কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স || অডিটর (28-01-2022) || 2022

All

বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে ৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি লাভ করেন এবং ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে আসেন ।

পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি (আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার)।

স্পেন হতে স্বাধীনতা চায়। স্পেনের সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়া । স্পেনের পূর্ব প্রান্তে ভূ-মধ্যসাগর ঘিরে এর অবস্থান। কাতালোনিয়া ১১৬৪ সাল পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র ছিল । ১১ সেপ্টেম্বর ১৭১৪ সালে স্পেনের রাজা পঞ্চম ফিলিপ কাতালোনিয়াকে পুরোপুরি করায়ত্ত করেন এবং এরপর থেকে কাতালোনিয়া স্পেনের অংশ হিসেবে পরিচিত হয়। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। এটি মাদ্রিদের পর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর ।

রাজধানীর গুলশানে হোলি আর্টিজনে রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে ১ জুলাই ২০১৬ সালে ‘অপারেশন থান্ডারবোল্ট' পরিচালিত হয়।

আলীগড় আন্দোলনের প্রবক্তা হলেন সৈয়দ আহমদ খান। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে সমগ্র ভারত জুড়ে যে ধর্ম এবং সমাজসংস্কার আন্দোলনের ঢেউ ওঠে তা ভারতের মুসলমান সমাজের ওপরও আছড়ে পড়ে। তখন সৈয়দ আহমদ খান সমাজের পিছিয়ে পড়া মুসলমানদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য যে সংস্কার আন্দোলন পরিচালনা করেন তাই ইতিহাসে আলীগড় আন্দোলন' নামে পরিচিত। 

একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া বানু এবং কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলোর মধ্যে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় বা ভিসা ছাড়াই ভ্রমণ করার জন্য ১৯৮৫ সালে ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেনে এবং এতে ৭টি দেশ স্বাক্ষর করে এবং এ চুক্তি ১৯৯৫ সাল থেকে কার্যকর হয়।

পার্সোনা নন-গ্রাটা শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি । কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে 'প্রত্যাহারযোগ্য' বলে বিবেচিত হবে।

বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা সৈয়দপুর, নীলফামারীতে (১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয়) অবস্থিত। 

Related Sub Categories