আমার গ্রাম
গ্রাম ও শহরের মধ্যকার তফাত মূলত সুযোগ-সুবিধায়। শহরে একজন নাগরিক যেসব সুযোগ-সুবিধা পায়, সেগুলো গ্রামেও জোগানো হবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে মানুষ গ্রামমুখী হবে, তখন গ্রামগুলো শহর হয়ে উঠবে। গ্রামের প্রতিটি ঘরে ঘরে যদি বিদ্যুৎ পৌঁছানো যায়, তবে আমার গ্রাম আমার শহরে পরিণত হবে। গ্রামকে শহরে রূপান্তর করা অর্থ শহরের সব ধরনের সুবিধা ও উন্নয়নের প্রবহমান ধারা গ্রামে পৌঁছে দেয়া। উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সব সুবিধা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। গ্রামে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আরো বাড়ানো ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে গ্রুপ ভিত্তিতে বায়োগ্যাস প্লান্ট ও সৌরশক্তি প্যানেল বসানোর উৎসাহ ও সহায়তা দেয়া হবে। গ্রাম পর্যায়ে কৃষিযন্ত্র সেবা কেন্দ্র, ওয়ার্কশপ স্থাপন করে যন্ত্রপাতি মেরামতসহ গ্রামীণ যান্ত্রিকায়ণ সেবা সম্প্রসারণ করা হবে। আর এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ যুবক ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদনশীল কর্মসংস্থান করা হবে। অকৃষি খাতের এসব সেবার পাশাপাশি হালকা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাত করতে বেসরকারি খাতের প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। দেশের গ্রামীণ অর্থনীতিতে বেশ বৈচিত্র্য এসেছে। দেশের কৃষিজ খাত যেমন সম্প্রসারিত হচ্ছে, তেমনি অকৃষিজ খাতও বহুগুণ সম্প্রসারিত হয়েছে। কৃষিক্ষেত্রে গুরুত্ব বাড়ানোর পাশাপাশি অকৃষি খাত, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো নির্মাণ, গ্রামীণ পরিবহন ও যোগাযোগ এবং গ্রামীণ ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারি- বেসরকারি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে গ্রামীণ পরিবারের আয় ও কর্মসংস্থানে অকৃষি খাতের অবদান বাড়ছে। তবে আমার কৃষি খাতকে এগিয়ে নিতে চাই। বর্তমানে কৃষি উৎপাদন অনেক বেড়েছে। তবে বাজার ও বিপণন ব্যবস্থায় কিছুটা দুর্বলতা রয়ে গেছে। বাজারে পণ্য সরবরাহ নিশ্চিতের জন্য সড়কের উন্নয়ন ঘটানো হচ্ছে। ব্যাংকগুলোর শাখা গ্রামে বিস্তৃত করায় উৎসাহ দিচ্ছি আমরা। কিংবা অনলাইনে সেবার সম্প্রসারণে উৎসাহ দেয়া হচ্ছে। সুতরাং এখানে এটি একটি ফ্যাক্টর। এখন ব্যাংকে নানা ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং শুরু হয়েছে। এগুলোকে আমরা উৎসাহ দিচ্ছি। ইলেকট্রনিক ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এগুলো আমরা করছি, যাতে গ্রামে লোকজন সহজেই কাজ করতে পারে। ইন্টারনেট এখন গ্রামেও সহজলভ্য। মোবাইল ফোন, স্মার্টফোন গ্রামের লোকজনের আছে। অপারেটরগুলো নানা ইন্টারনেট প্যাকেজ দিচ্ছে। গ্রামের নিরক্ষর মহিলা সহজেই ইংরেজি অক্ষর টিপে ডিজিটাল মাধ্যমে কল করতে পারে। এর মাধ্যমে সাক্ষরতারও সম্প্রসারণ ঘটছে। কৃষক কৃষি সম্পর্কে জানতে পারে। সবদিক থেকে অভাবনীয় পরিবর্তন ঘটেছে, ঘটছে। সরকার নিজে অনেক কিছু করতে পারে না, কিন্তু একটু এগিয়ে দেয়ার কাজটি করে থাকে, বাকিটা মানুষ নিজেরাই করবে। এ কাজটি আমরা সার্থকভাবে করছি বলেই আজকে সবদিক থেকে পরিবর্তনের হাওয়া বইছে। এভাবেই আমার গ্রাম পরিণত হচ্ছে আমার শহরে।
হৃদপদ্ম
হৃদপদ্ম = হৃদ রূপ পদ্ম (রূপক কর্মধারয় সমাস)।
সজল
সজল = জলের সহিত বর্তমান (বহুব্রীহি সমাস)।
প্রপিতামহ
প্রপিতামহ = পিতার পিতামহ (অব্যয়ীভাব সমাস)।
শোকসম্ভপ্ত
শোকসন্তপ্ত = শোকের দ্বারা সন্তপ্ত (ওয়া তৎপুরুষ সমাস)।
My Childhood
Human life is divided into four periods. These are childhood, youth, middle age and old age. Of all these, childhood is the most interesting and memorable. Childhood memories are the thoughts of something that one had seen, done or experienced in childhood. Every man or woman has childhood memories. I have also some memories. Very often these memories are reflected on my mind. In the age of my childhood my parents and I would visit the zoo, the children's park. wonderland and other interesting places during the holidays. During my holidays I used to go to the railway line. There I and my friends gathered pebbles and watched the train passing through the line. Sometimes we passed time by searching birds. The first day of my school was perhaps the most important day in my life. My father took me to school and I had to face an admission test with many other small children. I played cricket and football with my friends in the afternoon. I was fond of both indoor and outdoor games. Chess was one of my favourite indoor games. I had other hobbies like gardening and stamp collecting. All my memories are not joyful. I have also some painful incidents. The most painful of them is the death of my grandmother. I will never forget her love and advice to me.
