ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SME) || সহকারী ব্যবস্থাপক (04-03-2022) || 2022

All

নিম্নোক্ত বিষয়াবলী নিয়ে সংক্ষেপে লিখুনঃ
1.

কৃত্রিম উপগ্রহ কী? চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য কী?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কৃত্রিম উপগ্রহ হলো মানব নির্মিত বস্তু যা সৌরজগতের পৃথিবী এবং অন্যান্য গ্রহকে প্রদক্ষিন করে। কৃত্রিম উপগ্রহগুলি সাধারণত যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, দূরবর্তী সেন্সিং এবং গবেষণা, সামরিক বা বৈশ্বিক অবস্থানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

নিম্নোক্ত বিষয়াবলী নিয়ে সংক্ষেপে লিখুনঃ
2.

কম্পিউটারের স্টোরেজ ডিভাইসগুলোর ধরন সম্পর্কে লিখুন।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

স্টোরেজ ডিভাইস মানে হচ্ছে কোন কিছু স্টোর করে রাখা। অর্থাৎ স্টোরেজ ডিভাইস হলো এক ধরনের হার্ডওয়ার কম্পনেন্টস যেখানে সমস্ত ডেটাগুলো আমরা সেভ করতে পারি Temporary অথবা Permanently. একটি কম্পিউটারের হার্ডওয়ার এর গুরুত্বপূর্ণ অংশ। 

স্টোরেজ ডিভাইস মূলত দুই প্রকার। 

১. Primary storage device এবং 
২. Secondary storage device.

প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary storage device): প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর উদহারণ হলো RAM (random access memory). RAM হলো কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি কম্পিউটার যখন অন থাকবে RAM এ তখন সমস্ত তথ্য সমূহ সংরক্ষিত থাকবে, আর কম্পিউটার অফ থাকলে RAM সমস্ত তথ্যসমূহ মুছে ফেলে ।

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary storage device): সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হলো এমন এক ধরনের ডিভাইস যেখানে আপনি কম্পিউটার বা মোবাইল অন অথবা অফ অবস্থায় যেকোনো ডাটা স্থায়ীভাবে রাখতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছামত সেইগুলোকে পরবর্তীকালে মুছে ফেলতে পারেন। Secondary storage device এর উদাহরণ হল, Solid-state drives (SSDs), Hard disk drives (HDDs), Cloud storage, CD rom drives, DVD drives, SD card ইত্যাদি ।

নিম্নোক্ত বিষয়াবলী নিয়ে সংক্ষেপে লিখুনঃ
3.

৪র্থ শিল্প বিপ্লব কী?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

IR 4.0 বলতে Industry Revolution 4.0 কে বুঝায় । Industry 4.0 শব্দটি জার্মান থেকে উদ্ভব হয়েছে। IR 4 ” হল Industry Revolution এর এক নতুন অর্জন। এটা প্রধানত ইন্টার কানেকটেভিটি (Interconnectivity) অটোমেশন (Automation), মেশিন লার্নিং (Machine Learning) এবং রিয়াল ডাটা (Real data) এর উপর গুরুত্ব আরোপ করে। আধুনিক প্রযুক্তির পর্যায়কেই সাধারণত IR 4.0 বলে ।

নিম্নোক্ত বিষয়াবলী নিয়ে সংক্ষেপে লিখুনঃ
4.

ই-ওয়ালেট কী এবং এটি কিভাবে কাজ করে?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ই-ওয়ালেট একটি এমন ফিচার যার মাধ্যমে আপনি আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ডের এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন। তার জন্য আপনাকে একটি কোনো ই-ওয়ালেট স্টোরে নিজের একাউন্ট বানাতে হবে যার মাধ্যমে আপনি বাড়িতে বসে সহজে পেমেন্ট করতে পারেন। 

কিভাবে কাজ করে ই-ওয়ালেট: ই-ওয়ালেটের মাধ্যমে আপনি নিজের ডেবিট ক্রেডিট কার্ড এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন তার জন্য আপনাকে কোনো ই-ওয়ালেট সাইট আপনার একাউন্ট বানাতে হবে এবং সেই একাউন্টে আপনার কার্ড ডিটেলস দিয়ে আপনি সহজে পেমেন্ট করতে পারেন। একাউন্ট বানানোর জন্য কোনো কাগজ-পত্রের দরকার পরবে না শুধু আপনার ডিটেলস দরকার লাগবে। আপনি এই ই-ওয়ালেট সাইট কে গুগল প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে পারেন।

Related Sub Categories