একটি বর্গাকার বাগানের বহির্দেশ বেষ্টন করে ১১ গজ বিস্তৃত একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল ৪ একক হয়, তবে বাগানটির পরসীমা মেট্রিক এককে কত? ( ১ফুট = ৩০.৪৮ সে.মি)
a = 6+5 হলে a6-1a3= কত?
কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 12 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 13 হয়। ভগ্নাংশটি কত?
রফিক একটি কাজ ২০ দিনে করতে পারে, শফিক ঐ কাজ ৪০ দিনে করতে পারে। রফিক ৫ দিন কাজ করার পর চলে গেলে অবশিষ্ট কাজ শফিক কতদিনে শেষ করবে।
27x4 + 8xy3 কে উৎপাদকে বিশ্লেষণ কর।
একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। ঐ জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন।