একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। ঐ জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন।
আনিস ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকার ১টি কলম বেশি কিনত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল?
একটি বর্গাকার বাগানের বহির্দেশ বেষ্টন করে ১১ গজ বিস্তৃত একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল ৪ একক হয়, তবে বাগানটির পরসীমা মেট্রিক এককে কত? ( ১ফুট = ৩০.৪৮ সে.মি)
১ হতে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি?