দ্বৈপায়ন
দ্বৈপায়ন = দ্বীপ + অয়ন।
রবীন্দ্র
রবীন্দ্র = রবি + ইন্দ্ৰ।
দর্শক
দর্শক = দৃশ + অক
দ্যুলোক
দ্যুলোক = দিব্ + লোক ।
নদের চাঁদ
নদের চাঁদ (সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ): তুমি তো বাবা নদের চাঁদ তোমাকে দিয়ে এ কাজ হবে না।
রাবনের চিতা
রাবনের চিতা (চির অশান্তি): ভাইয়ের মৃত্যুতে রফিকের বুকে রাবণের চিতা জ্বলছে।
ফপর দালালি
ফপর দালালি (অতিরিক্ত চালবাজি): সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।
সাক্ষী গোপাল
সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক): সাক্ষী গোপাল হয়ে থাকলে এ সংসারে শুধু ঠকতেই হয়।
জ্বলজ্বল করছে যা
জ্বলজ্বল করছে যা = জাজ্বল্যমান।
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন ৷
ইন্দ্রয়কে জয় করেছে যে
ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয় ।
হরিণের চামড়া
হরিণের চামড়া = অজিন ৷
তেপান্তর
তেপান্তর = তিন প্রান্তের সমাহার (দ্বিগু সমাস)।
বেওয়ারিশ
বেওয়ারিশ = নেই ওয়ারিশ যার (নঞ বহুব্রীহি সমাস)।
তুষারশুভ্র
তুষারশুভ্র = তুষারের ন্যায় শুভ্র (উপমান কর্মধারয়)।
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।
গীতাঞ্জলি
গীতাঞ্জলি = রবীন্দ্রনাথ ঠাকুর
রুদ্রমঙ্গল
রুদ্রমঙ্গল = কাজী নজরুল ইসলাম
আমি কিংবদন্তীর কথা বলছি
আমি কিংবদন্তীর কথা বলছি = আবু জাফর ওবায়দুল্লাহ
অসমাপ্ত আত্মজীবনী
অসমাপ্ত আত্মজীবনী = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান