2021 এর বাংলা অর্থ রূপকল্প ২০২১।
বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে 'মেমরি অব দ্য ওয়ার্ল্ড' বা 'বিশ্বের স্মৃতি' হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ILO এর সদর দপ্তর (International Labour Organization) জেনেভায়।
কোন রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
সিয়েরালিওন রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা।
Mother of humanity কে?
Mother of humanity বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ।
পূর্ণ অর্থ লিখুন: UNESCO, PWD, WHO, SAARC, SDG
UNESCO → United Nations Educational, Scientific and Cultural Organization
PWD → Public Works Department.
WHO → World Health Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
SAARC → South Asian Association for Regional Co-operation.
SDG → Sustainable Development Goals.