চিরসুখি
চিরসুখি = চিরকাল ব্যাপিয়া সুখী (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)।
বিশ্বামিত্র
বিশ্বামিত্র = বিশ্বের মিত্র (তৎপুরুষ সমাস)।
বহুব্রীহি
বহুব্রীহি = বহু ব্রীহি আছে যার (বহুব্রীহি সমাস) ।
আরক্তিম
আরক্তিম = ঈষৎ রক্তিম (অব্যয়ীভাব সমাস)
সুহৃদ
সুহৃদ = সুন্দর হৃদয় যার (বহুব্রীহি সমাস)।
উপসী ছারপোকা
উপসী ছারপোকা (অভাবগ্রস্থ লোক): হারেজ মিয়া বড় বড় কথা বললেও সে একজন উপসী ছারপোকা ।
কংসমামা
কংসমামা (নির্মম আত্মীয়): শাহিন একজন কংসমামা কারণ যে শুধু সম্পদ দখলের চেষ্টা করে।
কাটনারকড়ি
কাটনার কড়ি (সামান্য উপার্জন): রফিকের কাটনার কড়ি দিয়ে সংসার চালানো মুশকিল ।
ঈদের চাঁদ
ঈদের চাঁদ (কাঙ্ক্ষিত বস্তু): মাওলানা মহিদের সাক্ষাৎ পাওয়া যেন ঈদের চাঁদের মতো ।
কুমিরের সন্নিপাত
কুমিরের সন্নিপাত (অসম্ভব ঘটনা): শহীদের কাছে ভিক্ষা চেয়ে পাওয়াটা যেন কুমিরের সন্নিপাত।
‘কলম’ শব্দটি কোন ভাষা হতে আগত?
‘কলম' শব্দটি আরবি ভাষা ভাষা হতে আগত।
বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ কয়টি?
বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ ৩৯টি ।
‘লবণ’ শব্দে কোন নিয়েমে মুর্ধন্য ‘ণ’ হয়?
‘লবণ” শব্দে স্বাভাবিক নিয়মে মূর্ধন্য 'ণ' হয়।
বাংলা শব্দের শুরুতে বসে না এমন একটি বর্ণের নাম লিখুন।
'ঐ, ং, ঃ, ঙ' এগুলো বাংলা শব্দের শুরুতে বসে না।
মধ্যস্থানগড়ে প্রাপ্ত লিপির সঙ্গে কোন লিপি সাদৃশ্যপূর্ণ?
মধ্যস্থানগড়ে প্রাপ্ত লিপির সঙ্গে ব্রাহ্মী লিপির সাথে সাদৃশ্য আছে।
আলো চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু
আলো চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু। → কর্মে শূন্য ৷
এ নদীর মাছ বড় বড়
এ নদীর মাছ বড় বড়। → অধিকরণে ষষ্ঠী কারক ।
এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম । → > নিমিত্তার্থে ষষ্ঠী ৷
পাইলেট ভালো লেখা যায়।
পাইলটে ভালো লেখা যায় । → করণে সপ্তমী ।
আধার অধিকরণ কারক কত প্রকার?
আধার অধিকরণ কারক তিন প্রকার (ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক)।
`আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার রচনা?
‘আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর রচনা।
আমারি বধুয়া আন বাড়ী যায়, আমারি আঙ্গিনা দিয়া, কোন কবির রচনা?
আমারি বধুয়া আন বাড়ী যায়, আমারি আঙ্গিনা দিয়া, কবি চণ্ডীদাস এর রচনা ।
‘বীরবল’ কার ছদ্মনাম?
'বীরবল' প্রমথ চৌধুরী এর ছদ্মনাম।
‘দুধভাতে উৎপাত’ এর লেখক কে?
‘দুধভাতে উৎপাত' এর লেখক আখতারুজ্জামান ইলিয়াছ।
কবি কাজী নজরুল ইসলারেম জন্ম বাংলা কোন সাল ও তারিখে?
কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলায় ১১ জৈষ্ঠ্য ১৩০৬।
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়।
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়। = সংবর্ত ।
অবিরাম চেষ্টা দ্বারা কোন কাজ করা।
অবিরাম চেষ্টা দ্বারা কোন কাজ করা। = অধ্যবসায়।
পক্ষের ন্যায় অক্ষি বা চোখ
পক্ষের ন্যায় অক্ষি বা চোখ । = পুণ্ডরীকাক্ষ ৷
ঈষৎ আমিষ গন্ধ বিশিষ্ট
ইষৎ আমিষ গন্ধ বিশিষ্ট। = আঁষটে
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না।
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না । = অজ্ঞাতকুলশীন।
Demi- official
Demi-official অর্থ আধা-সরকারি।
Embargo
Embargo অর্থ নিষেধাজ্ঞা
Fodder
Fodder অর্থ খড়কুটো ।
Tariff duties
Tariff duties অর্থ শুল্ককর।
Vicious circle
Vicious circle অর্থ দুষ্টচক্র; আবর্ত বিচার ।
আমাকে যেতে দিন
আমাকে যেতে দিন।
= Let me go.
এক ঘণ্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
এক ঘণ্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
= It has been drizzling for an hours.
মৃদমন্দ বাতাস বইছে
মৃদুমন্দ বাতাস বইছে।
= A gentle breeze is blowing.
শীতকালে শিশির পড়ে
শীতকালে শিশির পড়ে।
= Dew falls in winter.
সময়ের এক ফোঁড় , অসময়ের দশ ফোঁড়া
সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
= A stitch in time saves nine.
Only Allah can help us. (Negative)
Only Allah can help us. (Negative)
= None but Allah can help us. বাক্যের অর্থঃ একমাত্র আল্লাহ-ই আমাদের সাহায্য করতে পারেন ।
A child likes nothing but sweets. (affirmative)
A child likes nothing but sweets. (affirmative)
= A child likes only sweets. বাক্যের অর্থঃ শিশুরা মিষ্টি পছন্দ করে ।
He is too weak to walk. (complex)
He is too weak to walk. (complex)
= He is so weak that he can not walk. বাক্যের অর্থঃ সে এতো দুর্বল যে সে হাঁটতে পারে না ।
Jamil is the best boy in the class. (positive)
Jamil is the best boy in the class (positive)
= No other boy in the class is so good as Jamil. বাক্যের অর্থঃ জামিলের মতো ভালো বালক এই শ্রেণিতে নেই ।
You cannot but do it. (affirmative)
You cannot but do it (affirmative)
= You must do it. বাক্যের অর্থঃ তুমি অবশ্যই এটা করবে।
The children were arguing ____ which TV program to watch.
The children were arguing about which TV program to watch.
বাক্যের অর্থঃ কোন টিভি অনুষ্ঠান দেখা যায়-এটা নিয়ে বাচ্চারা তর্ক করছিল
The fox cajoled the crow ___singing
The fox cajoled the crow into singing.
বাক্যের অর্থঃ শিয়ালটি কাককে ভুলিয়ে ভালিয়ে একটি গান গাওয়ালো ৷
She learnt the poem ____heart.
She learnt the poem by heart.
বাক্যের অর্থঃ কবিতাটি তার মুখস্থ
He is devoid ____judgment.
He is devoid of judgment. বাক্যের অর্থঃ সে বিচার-বিবেচনা বর্জিত ।
He excels ____speaking English.
He excels in speaking English. বাক্যের অর্থঃ ইংরেজি ভাষায় সে বেশি দক্ষতা অর্জন করেছে।
This book is yours
This book is yours. (Demonstrative adjective) বাক্যের অর্থঃ বইটি তোমারই।
This is your book
This is your book. (Pronominal adjective) বাক্যের অর্থঃ এটি তোমার বই।
Please stop writing
Please stop writing. (Gerund adjective) বাক্যের অর্থঃ দয়া করে লেখা বন্ধ করুন।
Five years have passed since I met you last.
Five years have passed since I met you last. (Conjunction adjective) বাক্যের অর্থঃ ৫ বছর হয়ে গেল তোমার সাথে সাক্ষাৎ হয়েছে
The man is afraid of the dog .
The man is afraid of the dog. (Adjective) বাক্যের অর্থঃ লোকটি কুকুরকে ভয় পায় ।
No sooner ( the teacher enter) than the student stood up.
No sooner had the teacher entered than the students stood up.
= বাক্যের অর্থঃ শিক্ষক প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাড়িয়ে গেল ।
The teacher made the children ( read) the book.
The teacher made the children read the book.
= বাক্যের অর্থঃ শিক্ষক শিশুদেরকে বইটি পড়ালেন ।
He had written the book before he ( retire)
He had written the book before he retired.
= বাক্যের অর্থঃ তিনি অবসর গ্রহণের পূর্বে বইটি লিখেছেন।
As I reached home, I saw my sister ( shout) for help.
As I reached home, I saw my sister was shouting for help.
