পরবর্তীতে তুমি আবার এসো
পরবর্তীতে তুমি আবার এসো।
= পরে তুমি আবার এসো ।
দৈন্যতা সব সময় ভালো নয়
দৈন্যতা সব সময় ভালো নয় ।
= দীনতা সব সময় ভাল নয় ।
পরীক্ষাকালীন সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ
পরীক্ষাকালীন সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ।
= পরীক্ষার সময়ে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ।
ইদানিং কালে তার অবকাশ নাই
ইদানিং কালে তার অবকাশ নাই।
= ইদানিং তার অবকাশ নাই ।
তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
= তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
সুখ
সুখ = সুখ যেন এক অচিন পাখি ।
স্রোত
স্রোত = সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।
রাজনীতি
রাজনীতি = দেশে সুস্থ রাজনীতি চর্চা করা জরুরি
দুর্যোগ
দুর্যোগ = দুর্যোগের সময় সতর্ক থাকতে হয় ।
নদী
নদী = বাংলাদেশ নদীমাতৃক দেশ ।
বিপচ্ছায়া
বিপচ্ছায়া = বিপদ + ছায়া
উল্লেখ
উল্লেখ = উৎ + লেখ ।
শুভেচ্ছা
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা ।
নবোঢ়া
নবোঢ়া = নব + ঊঢ়া ।
সংরক্ষণ
সংরক্ষণ = সম্ + রক্ষণ ।
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল ।
যে নারীর হাসি সুন্দর
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
আপনাকে কেন্দ্র কের যার চিন্তা
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্মকেন্দ্ৰিক
দুবার ফসল হয় যে জমিতে
দুবার ফসল হয় যে জমিতে = দো-ফসলি ।
যে বেশি কথা বলে
যে বেশি কথা বলে = বাচাল ।
He is as tall as me.
He is as tall as me.
= He is as tall as I. বাক্যের অর্থঃ সে আমার মতোই লম্বা ৷
Rahim has gone to market yesterday.
Rahim has gone to market yesterday.
= Rahim went to the market yesterday. বাক্যের অর্থঃ গতকাল রহিম বাজারে গিয়েছিলেন।
Can you tell me where is the post office?
Can you tell me where is the post office?
= Can you tell me the where post office is? বাক্যের অর্থঃ দয়া করে বলবেন পোস্ট অফিস কোথায়?
I am not in the committee
I am not in the committee
= I am not on the committee. বাক্যের অর্থঃ আমি কমিটিতে নেই ।
I prefer to read than to write.
I prefer to read than to write.
= I prefer reading to writing. বাক্যের অর্থঃ আমি লেখার চাইতে পড়া পছন্দ করি ।
He died ___over eating
He died from over eating.
বাক্যের অর্থঃ তিনি অতিভোজনে মারা গিয়েছিলেন ।
I am tired ____waiting for you.
I am tired of waiting for you.
বাক্যের অর্থঃ তোমার জন্য আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত ।
Let me congratulate you____ yours success.
Let me congratulate you on your success.
বাক্যের অর্থঃ তোমাকে তোমার সফলতার জন্য অভিনন্দন জানানো যাক ।
My friend has broken faith ____me
My friend has broken faith with me.
বাক্যের অর্থঃ আমার বন্ধু আমার সাথে বিশ্বাসভঙ্গ করেছে।
My brother is expert ___ account.
My brother is expert at account.
বাক্যের অর্থঃ হিসাবে আমার ভাই ওস্তাদ ।
The rose is ___nice flower
The Rose is a nice flower.
বাক্যের অর্থঃ গোলাপ একটি সুন্দর ফুল ।
What ____ beautiful sight it is!
What a beautiful sight it is!
বাক্যের অর্থঃ কত মনোরম এই দৃশ্য!
I have already read ___book
I have already read the book.
বাক্যের অর্থঃ ইতিমধ্যে আমি বইটি পড়েছি।
He is ___MA
He is an MA.
বাক্যের অর্থঃ তিনি একজন MA পাশ ব্যক্তি ।
I saw ___ one eyed man.
I saw a one eyed man.
বাক্যের অর্থঃ আমি একজন একচোখা লোক দেখেছিলাম ।
ছেলেটি অংকে কাঁচা
ছেলেটি অংকে কাঁচা।
= The boy is weak in Mathematics.
গ্রামের নাম পুরুলিয়া
গ্রামের নাম পুরুলিয়া ।
= The name of the village is Purulia.
আমার সোনার বাংলাদেশকে আমি ভালোবাসি।
আমার সোনার বাংলাদেশকে আমি ভালোবাসি।
= I love you my Sonar Bangla.
স্বাধীনতা মানুষের জন্মগুত অধিকার
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার
= Freedom is man's by born right.
বাংলাদেশের ছয় ঋতু আছে।
বাংলাদেশের ছয় ঋতু আছে।
= There are six seasons in Bangladesh.
ধরি, ২য় বালক পায় x টাকা
∴ ১ম বালক পায় (x + ৬০) টাকা
(১ম + ২য়) জন পাবে = x + x + ৬০ = (২x + ৬০) টাকা
∴ ৩য় জন পাবে = ২x + ৬০ - ৪০ = (২ x + ২০) টাকা ।
প্রশ্নমতে,
অতএব, ১ম বালক পাবে = ৩০ টাকা
∴ ২য় বালক পাবে = ৩০ + ৬০ = ৯০ টাকা
∴ ৩য় বালক পাবে টাকা ।
অর্থাৎ ৩ জনে পাবে যথাক্রমে ৩০ টাকা; ৯০ টাকা এবং ৮০ টাকা। (উত্তর)
৫,৫০০ টাকার মধ্যে দেন = ১,১১০ টাকা
∴ ১০০ টাকার মধ্যে দেন = ২০ টাকা
অর্থাৎ শতকরা তার মাকে ২০ টাকা দেন।
তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলা হয় । চিত্রে, ABC একটি ত্রিভুজ এবং একে লিখে নির্দেশ করা হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
বাঙালি জাতির মুক্তির সনদ কী?
বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা।
DDM এর পূর্ণরূপ কী?
DDM এর পূর্ণরূপ হলো Distributed Data Management.
বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ?
বাংলাদেশের ভাওয়াল এবং মধুপুরের বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত।
বাংলাদেশের পার্বত্য তিনটি জেলার নাম লিখুন?
বাংলাদেশের পার্বত্য তিনটি জেলা হলো রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
মুক্তিযুদ্ধে ১১ টি সেক্টরের মধ্যে ঢাকা কত নং সেক্টরের অন্তর্ভক্ত ছিল?
মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টর ছিল । জার মধ্যে ঢাকা ২নং সেক্টরের অধীনে ছিল। সেক্টর নং ০২: ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব ও ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষিণে ছিল এ সেক্টরের সদরদপ্তর। মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) কাপ্টেন এ.টি.এম. হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর) সেক্টর কমান্ডার ছিলেন।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার
শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?
শেষের কবিতা একটি উপন্যাস। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ১৯২৯ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কী?
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম হলো ভানুসিংহ ঠাকুর ।
বিশ্ব নারী দিবস বছরে কোন তারিখে পালিত হয়?
বিশ্ব নারী দিবস প্রতিবছরের ৮ মার্চ তারিখে পালিত হয় ।