সকল বিষয়

প্রতিশব্দ লিখুন (৪টি করে):
1.

আকাশ

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

আকাশ = অম্বর, ব্যোম, গগন, থ, অভ্র, শূন্য, সুরপথ।

প্রতিশব্দ লিখুন (৪টি করে):
2.

আনন্দ

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

আনন্দ = হর্ষ, হরষ, পুলক, সুখ, ফুর্তি, উৎফুল্লতা, প্রফুল্পতা, হাসি, উল্লাস, মজা, খুশি।

প্রতিশব্দ লিখুন (৪টি করে):
3.

সুন্দর

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

সুন্দর = মনোরম, মনোহর, শোভন, চারু রমা, কমনীয়, সুশ্রী, সুরমা।

প্রতিশব্দ লিখুন (৪টি করে):
4.

দিন

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

দিন = অহ, অহ্ন, বার, রোজ, দিনরাত্রি, দিবস, দিবা।

প্রতিশব্দ লিখুন (৪টি করে):
5.

নদী

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নদী = তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, শৈবলিনী।

ব্যাসবাক্য সহ সমাস লিখুনঃ
6.

কনকচাঁপা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কনকচাপা = কনক বর্ণের যে চম্পক (কর্মধারায় সমাস)। 

ব্যাসবাক্য সহ সমাস লিখুনঃ
7.

মনমাঝি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস লিখুনঃ
8.

চতুর্ভুজ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

চতুর্ভুজ = চার ভুজের সমাহার (দ্বিগু সমাস)। 

ব্যাসবাক্য সহ সমাস লিখুনঃ
9.

গোঁফ খেজুরে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

গোঁফ খেজুরে = গোঁফে খেজুর যার (বহুব্রীহি সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস লিখুনঃ
10.

রাজপথ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

রাজপথ = পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

শুদ্ধ করে লিখুনঃ
11.

গণিত খুব কঠিন।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

গণিত খুব কঠিন।

= গণিত খুব জটিল।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।

= আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।

= সব বিষয়ে বাহুল্য বর্জন করবে।

শুদ্ধ করে লিখুনঃ
14.

তিনি আরোগ্য হয়েছেন।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

তিনি আরোগ্য হয়েছেন।

= তিনি আরোগ্য লাভ করেছেন।

শুদ্ধ করে লিখুনঃ
15.

এ কথা প্রমাণ হয়েছে।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

এ কথা প্রমাণ হয়েছে।

= এ কথা প্রমাণিত হয়েছে।

এক কথায় প্রকাশ করুনঃ
16.

উপস্থিত বুদ্ধি আছে যার

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি। 

এক কথায় প্রকাশ করুনঃ
17.

যা পূর্বে শোনা যায় নি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যা পূর্বে শোনা যায় নি = অশ্রুতপূর্ব।

এক কথায় প্রকাশ করুনঃ
18.

যা বলা হয়নি

Created: 4 weeks ago | Updated: 1 week ago

যা বলা হয়নি = অনুক্ত।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে = অবিমৃষ্যকারী ।

এক কথায় প্রকাশ করুনঃ
20.

যা অধ্যয়ন করা হয়েছে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যা অধ্যয়ন করা হয়েছে = অধীত ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

                                                                                                                  Vision-2041

By 2021, after 50 years of independence, our goal is to be a middle-income country with peace, prosperity and dignity. To achieve the middle-income status of the nation, the government of Bangladesh has taken a numbers of initiatives. The government of Bangladesh has set some goals to achieve this vision. Some of them are as follows: 

  • To become a participatory democracy. 
  • To have an efficient, accountable, transparent and decentralized system of governance. 
  • To become a poverty free middle-income country. 
  • To have a nation of healthy citizens. 
  • To develop a skilled and creative human resources. 
  • To be environmentally sustainable. 
  • To be a more inclusive and equitable society . 

As Bangladesh is going to celebrate its 50 years of independence in the year 2021, the outlined objectives are needed to achieve for the vision by 2021.

Correct the following sentences:
22.

He is working for five hours.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He is working for five hours.  = He has been working for five years. (তিনি ৫ ঘন্টা  যাবৎ কাজ করছেন)।

Correct the following sentences:
23.

