একজন হিসাব রক্ষকের কাজ প্রতিষ্ঠানভেদে অ্যাকাউন্ট্যান্টদের কাজ আলাদা হয়। সাধারণত বড় প্রতিষ্ঠানে একজন অ্যাকাউন্ট্যান্টের কাজ থাকে অনেক। তার মূল দায়িত্বের মধ্যে রয়েছে:

০১. প্রতিদিনের আর্থিক লেনদেন সংগ্রহ করা। 
০২. প্রতিষ্ঠানের লাভ-ক্ষতির হিসাব রাখা। 
০৩. প্রতিদিনের আর্থিক লেনদেন বিশ্লেষণ করা। 
০৪. আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা। আর্থিক লেনদেনে ব্যবহৃত কাগজপত্র (যেমনঃ ভাউচার) যাচাই করা 
০৫. প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব রাখা। 
০৬. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর নিয়মিত প্রতিবেদন তৈরি করা।


2.

জনাব জালালের ১ মার্চ ২০২০ তারিখ হতে নগদ ৫,০০০ টাকা ও ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স ২,৫০০ টাক ছিলো। ঐ মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নে প্রদান করা হলোঃ

মার্চ ০২ নগদ বিক্রয় ১০,০০০ টাকা। বিক্রয়লশ অর্থের অংশ ব্যাংকে জমা দেওয়া হল । 

মার্চ ০৫ জনাব আফজালের পাওনা ২,০০০ টাকা ৫% বাটার অর্ধেক নগদে ও অর্ধেক চেকের মাধ্যমে পরিশোধ করা হল। 

মার্চ ০৭ দেনাদারগনের নিকট হতে ২% বাটায় ২০,০০০ টাকার ৯,৬০০ টাকা নগদে এবং অবশিষ্ট টাকার একটি চেক চাওয়া গেল। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হল। 

মার্চ ১০ নগদ বেতন প্রদত্ত ১,০০০ টাকা । 

মার্চ ৩১ সমাপনি হাতে নগদের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া হল। 

উপরিউক্ত তথ্যগুলো হতে একটি তিনঘরা নগদান বই তৈরি করুন:

Created: 3 months ago | Updated: 4 days ago

জনার জামালের নগদান বই ২০২০ সালের মার্চ মাসের জন্য

তারিখবিবরণপ্রদত্ত বাটানগদব্যাংক জমা
মার্চ-১, ২০২০প্রারম্ভিক উদ্বৃত্ত ৫০০০ 
মার্চ-২বিক্রয় ৫০০০৫০০০
মার্চ-৭ ৪০০৯৬০০১০০০০
মার্চ-৩১মোট নগদ ১৯৬০০ 
তারিখবিবরণপ্রদত্ত বাটানগদব্যাংক জমা
মার্চ-১, ২০২০প্রারম্ভিক উদ্বৃত্ত  ২৫০০
মার্চ-৫জনাব আফজাল১০০৯৫০৯৫০
মার্চ-১০বেতন হিসাব ১০০০ 
     

Created: 3 months ago | Updated: 1 day ago

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Created: 3 months ago | Updated: 4 days ago

মুজিব বর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনের কথা থাকলেও, করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়ে সময়কাল নির্ধারণ করা হয় ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত।

সংক্ষেপে উত্তর দিন:
5.

SDG এবং MDG এর পূর্ণরূপ লিখুন।

Created: 3 months ago | Updated: 1 day ago

SDGs এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা । 
MDG এর পূর্ণরূপ Millennium Development Goals.

Created: 3 months ago | Updated: 4 days ago

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়  ২,২২৭ মার্কিন ডলার আর মাথাপিছু জিডিপি ২,০৯৭ মার্কিন ডলার।

Created: 3 months ago | Updated: 17 hours ago

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী অ্যাটর্নি জেনারেল।

Created: 3 months ago | Updated: 4 days ago

বাংলাদেশের Monetary Policy প্রণায়ন করে বাংলাদেশ ব্যাংক।

Created: 3 months ago | Updated: 1 day ago

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম Bangladesh Securities and Exchange Commission.

Created: 3 months ago | Updated: 1 day ago

বর্তমান সরকারের চারটি মেগা প্রকল্পের নাম ০১. পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, ০২. ঢাকায় মেট্রোরেল প্রকল্প। ০৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ০৪, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।

Created: 3 months ago | Updated: 1 day ago

জাতীয় শিক্ষা দিবস পালিত হয় ১৭ সেপ্টেম্বর। উল্লেখ্য, সাক্ষরতা দিবস পালিত হয় ৮ সেপ্টেম্বর আর জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ১৯ জানুয়ারি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ২টি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনী সংকলন। ২০১২ সালের ১৮ জুন মাসে বইটি প্রকাশিত হয়। তাঁর লেখা দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। যা ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয়।

Related Sub Categories