‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’
মূলভাব: নিজের নিজের পরিবেশে সব কিছুই সুন্দর। মাতৃক্রোড়ে শিশুকে এবং বন্যপশুকে বনে দেখতেই ভালো। পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলেই তা অসুন্দর এবং বিসদৃশ।
সম্প্রসারিত ভাব: প্রত্যেক প্রাণীই একটি নির্দিষ্ট পরিবেশে অন্য গ্রহণ করে। সেই পরিবেশেই সে ধীরে ধীরে বেড়ে ওঠে। আপন পরিবেশের সাথে তার এক ধরণের সম্পর্ক গড়ে উঠে সেখানেই তাকে সবচেয়ে ভালো মানায়। প্রতিটি প্রাণাই আপন পরিবেশ ছাড়া চলতে পারে না। বন্য প্রাণীর জন্য সুন্দর স্থান হলো বনভূমি। বন্য প্রাণীরা মানুষের সাথে বসবাস করতে পারবে না। নিজস্ব পরিবেশই তাদের সুখ দিতে পারে। বনের পাখিদের বৈশিষ্ট্য হলো আকাশে উড়ে বেড়ানো। সেই পাখিকে দামী খাচায় ভরে রাখলেও সে আনন্দ পাবে না। আবার শিশুদের জন্য মায়ের কোলই হলো উপযুক্ত স্থান। মায়ের কোল ছাড়া অন্য কারো কোলে রাখলে সে ভক্তি পায় না। জনের পরিবেশেই মাছের বৃদ্ধি, জল থেকে ডাঙ্গায় তুললে মাছ মরে যায়। এভাবে হলে প্রতিটি প্রাণীর আপন আপন পরিবেশের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ পরিবেশের বিভিন্ন উপাদান এবং প্রতিটি প্রাণী। পরিপুরক হিসেবে কাজ করে। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সুন্দর জিনিসও অসুন্দর হয়ে যায়। তাই প্রতিটি প্রাণীকে। তার নিজ নিজ পরিবেশে বিকাশের সুযোগ দেওয়া উচিত।
যার অন্য উপায় নেই
যার অন্য উপায় নেই = অনন্যোপায় ।
যা বলা হয়নি
যা বলা হয়নি = অনুক্ত।
যা বার বার দুলছে
যা বার বার দুলছে = দোদুল্যমান।
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে।
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্ধান্ত ।
যে শুনেই মনে রাখতে পারে
যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।
খয়ের খাঁ
খয়ের খাঁ অর্থ চাটুকদার বা তোষামোদকারী।
নয় ছয়
নয় ছয় অর্থ বিশৃঙ্খলা।
ছকড়া নকড়া
ছকড়া নকড়া অর্থ সত্তা দর।
ঘাটের মরা
ঘাটের মরা অর্থ অতি বৃদ্ধ।
তামার বিষ
তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব।
Rahim died____COVID-19.
Rahim died of covid 19.
বাক্যের অর্থঃ রহিম covid-19 এ মারা গেলেন।
Divide the mangoes___the students.
Divide the mangoes among the students.
বাক্যের অর্থঃ ছাত্রদের মধ্যে আমগুলো ভাগ করে দাও।
He is____one eyed man.
He is a one-eyed man.
বাক্যের অর্থঃ তিনি একজন কানা (একচোখা) মানুষ ।
He stood first____dint of his merit.
He stood first by dint of his merit.
বাক্যের অর্থঃ তার মেধার দ্বারা যে প্রথম হলেন।
The cat jumped____the table.
The cat jumped off the table.
বাক্যের অর্থঃ বিড়ালটি টেবিল থেকে লাফ দিলো ।
Discipline
The word discipline means obedience to the established rules of conduct. It is very necessary to achieve success in life. We can learn it from nature, because every creature of nature strictly follows natural rules. We can learn discipline from the life of wise, renowned and successful people. We may even learn discipline from small insects. Our parents and teachers can play a vital role in this regard by telling and teaching us about the importance of it. Discipline is strictly followed in the armed forces. Actually, discipline should be followed in every sphere of discipline in human life. The people who have succeeded in life have strictly followed a disciplined life,. Those who have followed discipline strictly, have reached their goals. If men do not maintain discipline in life, they have to suffer a dire consequence. Everything will be disordered. As students, we also have to be disciplined in studying, attending classes, listening to the lectures, sports, walking and in wearing clothes.
সে গাইতে গাইতে চলে গেল।
সে গাইতে গাইতে চলে গেল।
= He went away singing.
তাকে ক্লান্ত মনে হচ্ছে।
তাকে ক্লান্ত মনে হচ্ছে।
= He looks tired.
তুমি, আমি এবং সে ঢাকা যাব।
তুমি, আমি এবং সে ঢাকা যাব।
= You, Land he will go to Dhaka.
বাগানে অনেকগুলো গাছ আছে।
বাগানে অনেকগুলো গাছ আছে।
= There are many trees in the garden.
আয় বুঝে ব্যয় করো।
আয় বুঝে ব্যয় করো।
= Cut your coat according to your cloth.
১০% হারে,
১০০ টাকায় ১ বছরের সুদ = ১০ টাকা
১০০ টাকায় ৬ বছরের সুদ = ১০৬ = ৬০ টাকা
৫০০০ টাকায় ৬ বছরের সুদ = টাকা
১০% হারে ৫০০০ টাকার ৬ বছরে সুদে আসলে হবে = ৫০০০+৩০০০=৮০০০ টাকা।
মনে করি, ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল ৪ক বছর এবং পুত্রের বয়স ছিল ক বছর।
বর্তমানে পিতার বয়স = (৪ক+১০) বছর
এবং পুত্রের বয়স = (ক+১০) বছর
প্রশ্নমতে,
=৪ক+২০=(ক+২০)২=২ক+৪০
=৪ক-২ক=৪০-২০=২০
২ক=২০
ক=১০
অর্থ্যাৎ পিতার বর্তমান বয়স = ৪ক+১০=৪০১০+১০=৫০ বছর
এবং পুত্রের বর্তমান বয়স = ক +১০ =১০+১০ =২০ বছর।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম কামরুল হাসান। উল্লেখ্য, 'জাতীয় পতাকা দিবস' পালিত হয় ২৩ মার্চ। আর 'জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে।
'হৈমন্তী' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ছোটগল্প। আর 'বিলাসী' অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প ।
মালয়েশিয়ার মুদ্রার নাম 'রিংগিত' আর থাইল্যান্ডের মুদ্রার নাম "বাথ" ।
মায়ানমারের সাথে ৩টি জেলার সীমান্ত রয়েছে। উল্লেখ্য, ভারতের সাথে ৩০টি রাঙামাটি জেলা ভারত ও মায়ানমারের সাথে একত্রে সংযুক্ত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।
LPG
LPG এর পূর্ণরূপ Liquefied Petroleum Gas.
BIWTC
BITC = Bangladesh Inland Water Transport Corporation.