If you study hard, you succeed.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

If you study hard, you succeed. 

= If you study hard, you will succeed. (কঠোর পড়াশুনা করলে সফল হবে)।

Correct the following sentences:
24.

He put out his new shirt.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He put out his new shirt. 

= He put on his new shirt. (সে তার নতুন শার্ট পড়েছিল)।

Correct the following sentences:
25.

The rich is not happy always.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The rich is not happy always. 

= The rich are not always happy. (ধনীরা সর্বদা সুখী হয় না)।

Correct the following sentences:
26.

The man died by fever.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

The man died by fever. 

= The man died of fever. (লোকটি জ্বরে মারা গিয়েছিল)।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দশটা বাজতে ছয় মিনিট বাকী।

= It is six minutes to ten.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তার ঠাণ্ডা লেগেছে।

= He has a cold.

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

= The freedom fighters are the best children of the nation.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

গত সোমবার থেকে সে অসুখে ভুগছে।

= He has been suffering from illness since last Monday.

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ব্যয়বহুল।

= Smoking is expensive and harmful for health.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The lights have been blown out by the strong wind.

বাক্যের অর্থঃ লাইটগুলো প্রচণ্ড ঝড়ে নিভে গেল।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The man died from over eating. 

বাক্যের অর্থঃ লোকটি অতিরিক্ত খেয়ে মারা গেল।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He was asked to call in a doctor.

বাক্যের অর্থঃ তাকে ডাক্তার ডাকতে বলা হলো।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I was no inclination to conversation. 

বাক্যের অর্থঃ কথাবার্তা বলার কোনো ইচ্ছা আমার নেই।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Cruelty towards animals is prohibited in the law. 

বাক্যের অর্থঃ পশুর প্রতি নিষ্ঠুরতা আইনে নিষিদ্ধ

Change the form of the sentences as directed:
37.

He was reading the book (Passive).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He was reading the book (Passive).

= The book was being read by him. (তিনি বই পড়ছেন)।

Change the form of the sentences as directed:
38.

He leads a miserable life (Exclamatory).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He leads a miserable life (Exclamatory). 

= How miserable live he leads. (কত দুর্বিসহ জীবন তিনি যাপন করেন)

Change the form of the sentences as directed:
39.

She requested us not a make a noise (Direct).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

She requested us not a make a noise (Direct). 

= She said to us, don't make a noise'. (তিনি আমাদের বললেন, 'হইচই করো না' ।

Change the form of the sentences as directed:
40.

The boy was run over by a speedy truck (Active).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The boy was run over by a speedy truck (Active).

= A speedy truck run over the boy. (একটি দ্রুতগামী ট্রাক বালকটিকে চাপা দিয়ে গেল)।

Change the form of the sentences as directed:
41.

Every mother loves her child (Negative).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Every mother loves her child (Negative). 

= There is no mother but loves her child. (সন্তানকে ভালোবাসে না, এমন মা নেই)।

উৎপাদকে বিশ্লেষণ করুন:
42.

x2 + x - 20

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

x2+x-20 =x2+5x-4x-20 =x(x+5)-4(x+5) =(x+5) (x-4)

উৎপাদকে বিশ্লেষণ করুন:
43.

8a3 + 27b3

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

Given that, 8a3+27b3 =(2a)3+(3b)3    [a3+b3=(a+b) (a2-ab+b2)] =(2a+3b){(2a)2-2a×2b+(3b)2} =(2a+3b)(4a2-6ab+9b2)

Given that, a =3+2 =1a=13+2=3-2(3+2)(3+2)=3-2(3)2-(2)2=3-23-2=3-21 1a=3-2 a+1a=3+2+3-2=23...........(i) now, a3+1a3=(a+1a)3-3a×1a(a+1a) =(23)3-3×23 =23×(3)3-63 =8×33-63 =243-63 =183 (proved)

একজন হিসাব রক্ষকের কাজ প্রতিষ্ঠানভেদে অ্যাকাউন্ট্যান্টদের কাজ আলাদা হয়। সাধারণত বড় প্রতিষ্ঠানে একজন অ্যাকাউন্ট্যান্টের কাজ থাকে অনেক। তার মূল দায়িত্বের মধ্যে রয়েছে:

