বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ || ট্রাফিক সুপারভাইজার (10-09-2021) || 2021

All

এক কথায় প্রকাশ করুন:
1.

যে পুরুষ বিয়ে করেছে।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার।

এক কথায় প্রকাশ করুন:
2.

যিনি বক্তব্য দানে পটু।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যিনি বক্তব্য দানে পটু = বাগ্মী ।

এক কথায় প্রকাশ করুন:
3.

যা কোথাও উঁচু কোথাও নিচু।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

যা কোথাও উঁচু কোথাও নিচু = বন্ধুর।

এক কথায় প্রকাশ করুন:
4.

যা পূর্বে দেখা যায়নি।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

যা পূর্বে দেখা যায়নি এমন = অদৃষ্টপূর্ব ।

এক কথায় প্রকাশ করুন:
5.

উপকারীর অপকার করে যে।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

ষড়যন্ত্র

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

মনীষা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মনীষা = মনস + ঈষা।

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

নাবিক

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নাবিক = নৌ + ইক

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

দেবর্ষি

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

দেবর্ষি = দেব + ঋষি।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

উদঘাটন

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

উদঘাটন = উৎ + ঘাটন।

নিম্নলিখিতক বাক্যসমূহের মধ্যে চিহ্নিত শব্দে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

সমিতিতে চাঁদা দাও।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সমিতিতে চাঁদা দাও = সম্প্রদানে ৭মী ।

নিম্নলিখিতক বাক্যসমূহের মধ্যে চিহ্নিত শব্দে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
12.

সারারাত বৃষ্টি হয়েছে।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য।

নিম্নলিখিতক বাক্যসমূহের মধ্যে চিহ্নিত শব্দে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
13.

বাবাকে বড্ড ভয় পাই।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

বাবাকে বড্ড ভয় পাই = অপাদানে ২য়া।

নিম্নলিখিতক বাক্যসমূহের মধ্যে চিহ্নিত শব্দে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
14.

এ সুতায় কাপড় হয় না।

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

এ সুতায় কাপড় হয় না = করণে ৭মী।

নিম্নলিখিতক বাক্যসমূহের মধ্যে চিহ্নিত শব্দে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
15.

আমার যাওয়া হয়নি।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আমার যাওয়া হয় নি = কর্তায় ৬ষ্ঠী।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
16.

ক্রোধানল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ক্রোধানল = ক্রোধ রূপ অনল (রূপক কর্মধারয় সমাস)

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
17.

গ্রামান্তর

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

গ্রামান্তর = অন্য গ্রাম (অব্যয়ীভাব সমাস, নিত্যসমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
18.

হাতাহাতি

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

হাতাহাতি = হাতে হাতে যে লড়াই (ব্যতিহার বহুব্রীহি)। 

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
19.

শতাব্দী

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

শতাব্দী = শত অব্দের সমাহার (বিগুসমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
20.

চিরসুখী

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

চিরসুখী = চিরকাল ব্যাপিয়া সুখী (দ্বিতীয়া তৎপুরুষ বা কর্মতৎপুরুষ সমাস)।

নিচের শব্দগুলির শুদ্ধ বানান লিখুন:
21.

মুমূর্ষ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুমূর্ষু = মুমূর্ষু ।

নিচের শব্দগুলির শুদ্ধ বানান লিখুন:
22.

আনুসাংগিক

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

আনুসাংগিক = আনুষঙ্গিক । 

নিচের শব্দগুলির শুদ্ধ বানান লিখুন:
23.

ঈতিপূর্বে

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

ঈতিপূর্বে = ইতঃপূর্বে। ইতোপূর্বে।

নিচের শব্দগুলির শুদ্ধ বানান লিখুন:
24.

ইতীমধ্যে

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

ইতীমধ্যে = ইতোমধ্যে। 

নিচের শব্দগুলির শুদ্ধ বানান লিখুন:
25.

ঔক্যমত

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ঐক্যমত = ঐকমত্য।

Related Sub Categories