সকল বিষয়

কারক ও বিভক্তি নির্নয় করুন:
1.

‘পৃথিবীতে’ কে কাহার?

Created: 3 months ago | Updated: 2 days ago

‘পৃথিবীতে’ কে কাহার? → অধিকরণ কারকে ৭মী বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
2.

তিনি ‘চোখে‘ দেখেন না

Created: 3 months ago | Updated: 10 hours ago

তিনি 'চোখে' দেখেন না। → করণ কারকে ৭মী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
3.

ছেলেরা ‘ক্রিকেট‘ খেলে

Created: 3 months ago | Updated: 2 days ago

ছেলেরা 'ক্রিকেট' খেলে → কর্ম কারকে শূন্য বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
4.

আমার গানের ‘মালা‘ আমি করব কারে দান

Created: 3 months ago | Updated: 1 day ago

আমার গানের 'মালা' আমি করব কারে দান। → কর্ম কারকে শূন্য বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
5.

জল পড়ে ‘পাতা‘ নড়ে

Created: 3 months ago | Updated: 2 days ago

জল পড়ে 'পাতা' নড়ে। → কর্তায় শূন্য বিভক্তি ।

বানান শুদ্ধ করুন:
6.

মনঃমুগ্ধকর

Created: 3 months ago | Updated: 7 hours ago

মনঃমুগ্ধকর → মনোমুগ্ধকর।

বানান শুদ্ধ করুন:
7.

বিপরিত

Created: 3 months ago | Updated: 16 hours ago

বিপরিত → বিপরীত ।

বানান শুদ্ধ করুন:
8.

স্বান্তনা

Created: 3 months ago | Updated: 9 hours ago

স্বান্তনা → সান্ত্বনা ৷

বানান শুদ্ধ করুন:
9.

অপরাহ্ন

Created: 3 months ago | Updated: 12 hours ago

অপরাহ্ন → অপরাহ্ন ।

বানান শুদ্ধ করুন:
10.

বিসাদ

Created: 3 months ago | Updated: 1 day ago

বিসাদ → বিষাদ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

পবিত্র

Created: 3 months ago | Updated: 1 day ago

পবিত্র → পো + ইত্র

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

সংখ্যা

Created: 3 months ago | Updated: 8 hours ago

সংখ্যা → সম্ + খ্যা।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

মনীষা

Created: 3 months ago | Updated: 14 hours ago

মনীষা → মনস + ঈষা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

ধাত্রী

Created: 3 months ago | Updated: 6 hours ago

ধাত্রী → ধাতৃ +ঈ

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

ততোধিক

Created: 3 months ago | Updated: 2 days ago

ততোধিক → ততঃ + অধিক।

‘চরিত্র মানুষের অমূল্য সম্পদ

মূলভাব: মানুষের সব সম্পদের মধ্যে চরিত্রই বড় সম্পদ। উত্তম চরিত্রের লোক সর্বত্র সম্মান পেয়ে থাকে। পক্ষান্তরে, চরিত্রহীন ব্যক্তি অজস্র ধন সম্পদের অধিকারী হলেও সকলের ঘৃণার পাত্র ।

