দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর || অফিস সহায়ক (11-02-2022) || 2022

All

সকল বিষয়

বাক্য শুদ্ধ করে লিখুন:
1.

পরবর্তীতে তুমি আবার এসো

Created: 4 weeks ago | Updated: 4 days ago

পরবর্তীতে তুমি আবার এসো। 

=  পরে তুমি আবার এসো ।

বাক্য শুদ্ধ করে লিখুন:
2.

দৈন্যতা সব সময় ভালো নয়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দৈন্যতা সব সময় ভালো নয় । 

= দীনতা সব সময় ভাল নয় ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পরীক্ষাকালীন সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ । 

= পরীক্ষার সময়ে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ।

বাক্য শুদ্ধ করে লিখুন:
4.

ইদানিং কালে তার অবকাশ নাই

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ইদানিং কালে তার অবকাশ নাই। 

=  ইদানিং তার অবকাশ নাই ।

বাক্য শুদ্ধ করে লিখুন:
5.

তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। 

=  তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

বাক্য রচনা করুন:
6.

সুখ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সুখ = সুখ যেন এক অচিন পাখি ।

বাক্য রচনা করুন:
7.

স্রোত

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

স্রোত = সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।

বাক্য রচনা করুন:
8.

রাজনীতি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

রাজনীতি = দেশে সুস্থ রাজনীতি চর্চা করা জরুরি 

বাক্য রচনা করুন:
9.

দুর্যোগ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দুর্যোগ = দুর্যোগের সময় সতর্ক থাকতে হয় ।

বাক্য রচনা করুন:
10.

নদী

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নদী = বাংলাদেশ নদীমাতৃক দেশ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

বিপচ্ছায়া

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বিপচ্ছায়া = বিপদ + ছায়া

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

উল্লেখ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

উল্লেখ = উৎ + লেখ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

শুভেচ্ছা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শুভেচ্ছা = শুভ + ইচ্ছা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

নবোঢ়া

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নবোঢ়া = নব + ঊঢ়া ।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

সংরক্ষণ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

সংরক্ষণ = সম্ + রক্ষণ ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল ।

এক কথায় প্রকাশ করুন:
17.

যে নারীর হাসি সুন্দর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।

Created: 4 weeks ago | Updated: 20 hours ago

আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্মকেন্দ্ৰিক 

এক কথায় প্রকাশ করুন:
19.

দুবার ফসল হয় যে জমিতে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দুবার ফসল হয় যে জমিতে = দো-ফসলি ।

এক কথায় প্রকাশ করুন:
20.

যে বেশি কথা বলে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে বেশি কথা বলে = বাচাল ।

Correct the sentences:
21.

He is as tall as me.

Created: 4 weeks ago | Updated: 4 days ago

He is as tall as me. 

= He is as tall as I. বাক্যের অর্থঃ সে আমার মতোই লম্বা ৷

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Rahim has gone to market yesterday.
= Rahim went to the market yesterday. বাক্যের অর্থঃ গতকাল রহিম বাজারে গিয়েছিলেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Can you tell me where is the post office?

= Can you tell me the where post office is? বাক্যের অর্থঃ দয়া করে বলবেন পোস্ট অফিস কোথায়?

Correct the sentences:
24.

I am not in the committee

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I am not in the committee 

= I am not on the committee. বাক্যের অর্থঃ আমি কমিটিতে নেই ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I prefer to read than to write. 

= I prefer reading to writing. বাক্যের অর্থঃ আমি লেখার চাইতে পড়া পছন্দ করি ।

Fill in the blanks with appropriate preposition:
26.

He died ___over eating

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He died from over eating. 

বাক্যের অর্থঃ তিনি অতিভোজনে মারা গিয়েছিলেন ।

Fill in the blanks with appropriate preposition:
27.

I am tired ____waiting for you.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I am tired of waiting for you.  

বাক্যের অর্থঃ তোমার জন্য আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত ।

Fill in the blanks with appropriate preposition:
28.

Let me congratulate you____ yours success.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Let me congratulate you on your success. 

বাক্যের অর্থঃ তোমাকে তোমার সফলতার জন্য অভিনন্দন জানানো যাক ।

Fill in the blanks with appropriate preposition:
29.

My friend has broken faith ____me

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

My friend has broken faith with me. 

বাক্যের অর্থঃ আমার বন্ধু আমার সাথে বিশ্বাসভঙ্গ করেছে।

Fill in the blanks with appropriate preposition:
30.

My brother is expert ___ account.  

Created: 4 weeks ago | Updated: 5 days ago

My brother is expert at account.  

বাক্যের অর্থঃ হিসাবে আমার ভাই ওস্তাদ ।

Fill in the blanks with appropriate articles:
31.

The rose is ___nice flower

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The Rose is a nice flower.  

বাক্যের অর্থঃ গোলাপ একটি সুন্দর ফুল ।

Fill in the blanks with appropriate articles:
32.

What ____ beautiful sight it is!

Created: 4 weeks ago | Updated: 1 day ago

What a beautiful sight it is! 

বাক্যের অর্থঃ কত মনোরম এই দৃশ্য!

Fill in the blanks with appropriate articles:
33.

I have already read ___book

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I have already read the book. 

বাক্যের অর্থঃ ইতিমধ্যে আমি বইটি পড়েছি।

Fill in the blanks with appropriate articles:
34.

He is ___MA

Created: 4 weeks ago | Updated: 2 days ago

He is an MA. 

বাক্যের অর্থঃ তিনি একজন MA পাশ ব্যক্তি ।

Fill in the blanks with appropriate articles:
35.

I saw ___ one eyed man.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

I saw a one eyed man. 

বাক্যের অর্থঃ আমি একজন একচোখা লোক দেখেছিলাম ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ছেলেটি অংকে কাঁচা। 

= The boy is weak in Mathematics.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

গ্রামের নাম পুরুলিয়া । 

= The name of the village is Purulia.

আমার সোনার বাংলাদেশকে আমি ভালোবাসি।

= I love you my Sonar Bangla.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার 

= Freedom is man's by born right.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের ছয় ঋতু আছে। 

= There are six seasons in Bangladesh.

ধরি, ২য় বালক পায় x টাকা

∴ ১ম বালক পায় (x + ৬০) টাকা 

(১ম + ২য়) জন পাবে = x + x + ৬০ = (২x + ৬০) টাকা

∴ ৩য় জন পাবে = ২x + ৬০ - ৪০ = (২ x + ২০) টাকা ।

প্রশ্নমতে, x+x+  + x +  = 

 x =  -  =   x =  = 

অতএব, ১ম বালক পাবে = ৩০ টাকা

∴ ২য় বালক পাবে = ৩০ + ৬০ = ৯০ টাকা

∴ ৩য় বালক পাবে = ( × ) +  =  +  =  টাকা ।

অর্থাৎ ৩ জনে পাবে যথাক্রমে ৩০ টাকা; ৯০ টাকা এবং ৮০ টাকা। (উত্তর)

৫,৫০০ টাকার মধ্যে দেন = ১,১১০ টাকা

∴ ১০০ টাকার মধ্যে দেন  ×  = ২০ টাকা

অর্থাৎ শতকরা তার মাকে ২০ টাকা দেন।

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলা হয় । চিত্রে, ABC একটি ত্রিভুজ এবং একে  ABC লিখে নির্দেশ করা হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°

Created: 4 weeks ago | Updated: 12 hours ago

.×.×.=.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা।

সংক্ষেপে উত্তর দিন:
47.

DDM এর পূর্ণরূপ কী?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

DDM এর পূর্ণরূপ হলো Distributed Data Management.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের ভাওয়াল এবং মধুপুরের বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের পার্বত্য তিনটি জেলা হলো রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টর ছিল । জার মধ্যে ঢাকা ২নং সেক্টরের অধীনে ছিল। সেক্টর নং ০২: ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব ও ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষিণে ছিল এ সেক্টরের সদরদপ্তর। মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) কাপ্টেন এ.টি.এম. হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর) সেক্টর কমান্ডার ছিলেন।

সংক্ষেপে উত্তর দিন:
51.

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শেষের কবিতা একটি উপন্যাস। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ১৯২৯ সালে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম হলো ভানুসিংহ ঠাকুর ।

Created: 4 weeks ago | Updated: 3 days ago

বিশ্ব নারী দিবস প্রতিবছরের ৮ মার্চ তারিখে পালিত হয় ।

Related Sub Categories