যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার।
যিনি বক্তব্য দানে পটু = বাগ্মী ।
যা কোথাও উঁচু কোথাও নিচু = বন্ধুর।
যা পূর্বে দেখা যায়নি এমন = অদৃষ্টপূর্ব ।
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র।
মনীষা = মনস + ঈষা।
নাবিক = নৌ + ইক
দেবর্ষি = দেব + ঋষি।
উদঘাটন = উৎ + ঘাটন।
সমিতিতে চাঁদা দাও = সম্প্রদানে ৭মী ।
সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য।
বাবাকে বড্ড ভয় পাই = অপাদানে ২য়া।
এ সুতায় কাপড় হয় না = করণে ৭মী।
আমার যাওয়া হয় নি = কর্তায় ৬ষ্ঠী।
ক্রোধানল = ক্রোধ রূপ অনল (রূপক কর্মধারয় সমাস)
গ্রামান্তর = অন্য গ্রাম (অব্যয়ীভাব সমাস, নিত্যসমাস)।
হাতাহাতি = হাতে হাতে যে লড়াই (ব্যতিহার বহুব্রীহি)।
শতাব্দী = শত অব্দের সমাহার (বিগুসমাস)।
চিরসুখী = চিরকাল ব্যাপিয়া সুখী (দ্বিতীয়া তৎপুরুষ বা কর্মতৎপুরুষ সমাস)।
মুমূর্ষু = মুমূর্ষু ।
আনুসাংগিক = আনুষঙ্গিক ।
ঈতিপূর্বে = ইতঃপূর্বে। ইতোপূর্বে।
ইতীমধ্যে = ইতোমধ্যে।
ঐক্যমত = ঐকমত্য।
They always run after money.
বাক্যের অর্থঃ তারা সর্বদা টাকার পেছনে ছুটে ।
Mr. Rahim is an MBA.
বাক্যের অর্থঃ জনাব রহিম একজন MBA ডিগ্রীধারী।
She cut the mango with a knife.
বাক্যের অর্থঃ তিনি ছুরি দিয়ে আম কাটলেন।
Mr. Karim admitted himself into this school.
বাক্যের অর্থঃ করিম স্কুলে ভর্তি হয়েছে।
I saw a one eyed man.
বাক্যের অর্থঃ আমি একজন একচোখা লোক দেখেছিলাম।
আয় বুঝে ব্যয় কর।
= Cut your coat according to your cloth.
আমার যদি পাখির মত ডানা থাকত তাহলে আমি আকাশে উড়তাম।
= If I had wings like a bird I would fly in the sky.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল।
= The girl went away dancing.
গত সোমবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
= It has been drizzling since last Monday.
ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল।
= The patient had died before the doctor came.
The manager is going to open a new bank.
= A new bank is going be opened by the manager.
(ব্যবস্থাপক একটি নতুন ব্যাংক চালু করতে যাচ্চেন)।
Honey tastes sweet.
= Honey is sweet when it is tasted.
(মধু খেতে মিষ্টি)।
Do the work.
= He is not known to me.
(কাজটি করো)।
I don't know him.
= He is not known to me.
(আমি তাকে চিনি না)।
The Mughal emperor built the beautiful building.
The beautifin building was built by the Mughal emperor.
(মুঘল সম্রাট সুন্দর স্থাপনাটি তৈরী করেছেলেন)
COVID এর পূর্ণরূপ হলো Corona Virus Disease of 2019.
UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization.
IRRI এর পূর্ণরূপ হলো International Rice Research Institute.
JICA এর পূর্ণরূপ হলো Japan International Cooperation Agency.
BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
২৫ বছর পূর্তি = রজত জয়ন্তী (Silver Jubilee).
৫০ বছর পূর্তি = সুবর্ণ / স্বর্ণ জয়ন্তী (Golden Jubilee).
৬০ বছর পূর্তি = হীরক জয়ন্তী (Diamond Jubilee).
৭৫ বছর পূর্তি = প্লাটিনাম জয়ন্ত (Platinum Jubilee).
১০০ বছর পূর্তি = সার্ধশতবর্ষ (Centenary Jubilee).
ধরি, বর্তমানে পিতার বয়স ৯ক বছর এবং পুত্রের বয়স ২ক বছর
প্রশ্নমতে,
=২৭ক+১৫=২০ক+৫০
=৭ক=৩৫
ক=৫
বর্তমান পিতার বয়স =৯ক=৯৫=৪৫ বছর এবং পুত্রের বয়স = ২ক= ২৫=১০ বছর।
ধরি, আয়তাকার বাগানের দৈর্ঘ্য ক ফুট এবং প্রস্থ খ ফুট
শর্তমতে, ২খ=ক+১০……………….(১)
২(ক+খ)=১০০……………………………(২)
(১) নং হতে পাই,
২খ= ক+১০
ক=২খ-১০…………………………(৩)
ক এর মান (১) নং এ বসাই
২(ক+খ)=১০০
=ক+খ=৫০
=২খ-১০+খ=৫০
=৩খ=৬০
খ =
খ এর মান (৩) নং সমীকরণে বসাই
২খ=ক+১০
=২২০=ক+১০
=ক+১০=৪০
ক=৩০
অর্থ্যাৎ দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ২০ ফুট।
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে (অতিভুজ)২ = (ভূমি)২ + (লম্ব)২
=(১৩)২=(১২)২+(লম্ব)২
=লম্ব =
লম্ব = ৫
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
= বর্গফুট।
বঙ্গবন্ধু ১৯৩৮ সালে প্রথম কারাবরণ করেন (৭ দিন)। ১৯৩৮ সালে গোপালগঞ্জে সহপাঠী বন্ধু আঙ্গুল মালককে হিন্দু মহাসভার সভাপতির বাড়ি নিয়ে মারপিট করা হয়। বঙ্গবন্ধু সেই বাড়িতে গিয়ে ধাওয়া করেন এবং সেখানে হাতাহাতিও হয়। এরপর গ্রেপ্তার হয়ে তিনি ৭ দিন জেল খাটেন।
২৩ জুন, ১৭৫৭ ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সাথে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর যুদ্ধ। ৯ এপ্রিল, ১৭৫৬ নবাব আলীবর্দী খানের মৃত্যু। বাংলার মসনদে নবাব সিরাজউদ্দৌলার আরোহণ। সিরাজউদ্দৌলার বয়স তখন মাত্র ২৩ বছর। ১৭৫৬ সালের ৯ এপ্রিল থেকে ১৭৫৭ সালের ২৩ জুন সময়কাল সিরাজুদ্দৌলার শাসনকাল ছিল।
আইসিএস হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয়, যিনি (১৮৬৩ সালে) ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) পরীক্ষায় সফল হয়েছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর ৩টা এবং নিউইয়র্ক সময় বিকাল ৩ টায় জাতিসংঘের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন। ভাষণের সময়কাল ছিলো ৪৫ মিনিট। • ভাষণটি লেখার কাজ করেন প্রখ্যাত কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, ১৭ অক্টোবর ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক এর মর্যাদা লাভ করে। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬তম দেশ হিসেবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছিলেন ১৯৭৩ সালে আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে।
বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বিখ্যাত, বহুলপঠিত, শুরুত ও উদ্ধৃত কবিতাটি লিখেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বিখ্যাত লেখক ও কবি অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২)। ১৯৭১ সালের জুলাই মাসে গঙ্গা থেকে বুড়িগঙ্গা নামে কাব্যসংকলনে এ কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এতে কবিতাটি ছিল নিম্নরূপেঃ
যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান।
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশুরুগঙ্গা
রক্তগঙ্গ বহমান
তবু নাই ভয় হবে জয়
জয় মুজিবুর রহমান।
আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে পাকিস্তান সরকার ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুজিবকে মুক্তি দেয়। এর মধ্যে ভুট্টোর কয়েকবার পাকিস্তান-বাংলাদেশ নিয়ে ফেডারেশন করার প্রস্তাব করলে বঙ্গবন্ধু অসম্মতিতে ৮ জানুয়ারি বিশেষ বিমানে বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেন লন্ডনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথ ও বিরোধী নেতা উইলসনের সঙ্গে সাক্ষাত করেন। ব্রিটিশ রাজকীয় বিমানে ৯ জানুয়ারি বঙ্গবন্ধু দিল্লি যাত্রা করেন। দিল্লি বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি তাঁকে স্বাগত জানান। ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছালে তাঁকে অবিস্মরণীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে গিয়ে লক্ষ জনতার সমাবেশ থেকে অগুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার ও নামকরণ করেন। উল্লেখ্য, জীব দেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ বিজয়ী দেশের ব্রাজিল। এই পর্যন্ত দলটি ৫ বার বিশ্বকাপে চাম্পিয়ন হয়। দেশটি ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে বিশ্বকাপ জয়লাভ করে।
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।
কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি ১৭ মার্চ ২০১৭ সালে প্রকাশিত হয়। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। তাই কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ৫৫ বছর বয়সে শহীদ হন। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল ।
বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ হলো “The People's Republic of Bangladesh'. নাফ নদী বান্দরবানের নাইখংছড়ি দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীটি মিয়ানমার ও বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে 'করোনা ভাইরাস' প্রথম দেখা দেয় ।
কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।