সম্প্রসারিত ভাব: ইংরেজিতে একটি কথা আছে 'The crown and glory of life is character'. চরিত্র মানবের মহার্ঘতম বস্তু, শ্রেষ্ঠতম অলংকার । হাদিসে আছে, “সবচাইতে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার আখলাক অর্থাৎ চরিত্র সবচেয়ে ভালো।” চরিত্র সম্পদ অন্য সকল সম্পদ অপেক্ষা অধিক মূল্যবান। চরিত্র গৌরবে বলীয়ান মানুষ দেবতার মহিমায় পৃথিবীতে বিরাজ করে। চরিত্র মানুষকে ন্যায়, সত্য, সংযম ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় এবং সৎপথে চলতে উদ্বুদ্ধ করে। চরিত্রবান ব্যক্তি সমাজের শিখাস্বরূপ। সে অর্থসম্পদে দীন হলেও গৌরবে মহান। কথায় আছে, “রাজার জোর অর্থে আর চরিত্রবান ব্যক্তির জোর হৃদয়ের। হৃদয়িক মহিমায় উজ্জ্বল চরিত্রবান ব্যক্তি সদালাপী, বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল হন। চরিত্রবান ব্যক্তি মহাপুরুষরূপে সমাজে সমাদৃত। পক্ষান্তরে, চরিত্রহীন ব্যক্তি পশুর সদৃশ। সে গন্ধহীন পুষ্পের মতো। তাই কেউ তাকে সম্মান করে না। কথায় আছে- টাকা কড়ি হারালে কিছুই হারায় না, স্বাস্থ্য হারালে কিছু হারায়; কিন্তু চরিত্র হারালে সব কিছুই হারাতে হয়। সুতরাং সমৃদ্ধিময় জীবনের জন্য চরিত্র প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় জীবনের গৌরব। মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে। চরিত্রবলেই মানুষ সুন্দর ও সার্থক হয়ে ওঠে।

Fill in the blanks with appropriate articles:
17.

Bangladesh is ____land of rivers

Created: 3 months ago | Updated: 1 day ago

Bangladesh is a land of rivers. বাক্যের অর্থঃ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।

Fill in the blanks with appropriate articles:
18.

He is ___honorable person

Created: 3 months ago | Updated: 2 days ago

He is an honorable person. বাক্যের অর্থঃ তিনি একজন সম্মানীয় ব্যক্তি।

Fill in the blanks with appropriate articles:
19.

The cow is _____useful animal

Created: 3 months ago | Updated: 16 hours ago

The cow is a useful animal. বাক্যের অর্থঃ গরু একটি উপকারী প্রাণী ।

Fill in the blanks with appropriate articles:
20.

____Padma is a big river.

Created: 3 months ago | Updated: 16 hours ago

The Padma is a big river. বাক্যের অর্থঃ পদ্মা একটি বড় নদী ।

Fill in the blanks with appropriate articles:
21.

kazi Nazrul islam is ___ great poet.

Created: 3 months ago | Updated: 16 hours ago

Kazi Nazrul islam is a great poet. বাক্যের অর্থঃ কাজী নজরুল ইসলাম একজন মহৎ কবি ।

Mention the parts of speech of the underlined words of the following sentences
22.

Who is 'she'?

Created: 3 months ago | Updated: 1 day ago

Who is she? → Pronoun

Mention the parts of speech of the underlined words of the following sentences
23.

'Shakespeare' was born in 1564 .

Created: 3 months ago | Updated: 1 day ago

Shakespeare was born in 1564. → Noun.

Mention the parts of speech of the underlined words of the following sentences
24.

January is the 'coldest' month in Bangladesh.

Created: 3 months ago | Updated: 16 hours ago

January is the coldest month in Bangladesh. → Adjective.

Mention the parts of speech of the underlined words of the following sentences
25.

He 'works' in a bank

Created: 3 months ago | Updated: 1 day ago

He works in a bank. → Verb.

Mention the parts of speech of the underlined words of the following sentences
26.

Rashed 'and' Faruk are playing.

Created: 3 months ago | Updated: 1 day ago

Rashed and Faruk are playing. → Conjunction

Created: 3 months ago | Updated: 7 hours ago

তার বাবার একটি গরু আছে। → His/her father has a cow.

Created: 3 months ago | Updated: 2 days ago

সে প্রতিদিন স্কুলে যায়। = He goes to school everyday.

Created: 3 months ago | Updated: 1 day ago

মাসুদ দুধ খেতে পছন্দ করে। = Masud likes to drink milk.

Created: 3 months ago | Updated: 2 days ago

এখন বৃষ্টি হচ্ছে। = It is now raining.

