সকল বিষয়

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
1.

আমি বড় অপমান হইয়াছি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আমি বড় অপমান হইয়াছি 

= আমি বড় অপমানিত হইয়াছি।

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
2.

তার অন্তর অঞ্জান সমুদ্রে আচ্ছন্ন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন 

= তার অন্তর তিমিরাচ্ছন্ন।

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
3.

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে 

= সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
4.

তাহার সাংঘাতিক আনন্দ হইল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তাহার সাংঘাতিক আনন্দ হইল। 

= তাহার অপরিসীম আনন্দ হইল ।

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
5.

বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল 

= বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (কোনো দায়িত্ব গ্রহণ না করা): খুব তো গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছ, কাজের চেষ্টা কর, বাপ মরলে খাবে কী?

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

খেরো খাতা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

খেরো খাতা (বাজে হিসাব): খেরো খাতা দিয়ে তোমার হিসাব মিলবে না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

ঠারে ঠারে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ঠারে ঠারে (ইশারায়-ইঙ্গিতে): মা মেয়েকে ঠারে ঠারে বোঝালেন কীভাবে চলতে হবে।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

লোকাকম্বল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

লোটাকম্বল (সামান্য সংগতি): লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রায় ।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
10.

বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় কে।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
11.

‘লালসালু উপন্যাসের রচয়িতা কে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'লালসালু' উপন্যাসের রচয়িতা  সৈয়দ ওয়ালিউল্লাহ ।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
12.

মীর মশাররফ হোসেন ছদ্মনামে লিখতেন?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মীর মশাররফ হোসেন গাজী মিয়া' ছদ্মনামে লিখতেন।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
13.

‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদকের নাম কি?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'সবুজপত্র' পত্রিকার সম্পাদকের নাম প্রমথ চৌধুরী ।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
14.

‘আমদানি’ শব্দটি কোনভাষা থেকে এসেছে?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'আমদানি' শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে ।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
15.

পৃথিবী

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পৃথিবী - ধরনী, অবণী।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
16.

সূর্য

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সূর্য = রবি, ভানু।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
17.

সমুদ্র

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সমুদ্র = দরিয়া, পারাবার ।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
18.

আগুন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আগুন = অগ্নি, অনল 

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
19.

আকাশ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আকাশ = গগন, আসমান।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
20.

আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা। = অধিকরণ কারকে শূন্য বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
21.

অধ্যয়নে বিরত হতে হই

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অধ্যয়নে বিরত হতে নেই। = অপাদানে সপ্তমী । 

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
22.

কপোল ভাসিয়ে গেল নয়নের জলে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কপোল ভাসিয়ে গেল নয়নের জলে। = কর্মে শূন্য বিভক্তি

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
23.

মাটিতে আমি যে বড় ভালবাসি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মাটিরে আমি যে বড় ভালোবাসি । = কর্মে ৪র্থী বিভক্তি 

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
24.

লাঙল দিয়ে জমি চাষ করা হয়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

লাঙল দিয়ে জমি চাষ করা হয়। = করণে তৃতীয়া।

তথ্য-প্রযুক্তি ও বর্তমান বিশ্ব

ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অসীম। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি । সমাজের যে স্তরে প্রযুক্তির ব্যবহার শুরু হয়নি, সে স্ত রে এখনো উন্নতি সম্ভব হয়নি। তাই বলা যায়, সভ্যতার উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূল নিয়ামক হিসেবে কাজ করছে। ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করি। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ রক্ষা করাসহ জিপিএসের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারছি। টেলিভিশন, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে বিনোদন লাভ করি। পার্ক, জাদুঘর, সিনেপ্লেক্স ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ই-বুক ব্যবহার করে বই পড়ি। অনলাইনে ক্লাস করতে পারছি। মাল্টিমিডিয়ায় ক্লাস করার ফলে আমাদের পড়া বোঝা আরো সহজ হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই পরীক্ষার ফল জানতে পারছি। অনলাইন ও ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়। মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায়। ইন্টারনেটে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া ও বিল পরিশোধ করা যায়। অনলাইন টিকেটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়েই ট্রেন ও প্লেনের টিকিট কেনা যায়। বড় বড় তথ্য, যেগুলো আমাদের জায়গাবহুল মনে করি, সেগুলো আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে পারি, যা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং এই নির্ভরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটারনির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্ব এখন এক গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। প্রতিদিন হাজার হাজার তথ্যের সমাবেশের ফলে তৈরি হচ্ছে তথ্যজট। মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব নয়। উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে গেছে। সম্প্রতি কোভিড-১৯-এর কারণে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। মহামারি পরিস্থিতি মানুষ গৃহবন্দি থাকলেও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল। বহির্বিশ্বের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের কোভিড-১৯ সম্পর্কে সচেতন হয়েছে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জেনেছে। অনলাইন প্রচারণার মাধ্যমে অসহায় দুস্থ মানুষের আর্থিক সহায়তা প্রদান করা সহজ হয়েছে। যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে পাঠ কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে বহুসংখ্যক তরুণ অনলাইন ব্যবহারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করছে। এর ফলে নিজস্ব প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, কমেছে বেকার। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য ও প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক ভালো দিকের সঙ্গে রয়েছে কিছু নেতিবাচক বিষয়। তবে চেষ্টা থাকবে এর ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে। এর অপব্যবহার রোধ করে তথ্য-প্রযুক্তিকে করতে হবে মানবসভ্যতার উন্নয়নের সোপান ।

