পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম কামরুল হাসান। উল্লেখ্য, 'জাতীয় পতাকা দিবস' পালিত হয় ২৩ মার্চ। আর 'জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে।
'হৈমন্তী' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ছোটগল্প। আর 'বিলাসী' অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প ।
মালয়েশিয়ার মুদ্রার নাম 'রিংগিত' আর থাইল্যান্ডের মুদ্রার নাম "বাথ" ।
মায়ানমারের সাথে ৩টি জেলার সীমান্ত রয়েছে। উল্লেখ্য, ভারতের সাথে ৩০টি রাঙামাটি জেলা ভারত ও মায়ানমারের সাথে একত্রে সংযুক্ত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।
LPG
LPG এর পূর্ণরূপ Liquefied Petroleum Gas.
BIWTC
BITC = Bangladesh Inland Water Transport Corporation.