তিনি যে সৎ, তা আমার জানা ছিল।
তিনি যে সৎ, তা আমার জানা ছিল।
= I knew that he was honest.
বসে বসে আর ভাল লাগে না।
বসে বসে আর ভাল লাগে না।
= It doesn't fell good to sit idle.
আমি তাকে গান গাইতে শুনলাম।
আমি তাকে গান গাইতে শুনলাম।
= I heard him singing.
আমি সত্যিই সিদ্ধান্ত নিতে পারছিনা পড়ব না ঘুমাব।
আমি সত্যিই সিদ্ধান্ত নিতে পারছিনা পড়ব না ঘুমাব।
= I can't really decide whether to study or sleep.
কুল কুল শব্দে নদী বয়ে যায়।
কুল কুল শব্দে নদী বয়ে যায়।
= The river flows with murmur.
মনে করি, বাগানের এক বাহুর দৈর্ঘ্য ক গজ
বাগানের ক্ষেত্রফল = ক২ বর্গগজ।
এখন দেয়া আছে, বাস্তার ক্ষেত্রফল = ৪ একর = ৪ ৪৮৪০ =১৯৩৬০ বর্গগজ।
আবার, রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (ক+২২)২ বর্গগজ।
প্রশ্নমতে, (ক+২২)২-ক২=১৯৩৬০
=ক২+২ক২২+(২২)২-ক২=১৯৩৬০
=ক২+৪৪ক+৪৮৪-ক২=১৯৩৬০
=৪৪ক=১৮৮৭৬
ক= গজ
অতএব, পরিসীমা = ৪ক=৪৪২৯=১৭১৬ গজ
=(১৭১৬৩) ফুট [১ গজ = ৩ ফুট]
=৫১৪৮ ফুট
=৫১৪৮৩০.৪৮
=১৫৬৯১১.০৪ সেন্টিমিটার =১৫৬৯.১১ মিটার।
বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট কবে শুরু হয়?
বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় ৪ মার্চ ১৯৭২ সালে (ঢাকা-লন্ডন-ঢাকা) ।
বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় কবে?
বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৫ জুলাই ১৯৭৪ সালে (১ পয়সা)।
জুটন আবিষ্কার করেন কে?
জুটন আবিস্কার করেন ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ (জুটন হলো ৭০ ভাগ পাট এবং ৩০ ভাগ তুলার সংমিশ্রণে, তৈরি এক প্রকার বস্ত্র)।
WARPO এর পূর্ণরূপ কি?
WARPO এর পূর্ণরূপ: Water Resources Planning Organization (পানি সম্পদ মন্ত্রণালয়)।
উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন?
গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেন ২৯ বছর বয়সে।
আবু সায়েফ কোন দেশের গেরিলা সংগঠন?
আবু সায়েফ ফিলিপাইনের গেরিলা সংগঠন।
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
ইউরোপীয় পার্লামেন্টের কর্মস্থল তিনটি। এগুলো হলোঃ ব্রাসেলস (বেলজিয়াম), লুক্সেমবার্গ এবং স্ট্রাসবার্গ (ফ্রান্স)। ইউরোপীয় পার্লামেন্টের সচিবালয় বা প্রশাসনিক দপ্তর পুষ্পেনবার্গে অবস্থিত। ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন বসে ট্রাসবার্গ এবং ব্রাসেলসে।
এক মিটার সমান কত ইঞ্চি?
এক মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি।
ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয়?
ব্যাংকিং প্রথা সর্বপ্রথম চালু হয় ইতালিতে। ১৯৫৭ সালে ডেনিস সরকারের প্রচেষ্টায় ব্যাংক অব ভেনিস' প্রতিষ্ঠা করা হয়, যা বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হিসেবে পরিচিত। উল্লেখ্য, বিশ্বের প্রথম ব্যাংক ব্যাংক অব শাদি' চীনে প্রতিষ্ঠিত হয় ৬০০ খ্রিঃ পূর্বে।
বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম PDP 1 (Programmed Data Processor- 1).
ডিজিটাল কম্পিউটার কত প্রকার?
আকার, সামর্থ্য, দাম এবং ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে ৪ ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার।
সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
১৯৫১ সালে তৈরি UNIVAC (Universal Automatic Computer) হলো বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম Electronic Computer.
কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
কমপ্যাক্ট ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না।
মাইক্রোপ্রসেসরের কাজ কী?
মাইক্রোপ্রসেসরের কাজ কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা: গাণিতিক যুক্তির কাজ করা; গাণিতিক যুক্তির অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ ও অন্যান্য অংশের সাথে তথা বিনিময়ের কাজ করা: ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় বিধান করা।
ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে
পিন ও রিবনের সাহায্যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় ।
ইন্সট্রাকশন সাইকেল নির্দেশ চক্রকে কতভাগ ভাগ করা যায়।
ইন্সট্রাকশন সাইকেল নির্দেশ চক্র দুই প্রকার।
মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে?
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কি?
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম অ্যাবাকাস।
আই.বি.এম ১৬২০ কম্পিউটার কী ধরনের কম্পিউটার?
আই. বি. এম ১৬২০ কম্পিউটারটি মেইনফ্রেম কম্পিউটার।