আকাশ
আকাশ = অম্বর, ব্যোম, গগন, থ, অভ্র, শূন্য, সুরপথ।
আনন্দ
আনন্দ = হর্ষ, হরষ, পুলক, সুখ, ফুর্তি, উৎফুল্লতা, প্রফুল্পতা, হাসি, উল্লাস, মজা, খুশি।
সুন্দর
সুন্দর = মনোরম, মনোহর, শোভন, চারু রমা, কমনীয়, সুশ্রী, সুরমা।
দিন
দিন = অহ, অহ্ন, বার, রোজ, দিনরাত্রি, দিবস, দিবা।
নদী
নদী = তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, শৈবলিনী।
কনকচাঁপা
কনকচাপা = কনক বর্ণের যে চম্পক (কর্মধারায় সমাস)।
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।
চতুর্ভুজ
চতুর্ভুজ = চার ভুজের সমাহার (দ্বিগু সমাস)।
গোঁফ খেজুরে
গোঁফ খেজুরে = গোঁফে খেজুর যার (বহুব্রীহি সমাস)।
রাজপথ
রাজপথ = পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
গণিত খুব কঠিন।
গণিত খুব কঠিন।
= গণিত খুব জটিল।
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
= আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
= সব বিষয়ে বাহুল্য বর্জন করবে।
তিনি আরোগ্য হয়েছেন।
তিনি আরোগ্য হয়েছেন।
= তিনি আরোগ্য লাভ করেছেন।
এ কথা প্রমাণ হয়েছে।
এ কথা প্রমাণ হয়েছে।
= এ কথা প্রমাণিত হয়েছে।
উপস্থিত বুদ্ধি আছে যার
উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি।
যা পূর্বে শোনা যায় নি
যা পূর্বে শোনা যায় নি = অশ্রুতপূর্ব।
যা বলা হয়নি
যা বলা হয়নি = অনুক্ত।
অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে
অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে = অবিমৃষ্যকারী ।
যা অধ্যয়ন করা হয়েছে
যা অধ্যয়ন করা হয়েছে = অধীত ।