০১. প্রতিদিনের আর্থিক লেনদেন সংগ্রহ করা। 
০২. প্রতিষ্ঠানের লাভ-ক্ষতির হিসাব রাখা। 
০৩. প্রতিদিনের আর্থিক লেনদেন বিশ্লেষণ করা। 
০৪. আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা। আর্থিক লেনদেনে ব্যবহৃত কাগজপত্র (যেমনঃ ভাউচার) যাচাই করা 
০৫. প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব রাখা। 
০৬. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর নিয়মিত প্রতিবেদন তৈরি করা।


46.

জনাব জালালের ১ মার্চ ২০২০ তারিখ হতে নগদ ৫,০০০ টাকা ও ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স ২,৫০০ টাক ছিলো। ঐ মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নে প্রদান করা হলোঃ

মার্চ ০২ নগদ বিক্রয় ১০,০০০ টাকা। বিক্রয়লশ অর্থের অংশ ব্যাংকে জমা দেওয়া হল । 

মার্চ ০৫ জনাব আফজালের পাওনা ২,০০০ টাকা ৫% বাটার অর্ধেক নগদে ও অর্ধেক চেকের মাধ্যমে পরিশোধ করা হল। 

মার্চ ০৭ দেনাদারগনের নিকট হতে ২% বাটায় ২০,০০০ টাকার ৯,৬০০ টাকা নগদে এবং অবশিষ্ট টাকার একটি চেক চাওয়া গেল। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হল। 

মার্চ ১০ নগদ বেতন প্রদত্ত ১,০০০ টাকা । 

মার্চ ৩১ সমাপনি হাতে নগদের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া হল। 

উপরিউক্ত তথ্যগুলো হতে একটি তিনঘরা নগদান বই তৈরি করুন:

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

জনার জামালের নগদান বই ২০২০ সালের মার্চ মাসের জন্য

তারিখবিবরণপ্রদত্ত বাটানগদব্যাংক জমা
মার্চ-১, ২০২০প্রারম্ভিক উদ্বৃত্ত ৫০০০ 
মার্চ-২বিক্রয় ৫০০০৫০০০
মার্চ-৭ ৪০০৯৬০০১০০০০
মার্চ-৩১মোট নগদ ১৯৬০০ 
তারিখবিবরণপ্রদত্ত বাটানগদব্যাংক জমা
মার্চ-১, ২০২০প্রারম্ভিক উদ্বৃত্ত  ২৫০০
মার্চ-৫জনাব আফজাল১০০৯৫০৯৫০
মার্চ-১০বেতন হিসাব ১০০০ 
     

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুজিব বর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনের কথা থাকলেও, করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়ে সময়কাল নির্ধারণ করা হয় ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত।

সংক্ষেপে উত্তর দিন:
49.

SDG এবং MDG এর পূর্ণরূপ লিখুন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

SDGs এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা । 
MDG এর পূর্ণরূপ Millennium Development Goals.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়  ২,২২৭ মার্কিন ডলার আর মাথাপিছু জিডিপি ২,০৯৭ মার্কিন ডলার।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী অ্যাটর্নি জেনারেল।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের Monetary Policy প্রণায়ন করে বাংলাদেশ ব্যাংক।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম Bangladesh Securities and Exchange Commission.

Created: 4 weeks ago | Updated: 12 hours ago

বর্তমান সরকারের চারটি মেগা প্রকল্পের নাম ০১. পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, ০২. ঢাকায় মেট্রোরেল প্রকল্প। ০৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ০৪, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।

Created: 4 weeks ago | Updated: 3 days ago

জাতীয় শিক্ষা দিবস পালিত হয় ১৭ সেপ্টেম্বর। উল্লেখ্য, সাক্ষরতা দিবস পালিত হয় ৮ সেপ্টেম্বর আর জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ১৯ জানুয়ারি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ২টি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনী সংকলন। ২০১২ সালের ১৮ জুন মাসে বইটি প্রকাশিত হয়। তাঁর লেখা দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। যা ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয়।

Related Sub Categories