ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম কী?
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম গ্রাউন্ড জিরো।
‘ব্ল্যাকমানডে’ কীসের সাথে সম্পর্কিত?
১৯২৯ সালের ২৮ অক্টোবর এবং ১৯৮৭ সালে ১৯ অক্টোবর শেয়ার মার্কেটের যে বিপর্যয় ঘটেছিলো সেদিন ছিলো সোমবার। তাই শেয়ার মার্কেটের এই বিপর্যয়কে ‘Black Monday' বলে ।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কোন ফুটবলার?
২ ডিসেম্বর ২০২১ সালে প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে ৮০০ গোলের রেকর্ড গড়েন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ির (১০৯টি) রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১১৫টি গোলের মালিকও ক্রিস্টিয়ানো রোনালদো । (2021)
জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে স্বাক্ষরিত হয়।
ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালি?
ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালি ।
‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?
বাংলাদেশের সংবিধানের ১০৮নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীমকোর্ট হলো একটি কোর্ট অব রেকর্ড।
বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। পঞ্চম তফসিলে সংবিধানের ১৫তম সংশোধনী আইন, ২০১১ এর ৫৫ ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভূক্ত করা হয়। আর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংযুক্ত করা হয় ।
বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়?
বাংলাদেশের সিলেট শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়।
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন স্থাপনার ছবি ছিল?
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল (শহীদ মিনারের ছবি সম্বলিত → ডাকটিকিটের মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম 'দি সিকিউরিটি প্রিন্টিং প্রেস’- নাসিক, ভারত)।
বাংলাদেশের প্রথম রণতরীর নাম কী?
বাংলাদেশের প্রথম রণতরীর নাম বিএসএস পদ্মা ।
কমনওয়েলথ দিবস কবে?
মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস পালিত হয়।
ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে?
বাংলাদেশ (১০ম দল হিসেবে) ২০০০ সালে ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস অর্জন করে। আর আফগানিস্তান এবং আয়ারল্যান্ড ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস অর্জন করে।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে?
মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীরপ্রতীক নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডবিউ এ এস ওডারল্যান্ড (৬ ডিসেম্বর ১৯১৭-১৮ মে ২০০১); মুক্তিযুদ্ধে সেক্টর ১ ও ২ নং । উল্লেখ্য, দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম হলেন ইউ কে চিং মারমা (মুক্তিযুদ্ধে সেক্টর ৮নং)।
রাষ্ট্রপতির শপথ পাঠ করান কে?
রাষ্ট্রপতির শপথ পাঠ করান স্পিকার ।
বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টর যুদ্ধ করেন?
বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি ১১নং সেক্টরে যুদ্ধ করেন।