'Natural Calamities and Suffering of People'

Bangladesh is a land of natural calamities. Flood, cyclone, drought, famine destroy life and property every year. People live here fighting against the frequent natural calamities. In recent years our country has experienced a great number of natural calamities. Among these cyclones is the most  devastating. It usually occurs in summer and generally originates from the Bay-of-Bengal. Flood lasting  devastating. It usually occurs in summer and generally originates from the Bay-of-Bengal. Flood lasting  catastrophic suffering to the people of the country. The crop fields, houses, roads, and streets go underwater. Crops and vegetables are damaged and millions of people become homeless. They face the scarcity of food, drinkable water, shelter and suffer much. Epidemic and famine break out to add to the misery and suffering of the flood-affected people. Various types of diseases like cholera, diarrhea, and typhoid break out.Riverbank erosion, one of the major natural disasters in Bangladesh, causes untold  miseries every year to thousands of people living along the banks of the rivers. Bangladesh is projected  to lose around 2,270 hectares of land this year due to riverbank erosion. The erosion swallowed houses, schools, dams, roads, business establishments, and mosques. Riverbank erosion causes thousands of people shelterless. Victims have to live under the open sky as all of their belongings go into the womb of the deadly river. Saline water intrusion is one of the biggest problems in the coastal areas of Bangladesh. Saline water intrusion is mostly seasonal in Bangladesh; in winter months the saline front begins to penetrate inland, and the affected areas rise sharply from 10 percent in the monsoon to over 40 percent in the dry season. Coastal districts such as Satkhira, Khulna, Bagerhat, Barguna, Pataskala Barisal are the victims of salinity intrusion. Agricultural production, fisheries, livestock, and mangrove forests are affected by higher salinity in the dry season. It is observed that the dry flow trend has declined as a result of which sea flow (saline water) is traveling far inside the country resulting in contamination both in surface and groundwater. Since people have no control over nature. But what is more important is it is possible to reduce the great loss to a substantial extent by taking precautionary measures. Using modern technology's help the weather forecast, a prior warning can be given to the people who are likely to be affected by the cyclone the inhabitants of the coastal regions of Bangladesh are the worst sufferers of natural disasters. Bangladesh suffered an estimated loss of approximately  $11.3 billion last year due to natural disasters such as tropical cyclones, floods and droughts.Bangladesh placed 9th position among the top ten countries in Asia, who suffered the most due to natural disasters in 2020.

Make meaning full sentence:
27.

at most

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

At most (সবচেয়ে বেশি ধরিয়া লইলেও): He'll be out for four weeks at most.

Make meaning full sentence:
28.

By and large

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

By and large (প্রধানত): By and large, I enjoyed my time at school.

Make meaning full sentence:
29.

Dog days

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

Dog days (গ্রীষ্মের অসহনীয় ভ্যাপসা গরম দিনগুলো): The summers are getting colder. What ever happened to the dog days I remember from my youth?

Make meaning full sentence:
30.

On an off

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

On and off (বিরতি বা অবশকাল): A neon sign flashed on and off above the door.

Make meaning full sentence:
31.

Under way

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

Under way (চলমান) Road and bridge construction is underway.

Write the appropriate synonym:
32.

Aboriginal

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Aboriginal = Native

Write the appropriate synonym:
33.

Belligerent

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Belligerent = Aggressive

Write the appropriate synonym:
34.

Nostalgic

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Nostalgic = Regretful 

Write the appropriate synonym:
35.

Replicate 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Replicate - Copy

Write the appropriate synonym:
36.

Investigation 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Investigation = Inquiry

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

There is a saying that to tell a lie is a great sin. It is well-known to all. Nobody can deny the truth. No doctrines and religions suggest us to tell a lie because it creates complexity in human society. A lie is detrimental to human life. We all know that truth and lie do not move together. Truth has the power to bring happiness and a lie bears woe. The base of lies is fragile It never survives with great strength. Sometimes, lies may provide temporary happiness for mankind. But it has been proved futile. One lie leads to another. If someone tells a lie, he/she has to tell more lies in consequence of the first one. It makes one not only to tell another lie, but also to plunder. This continuity of lies is injurious. Because of lies, many evils take place in society. Even murder may occur. The existence of lies destroys the prospect of establishing a congenial and happy society.

১৯৭১ সালের মুক্তি সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের ত্যাগ, উদ্দীপনা, বীরত্ব ও সাহসিকতা আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছে। তারা মাতৃভাষা, গণতন্ত্র এবং স্বদেশের জন্য তাদের তেজোদীপ্ত জীবন উৎসর্গ করার ঐতিহ্য সৃষ্টি করেছে।

= The student society of Bangladesh played an important role in the liberation struggle of 1971.Their sacrifice, impetus, heroism and bravery created an important chapter in our national history. They created a tradition for sacrificing their bright life for theie mother tongue, democracy and motherland.

