বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (10-12-2021) || 2021

All

'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' শের শাহ শুরি নির্মাণ করেন। উল্লেখ্য, এটি এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। দুই শতাব্দীরও অধিক সময় এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশাওয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পৌছায়। এর দৈর্ঘ্য ২,৫০০ কিমি (১,৬০০ মাইল)।

এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে ‘বাব-এল-মানদেব'। আর সংযুক্ত করেছে এডেন সাগর-লোহিত সাগর ।

গ্রিসের পার্লামেন্টের নাম মেসিডোনিয়া ৷

 সিয়েরা লিওন রাষ্ট্র বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে ‘টেস্ট মর্যাদা' লাভ করে ২৬ জুন, ২০০০। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য দেশ। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে ।

বাংলাদেশে চীনা মাটি পাওয়া যায়ঃ বিজয়পুর, নেত্রকোনা, পতাতলা, নওগা; মধ্যপাড়া, দিনাজপুর ।

নীলগিরি হলো এটি পাহাড়ের নাম । এটি বান্দরবান জেলায় তেংপ্লাং চুট পাহাড়ের চূড়ায় অবস্থিত ।

হ্যানয় ভিয়েতনাম এর রাজধানী। 

তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এ প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে।

Related Sub Categories