শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় || সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (03-12-2021) || 2021

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

দ্বৈপায়ন

Created: 8 months ago | Updated: 1 day ago

দ্বৈপায়ন = দ্বীপ + অয়ন।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

রবীন্দ্র

Created: 8 months ago | Updated: 2 days ago

রবীন্দ্র = রবি + ইন্দ্ৰ।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

দর্শক

Created: 8 months ago | Updated: 23 hours ago

দর্শক = দৃশ + অক

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

দ্যুলোক

Created: 8 months ago | Updated: 5 days ago

দ্যুলোক = দিব্ + লোক ।

অর্থসহ বাগধারা লিখুন
5.

নদের চাঁদ

Created: 8 months ago | Updated: 22 hours ago

নদের চাঁদ (সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ):   তুমি তো বাবা নদের চাঁদ তোমাকে দিয়ে এ কাজ হবে না।

অর্থসহ বাগধারা লিখুন
6.

রাবনের চিতা

Created: 8 months ago | Updated: 18 hours ago

রাবনের চিতা (চির অশান্তি): ভাইয়ের মৃত্যুতে রফিকের বুকে রাবণের চিতা জ্বলছে।

অর্থসহ বাগধারা লিখুন
7.

ফপর দালালি

Created: 8 months ago | Updated: 1 day ago

ফপর দালালি (অতিরিক্ত চালবাজি): সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

অর্থসহ বাগধারা লিখুন
8.

সাক্ষী গোপাল

Created: 8 months ago | Updated: 5 days ago

সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক): সাক্ষী গোপাল হয়ে থাকলে এ সংসারে শুধু ঠকতেই হয়।

এক কথায় প্রকাশ করুন:
9.

জ্বলজ্বল করছে যা

Created: 8 months ago | Updated: 1 day ago

জ্বলজ্বল করছে যা = জাজ্বল্যমান।

এক কথায় প্রকাশ করুন:
10.

উপকারীর অপকার করে যে

Created: 8 months ago | Updated: 1 day ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন ৷

এক কথায় প্রকাশ করুন:
11.

ইন্দ্রয়কে জয় করেছে যে

Created: 8 months ago | Updated: 1 day ago

ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয় ।

এক কথায় প্রকাশ করুন:
12.

হরিণের চামড়া

Created: 8 months ago | Updated: 20 hours ago

হরিণের চামড়া = অজিন ৷

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
13.

তেপান্তর

Created: 8 months ago | Updated: 1 day ago

তেপান্তর = তিন প্রান্তের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
14.

বেওয়ারিশ

Created: 8 months ago | Updated: 20 hours ago

বেওয়ারিশ = নেই ওয়ারিশ যার (নঞ বহুব্রীহি সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
15.

তুষারশুভ্র

Created: 8 months ago | Updated: 23 hours ago

তুষারশুভ্র = তুষারের ন্যায় শুভ্র (উপমান কর্মধারয়)।

ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন:
16.

মনমাঝি

Created: 8 months ago | Updated: 5 days ago

মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।

রচয়িতার নাম লিখুনঃ
17.

গীতাঞ্জলি

Created: 8 months ago | Updated: 21 hours ago

গীতাঞ্জলি = রবীন্দ্রনাথ ঠাকুর

রচয়িতার নাম লিখুনঃ
18.

রুদ্রমঙ্গল

Created: 8 months ago | Updated: 20 hours ago

রুদ্রমঙ্গল = কাজী নজরুল ইসলাম

রচয়িতার নাম লিখুনঃ
19.

আমি কিংবদন্তীর কথা বলছি

Created: 8 months ago | Updated: 20 hours ago

আমি কিংবদন্তীর কথা বলছি = আবু জাফর ওবায়দুল্লাহ

রচয়িতার নাম লিখুনঃ
20.

অসমাপ্ত আত্মজীবনী

Created: 8 months ago | Updated: 21 hours ago

অসমাপ্ত আত্মজীবনী = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Make sentence with meaning:
21.

at a stretch

Created: 8 months ago | Updated: 20 hours ago

At a Stretch (একনাগাড়ে ): He can swim two miles at a stretch.

Make sentence with meaning:
22.

Acid test

Created: 8 months ago | Updated: 22 hours ago

Acid test (যে পরীক্ষায় কোন কিছুর মূল্য চূড়ান্তভাবে প্রমাণিত হয়): The new team faced its first acid test when it played the national champions.

Make sentence with meaning:
23.

