নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
1.

আমি বড় অপমান হইয়াছি

Created: 8 months ago | Updated: 15 hours ago

আমি বড় অপমান হইয়াছি 

= আমি বড় অপমানিত হইয়াছি।

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
2.

তার অন্তর অঞ্জান সমুদ্রে আচ্ছন্ন

Created: 8 months ago | Updated: 6 hours ago

তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন 

= তার অন্তর তিমিরাচ্ছন্ন।

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
3.

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে?

Created: 8 months ago | Updated: 14 hours ago

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে 

= সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
4.

তাহার সাংঘাতিক আনন্দ হইল

Created: 8 months ago | Updated: 1 day ago

তাহার সাংঘাতিক আনন্দ হইল। 

= তাহার অপরিসীম আনন্দ হইল ।

নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন
5.

বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল

Created: 8 months ago | Updated: 1 day ago

বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল 

= বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো

Created: 8 months ago | Updated: 1 day ago

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (কোনো দায়িত্ব গ্রহণ না করা): খুব তো গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছ, কাজের চেষ্টা কর, বাপ মরলে খাবে কী?

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

খেরো খাতা

Created: 8 months ago | Updated: 1 day ago

খেরো খাতা (বাজে হিসাব): খেরো খাতা দিয়ে তোমার হিসাব মিলবে না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

ঠারে ঠারে

Created: 8 months ago | Updated: 1 day ago

ঠারে ঠারে (ইশারায়-ইঙ্গিতে): মা মেয়েকে ঠারে ঠারে বোঝালেন কীভাবে চলতে হবে।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

লোকাকম্বল

Created: 8 months ago | Updated: 1 day ago

লোটাকম্বল (সামান্য সংগতি): লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রায় ।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
10.

বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?

Created: 8 months ago | Updated: 14 hours ago

বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় কে।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
11.

‘লালসালু উপন্যাসের রচয়িতা কে?

Created: 8 months ago | Updated: 1 day ago

'লালসালু' উপন্যাসের রচয়িতা  সৈয়দ ওয়ালিউল্লাহ ।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
12.

মীর মশাররফ হোসেন ছদ্মনামে লিখতেন?

Created: 8 months ago | Updated: 15 hours ago

মীর মশাররফ হোসেন গাজী মিয়া' ছদ্মনামে লিখতেন।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
13.

‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদকের নাম কি?

Created: 8 months ago | Updated: 1 day ago

'সবুজপত্র' পত্রিকার সম্পাদকের নাম প্রমথ চৌধুরী ।

নিচের প্রশ্নগুলির উত্তর দিন:
14.

‘আমদানি’ শব্দটি কোনভাষা থেকে এসেছে?

Created: 8 months ago | Updated: 14 hours ago

'আমদানি' শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে ।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
15.

পৃথিবী

Created: 8 months ago | Updated: 1 day ago

পৃথিবী - ধরনী, অবণী।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
16.

সূর্য

Created: 8 months ago | Updated: 13 hours ago

সূর্য = রবি, ভানু।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
17.

সমুদ্র

Created: 8 months ago | Updated: 1 day ago

সমুদ্র = দরিয়া, পারাবার ।

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
18.

আগুন

Created: 8 months ago | Updated: 1 day ago

আগুন = অগ্নি, অনল 

নিচের শব্দগুলির ২টি করে সমার্থক শব্দ লিখুন:
19.

আকাশ

Created: 8 months ago | Updated: 1 day ago

আকাশ = গগন, আসমান।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
20.

আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা

Created: 8 months ago | Updated: 1 day ago

আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা। = অধিকরণ কারকে শূন্য বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
21.

অধ্যয়নে বিরত হতে হই

Created: 8 months ago | Updated: 1 day ago

অধ্যয়নে বিরত হতে নেই। = অপাদানে সপ্তমী । 

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
22.

কপোল ভাসিয়ে গেল নয়নের জলে

Created: 8 months ago | Updated: 1 day ago

কপোল ভাসিয়ে গেল নয়নের জলে। = কর্মে শূন্য বিভক্তি

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
23.

মাটিতে আমি যে বড় ভালবাসি

Created: 8 months ago | Updated: 15 hours ago

মাটিরে আমি যে বড় ভালোবাসি । = কর্মে ৪র্থী বিভক্তি 

কারক ও বিভক্তি নির্ণয় করুন;
24.

লাঙল দিয়ে জমি চাষ করা হয়।

Created: 8 months ago | Updated: 1 day ago

লাঙল দিয়ে জমি চাষ করা হয়। = করণে তৃতীয়া।

তথ্য-প্রযুক্তি ও বর্তমান বিশ্ব

ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অসীম। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি । সমাজের যে স্তরে প্রযুক্তির ব্যবহার শুরু হয়নি, সে স্ত রে এখনো উন্নতি সম্ভব হয়নি। তাই বলা যায়, সভ্যতার উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূল নিয়ামক হিসেবে কাজ করছে। ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করি। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ রক্ষা করাসহ জিপিএসের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারছি। টেলিভিশন, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে বিনোদন লাভ করি। পার্ক, জাদুঘর, সিনেপ্লেক্স ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ই-বুক ব্যবহার করে বই পড়ি। অনলাইনে ক্লাস করতে পারছি। মাল্টিমিডিয়ায় ক্লাস করার ফলে আমাদের পড়া বোঝা আরো সহজ হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই পরীক্ষার ফল জানতে পারছি। অনলাইন ও ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়। মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায়। ইন্টারনেটে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া ও বিল পরিশোধ করা যায়। অনলাইন টিকেটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়েই ট্রেন ও প্লেনের টিকিট কেনা যায়। বড় বড় তথ্য, যেগুলো আমাদের জায়গাবহুল মনে করি, সেগুলো আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে পারি, যা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং এই নির্ভরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটারনির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্ব এখন এক গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। প্রতিদিন হাজার হাজার তথ্যের সমাবেশের ফলে তৈরি হচ্ছে তথ্যজট। মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব নয়। উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে গেছে। সম্প্রতি কোভিড-১৯-এর কারণে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। মহামারি পরিস্থিতি মানুষ গৃহবন্দি থাকলেও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল। বহির্বিশ্বের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের কোভিড-১৯ সম্পর্কে সচেতন হয়েছে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জেনেছে। অনলাইন প্রচারণার মাধ্যমে অসহায় দুস্থ মানুষের আর্থিক সহায়তা প্রদান করা সহজ হয়েছে। যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে পাঠ কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে বহুসংখ্যক তরুণ অনলাইন ব্যবহারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করছে। এর ফলে নিজস্ব প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে, কমেছে বেকার। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য ও প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক ভালো দিকের সঙ্গে রয়েছে কিছু নেতিবাচক বিষয়। তবে চেষ্টা থাকবে এর ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে। এর অপব্যবহার রোধ করে তথ্য-প্রযুক্তিকে করতে হবে মানবসভ্যতার উন্নয়নের সোপান ।

Related Sub Categories