Put the correct form of verb:
39.

We were prevented ____the place

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

We were prevented leaving the place. বাক্যের অর্থঃ স্থান ত্যাগ করা বারণ ছিল। 

Put the correct form of verb:
40.

He failed ---- the problem (solve). 

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

He failed to solve the problem. বাক্যের অর্থঃ সে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিল।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I am sorry shout at you yesterday . বাক্যের অর্থঃ গতকাল তোমার সাথে রাগারাগির জন্য দুঃখিত। 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Most of the Earth's surface is covered by water. বাক্যের অর্থঃ ভূ-পৃষ্ঠের অধিকাংশ স্থানই পানি বেষ্টিত। 

ধরি, জানুয়ারিতে পণ্যটির মূল্য ছিল ১০০ টাকা।

২০% বৃদ্ধিতে ফেব্রুয়ারিতে পণ্যটির মূল্য হয় =  + ×= ১২০ টাকা

১৫% বৃদ্ধিতে মার্চে পণ্যটির মূল্য হয়  + × = ১৩৮ টাকা

∴ মার্চে পণ্যটির মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা = ১৩৮ - ১০০ = ৩৮ ভাগ বৃদ্ধি পেয়েছে।

সাধারণ জ্ঞান
47.

TIN এর পূর্ণরূপ কি?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

TIN এর পূর্ণরূপ হলো Tax Identification Number.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

লালবাগ কেল্লার আদি নাম ছিল আওরঙ্গবাদ দূর্গ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ইংরেজি বিভাগ) প্রথম বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

‘অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলি বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।

Created: 4 weeks ago | Updated: 3 days ago

NBR অর্থমন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে।

Created: 4 weeks ago | Updated: 3 days ago

IMF-এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন

 ১৯৪০-১৯৪২ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য নোবেল পুরস্কার দেয়া হয়নি।

টীকা লিখুন:
55.

মুদ্রাস্ফীতি 

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

মুদ্রাস্ফীতি: কোন কালপরিধিতে পণ্য-সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ঐ পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায় ৷ সুতরাং মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। একই ভাবে অর্থনীতিতে পণ্যের আসল বিনিময়মূল্য কমে যায়। সাধারণত মুদ্রাস্ফীতি সূচকের মাধ্যমে হিসাব করা হয় যাকে মুদ্রাস্ফীতি সূচক বলা হয়। মুদ্রাস্ফীতি একটি অর্থনীতিতে একাধারে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নেতিবাচক প্রভাবের মধ্যে নগদ অর্থের সুযোগ ব্যয় কমে যায় এবং মানুষ নগদ অর্থের সঞ্চয়ের বদলে তা খরচ করে ফেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এর ফলে আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয়ের অভাবে ভোগে এবং অর্থনীতিতে বিনিয়োগ কমে আসে। এছাড়াও মুদ্রাস্ফীতির ফলে গদবাধা আয়ের মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে আসে এবং কেন্দ্রীয় ব্যাংককে সূদের প্রকৃত হার পুনরায় নিরূপণ করতে হয়। অপরদিকে ইতিবাচক প্রভাবগুলো হল পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে উৎসাহী হয় যার ফলে অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং যার মাধ্যমে নতুন উপভোক্তা তৈরি হয়।

টীকা লিখুন:
56.

ড্যাম্পিং 

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

ড্যাম্পিং:  ডাম্পিং হ'ল দেশ থেকে দেশীয় দামের চেয়ে কম মূল্যে পণ্য রফতানি করা হয়, প্রতিযোগীদের ভিড় করতে এবং বিদেশী বাজার দখল করতে পরিচালিত হয়। ডাম্পিং উভয়ই রফতানিকারক সংস্থার ব্যয় এবং রাজ্যের বাজেট থেকে রফতানি ভর্তুকির মাধ্যমে ব্যয় করা যায়। ডাম্পিংকে আন্তর্জাতিক বিপণনের নন-শুল্ক বাণিজ্য নীতি পদ্ধতি হিসাবেও বোঝা যায়, যা রফতানিকারক দেশে বিদ্যমান রফতানির দামকে হ্রাস করে বিদেশের বাজারে পণ্য প্রচারে জড়িত। ডাম্পিং এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা। এর তাৎক্ষণিক লক্ষ্যগুলি উদ্বৃত্ত তালিকা থেকে মুক্ত, বিক্রয় ও বাজারের শেয়ার বৃদ্ধি, প্রতিযোগীদের নির্মূল করা এবং বাজার নিয়ন্ত্রণ জোরদার করা। তদুপরি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাম্পিংও চালানো যেতে পারে, যখন একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ স্বল্পোন্নত দেশগুলির সাথে বাণিজ্যে ডাম্পিং করে, এই দেশগুলিতে পণ্য উৎপাদকদের দমন করার চেষ্টা করে এবং এর মাধ্যমে তাদের উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

Related Sub Categories