= বাক্যের অর্থঃ যখন আমি বাড়ি ফিরলাম, তখন দেখলাম বোনটি সাহায্যের জন্য চিৎকার করছে।
If I had seen him, I (tell) him the matter.
If I had seen him, I would have told him the matter.
= বাক্যের অর্থঃ তাকে দেখলে বিষয়টি তাকে বলতাম ।
ধরি, অফিস সহায়ক পায় x টাকা
∴ অফিস সহকারী পায় ২০ টাকা এবং কর্মকর্তা পায় ৪x টাকা
প্রশ্নমতে,
বা,
বা,
বা, = ৬,০০০ টাকা
অতএব, একজন অফিস সহায়ক পায় ৬,০০০ টাকা
একজন অফিস সহকারী পায় = = ১২,০০০ টাকা
এবং একজন কর্মকর্তা পায় = = ২৪,০০০ টাকা।
দেয়া আছে, জেসমিন : আবিদা = ৩ : ২ = ১৫ : ১০
আবার, আবিদা : আনিকা = ৫ : ১ = ১০ : ২
∴ জেসিমন : আবিদা : আনিকা = ১৫ : ১০ : ২
ধরি, জেসমিনের বয়স ১৫x মাস; আবিদার বয়স ১০x মাস এবং আনিকার বয়স ২x মাস।
প্রশ্নমতে, ২x = ৪২ [কারণ, ৩ বছর ৬ মাস = ৩৬ + ৬ = ৪২ মাস]
আনিকার বয়স = = ৪২ মাস এবং জেসমিনের বয়স = = ৩১৫ মাস।
অতএব, আনিকার বয়স জেসমিনের বয়সের শতকরা =
LAN ও WAN এর বিস্তৃত রূপ হলো - Local Area Network এবং Wide Area Network.
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী অদ্যাবধি এই পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ পেয়েছে ১৫টি ভাষায় (বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, জাপানি, চৈনিক, আরবি, ফরাসি, তুর্কি, স্প্যানিশ, অসমীয়া, নেপালি, রুশ, ইতালিয়ান এবং মালয়)। মনে রাখবেন অনূদিত ১৪টি ভাষায়। আর গ্রন্থটি সর্বশেষ মালয় (২০১৯ সালে) ভাষায় অনূদিত হয়।
২১ ফেব্রুয়ারি, ১৯৫২ এর বাংলা তারিখ ৮ ফাল্গুন ১৩৫৮ ছিলো।
‘কড়ইতলী' সীমান্তবর্তী স্থান ময়মনসিংহের হালুয়াঘাটে জেলায় অবস্থিত ।
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত উপজেলা দুটি হলো মাদারীপুরের ডাসার এবং কক্সবাজারের ঈদগাঁও। উল্লেখ্য, তৃতীয় উপজেলা হলো সুনামগঞ্জের মধ্যনগর। বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে ।
কিয়েত ইউক্রেন দেশের রাজধানী ।
RRRC এর বিবৃত রূপ হলো- Refugee Relief and Repatriation Commissioner.
বিশ্বের সৌদি আরব দেশের কোন সংবিধান ও পার্লামেন্ট নেই।
জাতিসংঘের শান্তি মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশ প্রথম।
শেখ রাসেলের জন্ম দিন ১৮ অক্টোবর ১৯৬৪ সালে ।
সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা ৷
মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ জুন মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছহিউদ্দীন বিশ্বাস । (২০২৩ সাল)
“Let there be light' চলচিত্রের পরিচালক জহির রায়হান।
দেশের সবচেয়ে বড় এবং আধুনিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়ায় এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় বাংলাদেশের নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) মধ্যে যৌথ উদ্যোগে চুক্তি হয়
দেশের মানুষের মাথাপিছু আয় কমে দুই হাজার ৭৯৩ ডলারে নেমে এসেছে। চূড়ান্ত হিসাবে এই আয় উল্লেখ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রবিবার বিবিএস চূড়ান্ত এই হিসাব প্রকাশ করে।
এর আগে সাময়িক হিসাবে এই আয় ছিল দুই হাজার ৮২৪ ডলার।
(০৫ ফেব্রুয়ারি, ২০২৩)
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ।
টেরাকোটা একটি চিত্রকর্ম
চীন ও তাইওয়ানের মধ্যে সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ।
বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথম ব্রিটেন ও পরে ভারত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন।
কোন কঠিন পদার্থের বিশুদ্ধতা এক্স রে এর মাধ্যমে নির্ণয় করা হয়।