জনপ্রশাসন মন্ত্রণালয় || সরকারি যানবাহন অধিদপ্তর || অফিস সহকারী / কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (23-10-2021) || 2021

All

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন ও প্রশ্নের উত্তর দিন:
1.

চিরসুখি

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

চিরসুখি = চিরকাল ব্যাপিয়া সুখী (৬ষ্ঠী তৎপুরুষ সমাস)। 

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন ও প্রশ্নের উত্তর দিন:
2.

বিশ্বামিত্র

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিশ্বামিত্র = বিশ্বের মিত্র (তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন ও প্রশ্নের উত্তর দিন:
3.

বহুব্রীহি 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বহুব্রীহি = বহু ব্রীহি আছে যার (বহুব্রীহি সমাস) । 

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন ও প্রশ্নের উত্তর দিন:
4.

আরক্তিম

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আরক্তিম = ঈষৎ রক্তিম (অব্যয়ীভাব সমাস)

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন ও প্রশ্নের উত্তর দিন:
5.

সুহৃদ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সুহৃদ = সুন্দর হৃদয় যার (বহুব্রীহি সমাস)।

অর্থসহ বাক্য লিখুন:
6.

উপসী ছারপোকা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

উপসী ছারপোকা (অভাবগ্রস্থ লোক): হারেজ মিয়া বড় বড় কথা বললেও সে একজন উপসী ছারপোকা ।

অর্থসহ বাক্য লিখুন:
7.

কংসমামা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কংসমামা (নির্মম আত্মীয়): শাহিন একজন কংসমামা কারণ যে শুধু সম্পদ দখলের চেষ্টা করে।

অর্থসহ বাক্য লিখুন:
8.

কাটনারকড়ি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কাটনার কড়ি (সামান্য উপার্জন): রফিকের কাটনার কড়ি দিয়ে সংসার চালানো মুশকিল ।

অর্থসহ বাক্য লিখুন:
9.

ঈদের চাঁদ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ঈদের চাঁদ (কাঙ্ক্ষিত বস্তু): মাওলানা মহিদের সাক্ষাৎ পাওয়া যেন ঈদের চাঁদের মতো ।

অর্থসহ বাক্য লিখুন:
10.

কুমিরের সন্নিপাত

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কুমিরের সন্নিপাত (অসম্ভব ঘটনা): শহীদের কাছে ভিক্ষা চেয়ে পাওয়াটা যেন কুমিরের সন্নিপাত।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

‘কলম' শব্দটি আরবি ভাষা ভাষা হতে আগত।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ ৩৯টি  ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

‘লবণ” শব্দে স্বাভাবিক নিয়মে মূর্ধন্য 'ণ' হয়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'ঐ, ং, ঃ, ঙ' এগুলো বাংলা শব্দের শুরুতে বসে না।

মধ্যস্থানগড়ে প্রাপ্ত লিপির সঙ্গে ব্রাহ্মী লিপির সাথে সাদৃশ্য আছে।

কারক ও বিভক্তি নির্ণয় করুন ও প্রশ্নের উত্তর দিন:
16.

আলো চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আলো চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু। → কর্মে শূন্য ৷

কারক ও বিভক্তি নির্ণয় করুন ও প্রশ্নের উত্তর দিন:
17.

এ নদীর মাছ বড় বড়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

এ নদীর মাছ বড় বড়। → অধিকরণে ষষ্ঠী কারক ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন ও প্রশ্নের উত্তর দিন:
18.

এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম । → > নিমিত্তার্থে ষষ্ঠী ৷

কারক ও বিভক্তি নির্ণয় করুন ও প্রশ্নের উত্তর দিন:
19.

পাইলেট ভালো লেখা যায়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পাইলটে ভালো লেখা যায় । → করণে সপ্তমী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন ও প্রশ্নের উত্তর দিন:
20.

আধার অধিকরণ কারক কত প্রকার? 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আধার অধিকরণ কারক তিন প্রকার (ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক)।

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন:
21.

`আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার রচনা?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

‘আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর রচনা।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

আমারি বধুয়া আন বাড়ী যায়, আমারি আঙ্গিনা দিয়া, কবি চণ্ডীদাস এর রচনা ।

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন:
23.

‘বীরবল’ কার ছদ্মনাম?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

'বীরবল' প্রমথ চৌধুরী এর ছদ্মনাম।

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন:
24.

‘দুধভাতে উৎপাত’ এর লেখক কে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

‘দুধভাতে উৎপাত' এর লেখক আখতারুজ্জামান ইলিয়াছ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলায় ১১ জৈষ্ঠ্য ১৩০৬। 

এক কথায় প্রকাশ করুন:
26.

যে মেঘে প্রচুর বৃষ্টি হয়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে মেঘে প্রচুর বৃষ্টি হয়। = সংবর্ত ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অবিরাম চেষ্টা দ্বারা কোন কাজ করা। = অধ্যবসায়।

এক কথায় প্রকাশ করুন:
28.

পক্ষের ন্যায় অক্ষি বা চোখ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পক্ষের ন্যায় অক্ষি বা চোখ । = পুণ্ডরীকাক্ষ ৷

এক কথায় প্রকাশ করুন:
29.

ঈষৎ আমিষ গন্ধ বিশিষ্ট

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ইষৎ আমিষ গন্ধ বিশিষ্ট। = আঁষটে 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না । = অজ্ঞাতকুলশীন।

Related Sub Categories