Tall talk

Created: 8 months ago | Updated: 19 hours ago

Tall talk ( তিরস্কার করা): Never tall talk a person who is innocent.

Make sentence with meaning:
24.

A close sifted man

Created: 8 months ago | Updated: 23 hours ago

A close fisted man (কৃপণ): Safoan is a closed fisted man.

Make sentence with meaning:
25.

Null and void

Created: 8 months ago | Updated: 3 days ago

Null and void ( বাতিল ): The rule is null and void now.

Fill in the gaps with appropriate preposition
26.

At last the truth dawned ___him

Created: 8 months ago | Updated: 3 days ago

At last the truth dawned upon him.  

বাক্যের অর্থঃ অবশেষে তার নিকট সত্য প্রকাশিত হলো।

Fill in the gaps with appropriate preposition
27.

He is envious____my success

Created: 8 months ago | Updated: 1 day ago

He is envious of my success. বাক্যের অর্থঃ সে আমার সফলতায় ঈর্শ্বান্বিত।

Fill in the gaps with appropriate preposition
28.

The remarks in irrelevant____ the subject

Created: 8 months ago | Updated: 1 day ago

The remarks is irrelevant to the subject.  বাক্যের অর্থঃ বিষয়ের সাথে মন্তব্যটি অপ্রাসঙ্গিক।

Fill in the gaps with appropriate preposition
29.

Sakib is good ____cricket

Created: 8 months ago | Updated: 20 hours ago

Sakib is good at cricket. বাক্যের অর্থঃ সাকিব ক্রিকেট খেলায় ভালো।

Fill in the gaps with appropriate preposition
30.

You will get____trouble if you do not men yourself.

Created: 8 months ago | Updated: 22 hours ago

You will get into trouble if you do not mend yourself. বাক্যের অর্থঃ তুমি/আপনি নিজেকে সংশোধন না করলে বিপদে পড়বেন।

Identify the Parts of speech of selected words in the sentences below.
31.

The horse was running very fast.

Created: 8 months ago | Updated: 3 days ago

The horse was running very fast. (adverb) বাক্যের অর্থঃ ঘোড়াটি খুবই দ্রুত দৌড়াচ্ছিল।

Identify the Parts of speech of selected words in the sentences below.
32.

Some dreams are like reality.

Created: 8 months ago | Updated: 1 week ago

Some dreams are like reality. (noun) বাক্যের অর্থঃ কিছু স্বপ্ন বাস্তবতার মতোই।

Identify the Parts of speech of selected words in the sentences below.
33.

He has many friends.

Created: 8 months ago | Updated: 5 days ago

He has many friends. (noun) বাক্যের অর্থঃ তার অনেক বন্ধু-বান্ধব আছে।

Identify the Parts of speech of selected words in the sentences below.
34.

Tareq was a bright student.

Created: 8 months ago | Updated: 1 day ago

Tareq was a bright student. (adjective) বাক্যের অর্থঃ তারেক একজন মেধাবী ছাত্র।

Identify the Parts of speech of selected words in the sentences below.
35.

Beauty is truth.

Created: 8 months ago | Updated: 1 day ago

Beauty is truth. (noun) বাক্যের অর্থঃ সত্যই সুন্দর।

বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। 

=  Bangladesh is a country with a fast growing economy.

Created: 8 months ago | Updated: 1 day ago

নাচতে না জানলে উঠান বাঁকা। 

= A bad workman quarrels with his tools.

Created: 8 months ago | Updated: 1 day ago

হেমন্তের পর শীত আসে। 

= Winter comes after autumn.

Created: 8 months ago | Updated: 1 day ago

মেয়েটি নাচতে নাচতে চলে গেল ৷ 

= The girl went away dancing.

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। 

= Freedom fighters are the best children of the nation.

ধরি, ত্রিভুজটির ভূমি x সেন্টিমিটার; লম্ব (x – ২) সেন্টিমিটার এবং অতিভুজ (x + ২) সেন্টিমিটার

পিথাগোরাসের সূত্রানুসারে,

(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)

বা, (x+)= (x-)+(x) 

বা, x+x+= x-x++x

বা, x = x - x

বা, x - x =

বা, x = x

 x = 

অতএব, ত্রিভুজটির অতিভুজ = ৮ + ২ = ১০ সেন্টিমিটার ।

মোট পণ্য নষ্ট হয় = (১৩ + ৭)% = ২০%

∴ বাকি = (১০০ - ২০) % = ৮০%

মোটের ওপর ২০% লাভ করতে হবে

তাহলে, ৮০ টাকার ফল বিক্রি করতে হবে = ১২০ টাকা

∴ ১০০ টাকায় ফল বিক্রি করতে হবে  =  × = ১৫০ টাকা

∴ অবশিষ্ট পণ্যে লাভের হার হবে = ১৫০ - ১০০ = ৫০%

উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
43.