Created: 3 months ago | Updated: 2 days ago

বাংলা আমাদের মাতৃভাষা = Bangla is our mother tongue.

Created: 3 months ago | Updated: 1 day ago

‘My favorite game’

There are many sports. Among them, cricket is my favorite game. It keeps our body sound and strong. The game of cricket needs two teams of which each team has eleven players. It needs a big ground to play. Bats, balls and two sets of stumps are also needed. Two umpires conduct the game. Sometimes a third umpire is required to solve acute confusion. At the beginning of the match, a toss is adapted to select a fielding group and a batting group. The batsman may be out in many ways. He may be bowled out, run out, stumped out and caught out. When a bowler bowls, a batsman hits the ball away and changes position with his partner before the ball is received at the wickets. Thus, one run is scored. If the ball crosses the boundary line, four runs are made. If it flies over the boundary line, six runs are scored. After the interval, the fielding group comes to bat and the batting group goes to field for fielding. The team that scores more runs wins the game. The duration of the game depends on the fall of wicket or completion of the over. Cricket is very popular all over the world. I like it very much.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা সন ১৩২৭ সালের ২০ চৈত্র; ইংরেজি সন ১৯২০ সালের ৭ মার্চ; আরবি সন ১৩৩৮ হিজরি এর ২৭ জমাদিউস সানী; জন্ম বার ছিলো মঙ্গলবার এবং জন্ম সময় ছিলো রাত ৮ টায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জন্ম গ্রহণ করেন গোপালগঞ্জে (ঠিকানাঃ গ্রাম- টুঙ্গিপাড়া; ইউনিয়ন- পাটগাতি; মহকুমা- গোপালগঞ্জ; জেলা- ফরিদপুর)।

Created: 3 months ago | Updated: 11 hours ago

বাংলাদেশের মুক্তিযুদ্ধ  ১১টি সেক্টরে অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, ১০ এপ্রিল সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে। ১১ এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।

সংক্ষিপ্ত উত্তর লিখুন:
39.

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 3 months ago | Updated: 15 hours ago

পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২.১৬ কিমি (এর মধ্যে ১১.৯৫ কিমি জাজিরা প্রান্তে) ।

Created: 3 months ago | Updated: 1 day ago

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন । তাই ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় ৷

Created: 3 months ago | Updated: 1 day ago

বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতারে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ।

সংক্ষিপ্ত উত্তর লিখুন:
42.

ঐতিহাসকি ৭ই মার্চ কি বার ছিল?

Created: 3 months ago | Updated: 2 days ago

ঐতিহাসকি ৭ই মার্চ রোববার ছিলো। উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স - ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। তিনি উক্ত ভাষণ দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়েছিল। ঐতিহাসিক এই ভাষণটি ১২টি ভাষায় অনুবাদ করা হয়। আর ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ‘ঐতিহাসিক দলিল' হিসেবে স্বীকৃতি দেয়।

Created: 3 months ago | Updated: 2 days ago

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো তাজিং ডং (১,২৮০ মিটার উঁচু), যার অপর নাম বিজয়। এই পর্বতশৃঙ্গটি সাইচল পর্বতসারি, রুমা, বান্দরবানে অবস্থিত। আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কেওক্রাডং (রুমা, বান্দরবান) ১,২৩০ মিটার উঁচু, এসআরটিম এবং জিপিএস অনুযায়ী ৯৮৬ মিটার।

Created: 3 months ago | Updated: 7 hours ago

জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত ।

সংক্ষিপ্ত উত্তর লিখুন:
45.

কে বাংলা সনের প্রবর্তন করেন?

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলা সনের প্রবর্তনের সময় ধরা হয় ১৫৫৬ সাল থেকে, প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ৯৬৩ হিজরী সালের মহররম মাস ছিল বাংলা বৈশাখ মাস, এজন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং ১লা বৈশাখের নববর্ষ ধরা হয়।

Related Sub Categories