তীর্থের কাক
তীর্থের কাক (প্রতীক্ষারত): মঙ্গার সময় সাহায্যের আশায় তীর্থের কাক হয়ে বসে থাকা অনেক ক্ষুধার্ত।
তিন মাথা এক হওয়া
তিন মাথা এক হওয়া (খুব বৃদ্ধ হওয়া): তার তিন মাথা এক হয়ে গেছে, এখন আর পোশাক-আশাকের চাহিদা নেই ।
জবড়জঙ্গ
জবড়জং (অগোছালো/এলোমেলো): করোনা ভাইরাস আমাদের দেশের অর্থনীতিকে জবড়জং করে দিয়েছে।
ঘাটের মড়া
ঘাটের মড়া (অতি বৃদ্ধ; যে মরতে বসেছে): ওই ঘাটের মড়ার সঙ্গে শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠিক করলে।
কাকভূষণ্ডি
কাক ভূষণ্ডি (দীঘায়ূ ব্যক্তি): এই পৃথিবীতে সবাই কাক ভূষণ্ডি হয়ে বেঁচে থাকতে চায় ।
আশীর্বাদ
আশীর্বাদ = আশীঃ + বাদ ।
মনোযোগ
মনোযোগ = মনঃ + যোগ
মনস্তাপ
মনস্তাপ = মনোঃ + তাপ।
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্ + থ।
পিত্রালয়
পিত্ৰালয় = পিতৃ + আলয় ৷
অর্থ অনর্থ ঘটায়
অর্থ অনর্থ ঘটায় = কর্তায় শূন্য।
অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর
অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর = করণ কারকে সপ্তমী ।
আজ হবে না, কাল এসো
আজ হবে না, কাল এসো = অধিকরণে শূন্য।
এ মেঘে বৃষ্টি হয় না
এ মেঘে বৃষ্টি হয় না = অপাদান কারকে সপ্তমী বিভক্তি ।
কাননে কুসুমকলি সকলি ফুটিল
কাননে কুসুমকলি সকলি ফুটিল = কর্মে শূন্য ।
যে অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করে
যে অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করে = অবিমৃষ্যকারী ।
যার দু'হাত সমান চলে
যার দু'হাত সমান চলে = সব্যসাচী।
যার দুই জন্ম হয়
যার দুই জন্ম হয় = দ্বিজ ।
ক্ষমার যোগ্য
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব
পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব = সুবর্ণ জয়ন্তী।