2x2 +x15

Created: 8 months ago | Updated: 20 hours ago

2x2 +x15 = 2x2 +6x5x -15 = 2x x+3 -5 x+3 = x+3 2x -5

উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
44.

-4a2 + 23a + 6

Created: 8 months ago | Updated: 20 hours ago

দেওয়া আছে, -4a2 + 23a + 6

= 4a2+24a-a + 6 = 4a (a-6) -1 (a-6) = (a - 6) ( - 4a - 1 ) = -(a-6) (4a+1)

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
45.

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম কী?

Created: 8 months ago | Updated: 6 days ago

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম গ্রাউন্ড জিরো।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
46.

‘ব্ল্যাকমানডে’ কীসের সাথে সম্পর্কিত?

Created: 8 months ago | Updated: 1 day ago

১৯২৯ সালের ২৮ অক্টোবর এবং ১৯৮৭ সালে ১৯ অক্টোবর শেয়ার মার্কেটের যে বিপর্যয় ঘটেছিলো সেদিন ছিলো সোমবার। তাই শেয়ার মার্কেটের এই বিপর্যয়কে ‘Black Monday' বলে ।

Created: 8 months ago | Updated: 1 day ago

২ ডিসেম্বর ২০২১ সালে প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে ৮০০ গোলের রেকর্ড গড়েন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ির (১০৯টি) রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১১৫টি গোলের মালিকও ক্রিস্টিয়ানো রোনালদো । (2021)

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
48.

জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?

Created: 8 months ago | Updated: 19 hours ago

জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে স্বাক্ষরিত হয়।

Created: 8 months ago | Updated: 22 hours ago

ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালি ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
50.

‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?

Created: 8 months ago | Updated: 19 hours ago

বাংলাদেশের সংবিধানের ১০৮নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীমকোর্ট হলো একটি কোর্ট অব রেকর্ড।

Created: 8 months ago | Updated: 18 hours ago

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। পঞ্চম তফসিলে সংবিধানের ১৫তম সংশোধনী আইন, ২০১১ এর ৫৫ ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভূক্ত করা হয়। আর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংযুক্ত করা হয় ।

Created: 8 months ago | Updated: 18 hours ago

বাংলাদেশের সিলেট শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়।

Created: 8 months ago | Updated: 19 hours ago

স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল (শহীদ মিনারের ছবি সম্বলিত → ডাকটিকিটের মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম 'দি সিকিউরিটি প্রিন্টিং প্রেস’- নাসিক, ভারত)।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
54.

বাংলাদেশের প্রথম রণতরীর নাম কী?

Created: 8 months ago | Updated: 20 hours ago

বাংলাদেশের প্রথম রণতরীর নাম  বিএসএস পদ্মা ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
55.

কমনওয়েলথ দিবস কবে?

Created: 8 months ago | Updated: 20 hours ago

মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস পালিত হয়।

Created: 8 months ago | Updated: 19 hours ago

বাংলাদেশ (১০ম দল হিসেবে) ২০০০ সালে ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস অর্জন করে। আর আফগানিস্তান এবং আয়ারল্যান্ড ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস অর্জন করে।

Created: 8 months ago | Updated: 21 hours ago

মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীরপ্রতীক নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডবিউ এ এস ওডারল্যান্ড (৬ ডিসেম্বর ১৯১৭-১৮ মে ২০০১); মুক্তিযুদ্ধে সেক্টর ১ ও ২ নং । উল্লেখ্য, দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম হলেন ইউ কে চিং মারমা (মুক্তিযুদ্ধে সেক্টর ৮নং)।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
58.

রাষ্ট্রপতির শপথ পাঠ করান কে? 

Created: 8 months ago | Updated: 23 hours ago

রাষ্ট্রপতির শপথ পাঠ করান  স্পিকার ।

Created: 8 months ago | Updated: 1 day ago

বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি ১১নং সেক্টরে যুদ্ধ করেন।

Related Sub Categories