‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’

মূলভাব: নিজের নিজের পরিবেশে সব কিছুই সুন্দর। মাতৃক্রোড়ে শিশুকে এবং বন্যপশুকে বনে দেখতেই ভালো। পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলেই তা অসুন্দর এবং বিসদৃশ। 

সম্প্রসারিত ভাব: প্রত্যেক প্রাণীই একটি নির্দিষ্ট পরিবেশে অন্য গ্রহণ করে। সেই পরিবেশেই সে ধীরে ধীরে বেড়ে ওঠে। আপন পরিবেশের সাথে তার এক ধরণের সম্পর্ক গড়ে উঠে সেখানেই তাকে সবচেয়ে ভালো মানায়। প্রতিটি প্রাণাই আপন পরিবেশ ছাড়া চলতে পারে না। বন্য প্রাণীর জন্য সুন্দর স্থান হলো বনভূমি। বন্য প্রাণীরা মানুষের সাথে বসবাস করতে পারবে না। নিজস্ব পরিবেশই তাদের সুখ দিতে পারে। বনের পাখিদের বৈশিষ্ট্য হলো আকাশে উড়ে বেড়ানো। সেই পাখিকে দামী খাচায় ভরে রাখলেও সে আনন্দ পাবে না। আবার শিশুদের জন্য মায়ের কোলই হলো উপযুক্ত স্থান। মায়ের কোল ছাড়া অন্য কারো কোলে রাখলে সে ভক্তি পায় না। জনের পরিবেশেই মাছের বৃদ্ধি, জল থেকে ডাঙ্গায় তুললে মাছ মরে যায়। এভাবে হলে প্রতিটি প্রাণীর আপন আপন পরিবেশের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ পরিবেশের বিভিন্ন উপাদান এবং প্রতিটি প্রাণী। পরিপুরক হিসেবে কাজ করে। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সুন্দর জিনিসও অসুন্দর হয়ে যায়। তাই প্রতিটি প্রাণীকে। তার নিজ নিজ পরিবেশে বিকাশের সুযোগ দেওয়া উচিত।

এক কথায় প্রকাশ:
2.

যার অন্য উপায় নেই

Created: 3 months ago | Updated: 21 hours ago

যার অন্য উপায় নেই = অনন্যোপায় ।

এক কথায় প্রকাশ:
3.

যা বলা হয়নি

Created: 3 months ago | Updated: 21 hours ago

যা বলা হয়নি = অনুক্ত।

এক কথায় প্রকাশ:
4.

যা বার বার দুলছে

Created: 3 months ago | Updated: 21 hours ago

যা বার বার দুলছে = দোদুল্যমান।

Created: 3 months ago | Updated: 21 hours ago

যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্ধান্ত ।

Created: 3 months ago | Updated: 21 hours ago

যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।

বাগধরাগুলোর অর্থ লিখ:
7.

খয়ের খাঁ

Created: 3 months ago | Updated: 1 day ago

খয়ের খাঁ অর্থ চাটুকদার বা তোষামোদকারী।

বাগধরাগুলোর অর্থ লিখ:
8.

নয় ছয়

Created: 3 months ago | Updated: 21 hours ago

নয় ছয় অর্থ বিশৃঙ্খলা।

বাগধরাগুলোর অর্থ লিখ:
9.

ছকড়া নকড়া

Created: 3 months ago | Updated: 21 hours ago

ছকড়া নকড়া অর্থ সত্তা দর।

বাগধরাগুলোর অর্থ লিখ:
10.

ঘাটের মরা

Created: 3 months ago | Updated: 21 hours ago

ঘাটের মরা অর্থ অতি বৃদ্ধ।

বাগধরাগুলোর অর্থ লিখ:
11.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 21 hours ago

তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব।

Related Sub Categories